প্রতিনিধি, দীঘিনালা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির দীঘিনালায় ফুটপাতে বোতল, লোহা, টিন, পেপার কুড়িয়ে সংসারেল খরচ জোগাতে ব্যস্ত সময় পার করছে পাঁচ কিশোর। সারা দিনে যা উপার্জন করে, তা দিয়ে আবার রাতে বাজার করে ঘরে ফেরে তারা। হকারি করে সারা দিনে একেকজন ১২০ থেকে ২০০ টাকা আয় করে। প্রতিদিনের শুরুটা পাঁচজনের একসঙ্গেই হয়। উপজেলার পথে পথে, অলিতে–গলিতে টোকাইদের মতো তাদের অবাধে বিচরণ চলতে থাকে।
তারা হলো উপজেলার ৩ নম্বর কবাখালী ইউপির আলীনগর এলাকার মৃত আব্দুল হোসেনের ছেলে রিয়াজ (১০), মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মোহাম্মদ আ. মোতালেব (১১), আব্দুল মজিদ (১৩), মৃত ফজলুর রহমানের ছেলে মোহাম্মদ রফিকুল (১৪), হারুনের ছেলে রেদোয়ান (১০)।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়াদম এলাকায় পাঁচ কিশোর দুটি ভ্যান নিয়ে রাস্তা থেকে বোতল, টিনের টুকরো, পেপার সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। তারা পাঁচ বন্ধু সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হকারি করে। তারা অনেক সময় রাস্তার পাশের বাড়ি বাসা থেকেও পুরোনো ভাঙা টিনের কৌটা, টুকরা সংগ্রহ করে। সারা দিনে তাদের দুটি ভ্যানে ৭০ থেকে ৮০ কেজি পুরোনো টিনের টোকরা, লোহা, পেপার সংগ্রহ করা যায়।
এ বিষয়ে রিয়াজের সঙ্গে কথা হলে সে বলে, `আমি চতুর্থ শ্রেণিতে পড়তাম, এখন পড়ি না। পরিবারে বাবা না থাকায় মা আর আমি একসঙ্গে থাকি। তাই সংসার খরচ জোগাতে বন্ধুদের সঙ্গে হকারি করি। দিনে ১০০ থেকে ২০০ টাকা পাই। তা দিয়ে কোনো রকম সংসারের খরচ চলছে।
অন্যদিকে মোতালেব ও মজিদ বলে, আমাদের বাবা নেই। দুই ভাই একসঙ্গে বন্ধুদের সঙ্গে হকারি করি। সারা দিন হকারি করে যা পাই, তা আবার দিন শেষে পাইকারি দরে বিক্রি করি। প্লাস্টিকের বোতল ১০ টাকায় কিনে ১৪ টাকা, প্লাস্টিক ১০ টাকায় কিনে ১৫ টাকা, লোহা ২৮ টাকায় কিনে ৩২ টাকা, টিন ১৮ টাকায় কিনে ২৪ টাকায় বিক্রি করছি।

খাগড়াছড়ির দীঘিনালায় ফুটপাতে বোতল, লোহা, টিন, পেপার কুড়িয়ে সংসারেল খরচ জোগাতে ব্যস্ত সময় পার করছে পাঁচ কিশোর। সারা দিনে যা উপার্জন করে, তা দিয়ে আবার রাতে বাজার করে ঘরে ফেরে তারা। হকারি করে সারা দিনে একেকজন ১২০ থেকে ২০০ টাকা আয় করে। প্রতিদিনের শুরুটা পাঁচজনের একসঙ্গেই হয়। উপজেলার পথে পথে, অলিতে–গলিতে টোকাইদের মতো তাদের অবাধে বিচরণ চলতে থাকে।
তারা হলো উপজেলার ৩ নম্বর কবাখালী ইউপির আলীনগর এলাকার মৃত আব্দুল হোসেনের ছেলে রিয়াজ (১০), মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মোহাম্মদ আ. মোতালেব (১১), আব্দুল মজিদ (১৩), মৃত ফজলুর রহমানের ছেলে মোহাম্মদ রফিকুল (১৪), হারুনের ছেলে রেদোয়ান (১০)।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়াদম এলাকায় পাঁচ কিশোর দুটি ভ্যান নিয়ে রাস্তা থেকে বোতল, টিনের টুকরো, পেপার সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। তারা পাঁচ বন্ধু সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হকারি করে। তারা অনেক সময় রাস্তার পাশের বাড়ি বাসা থেকেও পুরোনো ভাঙা টিনের কৌটা, টুকরা সংগ্রহ করে। সারা দিনে তাদের দুটি ভ্যানে ৭০ থেকে ৮০ কেজি পুরোনো টিনের টোকরা, লোহা, পেপার সংগ্রহ করা যায়।
এ বিষয়ে রিয়াজের সঙ্গে কথা হলে সে বলে, `আমি চতুর্থ শ্রেণিতে পড়তাম, এখন পড়ি না। পরিবারে বাবা না থাকায় মা আর আমি একসঙ্গে থাকি। তাই সংসার খরচ জোগাতে বন্ধুদের সঙ্গে হকারি করি। দিনে ১০০ থেকে ২০০ টাকা পাই। তা দিয়ে কোনো রকম সংসারের খরচ চলছে।
অন্যদিকে মোতালেব ও মজিদ বলে, আমাদের বাবা নেই। দুই ভাই একসঙ্গে বন্ধুদের সঙ্গে হকারি করি। সারা দিন হকারি করে যা পাই, তা আবার দিন শেষে পাইকারি দরে বিক্রি করি। প্লাস্টিকের বোতল ১০ টাকায় কিনে ১৪ টাকা, প্লাস্টিক ১০ টাকায় কিনে ১৫ টাকা, লোহা ২৮ টাকায় কিনে ৩২ টাকা, টিন ১৮ টাকায় কিনে ২৪ টাকায় বিক্রি করছি।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
২৩ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে