Ajker Patrika

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক কারাগারে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক কারাগারে
প্রতীকী ছবি

বিয়ের প্রলোভনে চট্টগ্রামের কর্ণফুলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাছির উদ্দিন মুন্না (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার উপজেলার চরপাথরঘাটার খোয়াজনগর ৪ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার নাছির উদ্দিন নোয়াখালী জেলার রামচন্দ্র এলাকার বাসিন্দা এবং নগরীর পাঁচলাইশ এলাকার একটি কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী চট্টগ্রামের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়ার পথে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিত ওই যুবক। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত মঙ্গলবার রাতে ভিকটিমের মা-বাবা ঘরের বাইরে থাকার সুযোগে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় স্থানীয়রা টের পেয়ে ঘরে ঢুকে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়। আজ (বুধবার) কর্ণফুলী থানায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ‘কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার যুবককে আজ (বুধবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

কুমিল্লা-৪: শত চেষ্টার পরও ঋণখেলাপির জালেই আটকে গেলেন বিএনপির মঞ্জুরুল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত