কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদ্যাপন করা হয়েছে। আজ বুধবার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। সকালে শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। পরে নগর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে আয়োজন কমিটি।
‘গৌরব ও ঐতিহ্যের ৬০ বছর’ উদ্যাপনে এ আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাসের। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান, অধ্যাপক সৌমেশ কর চৌধুরী, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ইন্দ্রভূষন ভৌমিক, অধ্যাপক মো. আব্দুল খালেক, অধ্যাপক রুহুল আমিন ভূঁইয়া, অধ্যাপক এ কে এম আসাদুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আজহারুল ইসলাম, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. সানাউল্লাহ, উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলামসহ বিভিন্ন কলেজের সাবেক ও বর্তমান অধ্যক্ষসহ শিক্ষার্থীরা।
দেশের বৃহত্তর ও প্রাচীনতম কুমিল্লা শিক্ষা বোর্ড যাত্রা শুরু করেছিল ৬০ বছর আগে ১৯৬২ সালে। কক্সবাজারের টেকনাফ থেকে সুনামগঞ্জের তাহিরপুর পর্যন্ত মানুষের শিক্ষা সনদ ছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পরীক্ষার্থীর সংখ্যা বাড়লে এই বোর্ড ভেঙে গঠিত হয়েছে তিনটি শিক্ষা বোর্ড কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট। বর্তমানে ৪২৬টি কলেজ এবং ১৯৬৫টি মাধ্যমিক স্কুলের দায়িত্ব পালন করছে কুমিল্লা বোর্ড।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদ্যাপন করা হয়েছে। আজ বুধবার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। সকালে শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। পরে নগর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে আয়োজন কমিটি।
‘গৌরব ও ঐতিহ্যের ৬০ বছর’ উদ্যাপনে এ আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাসের। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান, অধ্যাপক সৌমেশ কর চৌধুরী, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ইন্দ্রভূষন ভৌমিক, অধ্যাপক মো. আব্দুল খালেক, অধ্যাপক রুহুল আমিন ভূঁইয়া, অধ্যাপক এ কে এম আসাদুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আজহারুল ইসলাম, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. সানাউল্লাহ, উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলামসহ বিভিন্ন কলেজের সাবেক ও বর্তমান অধ্যক্ষসহ শিক্ষার্থীরা।
দেশের বৃহত্তর ও প্রাচীনতম কুমিল্লা শিক্ষা বোর্ড যাত্রা শুরু করেছিল ৬০ বছর আগে ১৯৬২ সালে। কক্সবাজারের টেকনাফ থেকে সুনামগঞ্জের তাহিরপুর পর্যন্ত মানুষের শিক্ষা সনদ ছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পরীক্ষার্থীর সংখ্যা বাড়লে এই বোর্ড ভেঙে গঠিত হয়েছে তিনটি শিক্ষা বোর্ড কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট। বর্তমানে ৪২৬টি কলেজ এবং ১৯৬৫টি মাধ্যমিক স্কুলের দায়িত্ব পালন করছে কুমিল্লা বোর্ড।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১৭ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
৩৩ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে