ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে মাকে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ওই ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। হত্যা মামলাটি করেছেন ওই ছেলের বাবা।
নিহতের নাম—রানু বেগম (৫৭)। তিনি ওই গ্রামের আতর খানের স্ত্রী। এ ঘটনায় আঁতর খান নিজে বাদী হয়ে তাদের ছেলে রাসেলের (২৭) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, আতর খান ও রানু বেগম দম্পতির ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে অভিযুক্ত রাসেল সবার ছোট। তিনি বিয়ে করার জন্য দীর্ঘদিন যাবৎ তাঁর পরিবারে চাপ সৃষ্টি করে আসছিলেন। রাসেলের নির্দিষ্ট আয় বা রোজগার না থাকায় দিনমজুর বাবা তাঁকে বিয়ে করাননি। তবুও রাসেল বিয়ের জন্য তাঁর বাবা-মাকে হত্যার হুমকিও দিয়ে আসছিলেন।
ঘটনার দিন সকালে আতর খান কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে দুপুর ২টা ৪৯ মিনিটে রাসেল তার বাবার মোবাইল নম্বরে কল দিয়ে জানায়, কে যেন তার মাকে গলা কেটে ঘরের বিছানায় ফেলে রেখে গেছে। বাবাকে এ তথ্য দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান রাসেল।
পরবর্তীতে আতর খান বাড়িতে এসে দেখেন তাঁর স্ত্রীর গলাকাটা মরদেহ বিছানায় পরে আছে। এ সময় তাঁর ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে রানু বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রানু বেগমের স্বামী আতর খান বাদী হয়ে ছেলে রাসেলকে আসামি করে হত্যা মামলা করেছেন।’
তিনি আরও বলেন, ‘শুক্রবার রাতে অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তাঁর মাকে হত্যার দায় স্বীকার করেছে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তাদের বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তে ও তাঁর রক্তমাখা পোশাক উদ্ধার করে জব্দ করা হয়েছে।’

চাঁদপুরের ফরিদগঞ্জে মাকে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ওই ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। হত্যা মামলাটি করেছেন ওই ছেলের বাবা।
নিহতের নাম—রানু বেগম (৫৭)। তিনি ওই গ্রামের আতর খানের স্ত্রী। এ ঘটনায় আঁতর খান নিজে বাদী হয়ে তাদের ছেলে রাসেলের (২৭) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, আতর খান ও রানু বেগম দম্পতির ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে অভিযুক্ত রাসেল সবার ছোট। তিনি বিয়ে করার জন্য দীর্ঘদিন যাবৎ তাঁর পরিবারে চাপ সৃষ্টি করে আসছিলেন। রাসেলের নির্দিষ্ট আয় বা রোজগার না থাকায় দিনমজুর বাবা তাঁকে বিয়ে করাননি। তবুও রাসেল বিয়ের জন্য তাঁর বাবা-মাকে হত্যার হুমকিও দিয়ে আসছিলেন।
ঘটনার দিন সকালে আতর খান কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে দুপুর ২টা ৪৯ মিনিটে রাসেল তার বাবার মোবাইল নম্বরে কল দিয়ে জানায়, কে যেন তার মাকে গলা কেটে ঘরের বিছানায় ফেলে রেখে গেছে। বাবাকে এ তথ্য দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান রাসেল।
পরবর্তীতে আতর খান বাড়িতে এসে দেখেন তাঁর স্ত্রীর গলাকাটা মরদেহ বিছানায় পরে আছে। এ সময় তাঁর ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে রানু বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রানু বেগমের স্বামী আতর খান বাদী হয়ে ছেলে রাসেলকে আসামি করে হত্যা মামলা করেছেন।’
তিনি আরও বলেন, ‘শুক্রবার রাতে অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তাঁর মাকে হত্যার দায় স্বীকার করেছে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তাদের বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তে ও তাঁর রক্তমাখা পোশাক উদ্ধার করে জব্দ করা হয়েছে।’

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
৪ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে