Ajker Patrika

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৪: ১৩
শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার
অভিযুক্ত কিশোর। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শিশু মাদ্রাসাছাত্রীকে (৭) ধর্ষণের চেষ্টাকারী এক কিশোরকে (১৭) পুলিশের হাতে তুলে দিয়েছে তার পরিবার। আজ সোমবার দুপুরে জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় তাকে পুলিশের হাতে তুলে দেন তার প্রবাসী বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফারুক মিয়ার নতুন বাড়ির পাশ দিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিশুকে পথরোধ করে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার জন্য চেষ্টা করেন কিছু মাতবর। তাঁরা ২০ হাজার টাকায় মীমাংসা ও কাগজে স্বাক্ষর দিতে ভুক্তভোগী পরিবারকে চাপ দেন। এতে অস্বীকৃতি জানিয়ে রোববার শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে একই এলাকার ওই প্রবাসীর কিশোর ছেলেকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম আজকের পত্রিকাকে বলেন, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে তার পরিবারের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত