আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দেওয়া টাকা উদ্ধারে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চট্টগ্রাম দক্ষিণ জেলার এক যুবলীগ নেতা আদালতে নালিশি মামলা করেছেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করা হয়। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলাটি করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইনবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দিন। এতে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন কবিরকে আসামি করা হয়েছে।
বাদি মোহাম্মদ কামাল উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, টাকা দেওয়ার পরও মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। এরপর টাকাগুলো ফেরত চেয়ে বিভিন্ন চেষ্টা করেছি। নগদ টাকা ও চেক ফেরত না দেওয়ায় আইনগত নোটিস দিয়েছি। নোটিসে উল্লিখিত সময় অতিবাহিত হওয়ার পরও আসামি টাকা ফেরত দেয়নি। তাই মামলা করেছি।
অভিযোগে বলা হয়, বাদি এলাকাবাসী ও স্থানীয় নেতা-কর্মীদের অনুরোধে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। বাদি মনোনয়ন বাণিজ্যে বিশ্বাসী নন। কিন্তু সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন কবির বাদিকে নানাভাবে প্রভাবিত করে আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের মনোনয়ন নিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। হোসেন কবির চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমেদের আস্থাভাজন। তাঁর কথায় বিশ্বাস করে মনোনয়নের জন্য হোসেন কবিরকে প্রথমে ১৫ লাখ টাকা নগদ ও পরে সংসদ সদস্যের নামে ১৫ লাখ টাকার চেক দেন। এদিকে গত ৫ জানুয়ারি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তালিকায় কামাল উদ্দিনের নাম আসেনি। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন স্থানীয় নেতারা তাঁর নাম পাঠাননি। পরে তিনি হোসেন কবিরের কাছে টাকা ফেরত চান। টাকা ফেরত না দেওয়ায় চেকের ছবিসহ ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমেদের নাম উল্লেখ করা হয়। তাঁর বিরুদ্ধে (সংসদ সদস্য) ১৫ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগ আনা হয়। সংসদ সদস্যের নাম উল্লেখ করে স্ট্যাটাস দেওয়ায় হোসেন কবির ১০ জানুয়ারি কামালের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইবুনালের নির্দেশে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
এদিকে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার পর সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ গণমাধ্যমে বলেন, কামাল উদ্দিনের স্ট্যাটাসে দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যে। এটা ডাহা মিথ্যা, বানোয়াট। কামাল উদ্দিন তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এ স্ট্যাটাস দিয়েছেন।

চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দেওয়া টাকা উদ্ধারে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চট্টগ্রাম দক্ষিণ জেলার এক যুবলীগ নেতা আদালতে নালিশি মামলা করেছেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করা হয়। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলাটি করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইনবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দিন। এতে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন কবিরকে আসামি করা হয়েছে।
বাদি মোহাম্মদ কামাল উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, টাকা দেওয়ার পরও মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। এরপর টাকাগুলো ফেরত চেয়ে বিভিন্ন চেষ্টা করেছি। নগদ টাকা ও চেক ফেরত না দেওয়ায় আইনগত নোটিস দিয়েছি। নোটিসে উল্লিখিত সময় অতিবাহিত হওয়ার পরও আসামি টাকা ফেরত দেয়নি। তাই মামলা করেছি।
অভিযোগে বলা হয়, বাদি এলাকাবাসী ও স্থানীয় নেতা-কর্মীদের অনুরোধে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। বাদি মনোনয়ন বাণিজ্যে বিশ্বাসী নন। কিন্তু সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন কবির বাদিকে নানাভাবে প্রভাবিত করে আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের মনোনয়ন নিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। হোসেন কবির চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমেদের আস্থাভাজন। তাঁর কথায় বিশ্বাস করে মনোনয়নের জন্য হোসেন কবিরকে প্রথমে ১৫ লাখ টাকা নগদ ও পরে সংসদ সদস্যের নামে ১৫ লাখ টাকার চেক দেন। এদিকে গত ৫ জানুয়ারি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তালিকায় কামাল উদ্দিনের নাম আসেনি। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন স্থানীয় নেতারা তাঁর নাম পাঠাননি। পরে তিনি হোসেন কবিরের কাছে টাকা ফেরত চান। টাকা ফেরত না দেওয়ায় চেকের ছবিসহ ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমেদের নাম উল্লেখ করা হয়। তাঁর বিরুদ্ধে (সংসদ সদস্য) ১৫ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগ আনা হয়। সংসদ সদস্যের নাম উল্লেখ করে স্ট্যাটাস দেওয়ায় হোসেন কবির ১০ জানুয়ারি কামালের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইবুনালের নির্দেশে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
এদিকে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার পর সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ গণমাধ্যমে বলেন, কামাল উদ্দিনের স্ট্যাটাসে দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যে। এটা ডাহা মিথ্যা, বানোয়াট। কামাল উদ্দিন তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এ স্ট্যাটাস দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
১৫ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে