চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব নিয়ামক পদে হঠাৎ রদবদল করা হয়েছে। ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ফরিদুল আলম চৌধুরীকে বদলি করে সেই পদে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে একই দপ্তরের উপ হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলামকে (ভারপ্রাপ্ত) পদায়ন করা হয়েছে।
এ দিকে এই পদে আমিরুল ইসলামের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর হিসাব বা বাণিজ্য সংক্রান্ত কোনো ডিগ্রি নেই। তিনি বিতর্কিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের ওপর ডিগ্রি নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় পদের কর্মকর্তাকে হঠাৎ বদলির আদেশে বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ছাড়া পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে উপেক্ষা করে অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তাকে হিসাব নিয়ামক পদে নিয়োগ দেওয়ায় কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে ফরিদুল আলমকে বদলির কারণ হিসেবে দাপ্তরিক কাজের স্বার্থের কথা উল্লেখ করা হয়েছে। তাঁকে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে বদলি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, প্রশাসনিক প্রয়োজনে হিসাব নিয়ামক পদে রদবদল করা হয়েছে।
জ্যেষ্ঠতার লঙ্ঘন ও বাণিজ্যের ওপর কোনো ডিগ্রি না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়টা গুরুত্বপূর্ণ না। তিনি দক্ষ ও যোগ্য। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন। প্রশাসন কাজের স্বার্থে যেটা ভালো মনে করে সেটা করবে।’
এদিকে বাণিজ্য শিক্ষা বা হিসাব নিয়ামকের ওপর কোনো ডিগ্রি না থাকার বিষয়টি আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন নবনিযুক্ত হিসাব নিয়ামক আমিরুল ইসলাম। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের ওপর ডিগ্রি নিয়েছেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী আজকের পত্রিকাকে বলেন, ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনের বিষয়টি আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। প্রশাসন সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমরা জরুরি সাধারণ সভার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব নিয়ামক পদে হঠাৎ রদবদল করা হয়েছে। ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ফরিদুল আলম চৌধুরীকে বদলি করে সেই পদে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে একই দপ্তরের উপ হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলামকে (ভারপ্রাপ্ত) পদায়ন করা হয়েছে।
এ দিকে এই পদে আমিরুল ইসলামের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর হিসাব বা বাণিজ্য সংক্রান্ত কোনো ডিগ্রি নেই। তিনি বিতর্কিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের ওপর ডিগ্রি নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় পদের কর্মকর্তাকে হঠাৎ বদলির আদেশে বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ছাড়া পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে উপেক্ষা করে অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তাকে হিসাব নিয়ামক পদে নিয়োগ দেওয়ায় কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে ফরিদুল আলমকে বদলির কারণ হিসেবে দাপ্তরিক কাজের স্বার্থের কথা উল্লেখ করা হয়েছে। তাঁকে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে বদলি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, প্রশাসনিক প্রয়োজনে হিসাব নিয়ামক পদে রদবদল করা হয়েছে।
জ্যেষ্ঠতার লঙ্ঘন ও বাণিজ্যের ওপর কোনো ডিগ্রি না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়টা গুরুত্বপূর্ণ না। তিনি দক্ষ ও যোগ্য। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন। প্রশাসন কাজের স্বার্থে যেটা ভালো মনে করে সেটা করবে।’
এদিকে বাণিজ্য শিক্ষা বা হিসাব নিয়ামকের ওপর কোনো ডিগ্রি না থাকার বিষয়টি আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন নবনিযুক্ত হিসাব নিয়ামক আমিরুল ইসলাম। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের ওপর ডিগ্রি নিয়েছেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী আজকের পত্রিকাকে বলেন, ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনের বিষয়টি আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। প্রশাসন সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমরা জরুরি সাধারণ সভার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে