নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক এক নারীকে (২২) একাধিকবার ধর্ষণের পর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীকে বিয়ে করতে বলায় আসামি রোমান (৩৫) ও তাঁর পরিবারের লোকজন ওই নারীকে পিটিয়ে জখম করেছেন। এ ঘটনায় গতকাল বুধবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
আসামি রোমান হাজীপুর ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোমেনার (মেম্বার) ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর পারিবারিক সমস্যা থাকায় প্রায় সময় মা, বাবা ও বড় ভাইয়েরা বাড়ির বাইরে থাকতেন। তিনি তাঁর ছোট তিন ভাইকে নিয়ে বাড়িতে থাকতেন। এই সুযোগে ঈদুল ফিতরের পর থেকে ভয় দেখিয়ে প্রায় রাতে ভুক্তভোগীর শয়নকক্ষে ঢুকে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করতেন রোমান। এ ঘটনার এক মাস পর ভুক্তভোগীর মা বাড়িতে এলে বিষয়টি তাঁকে জানানো হয়।
পরে ভুক্তভোগীর মা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও রোমানের পরিবারকে অবগত করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের কয়েক দফায় মারধর করেন রোমন ও তাঁর পরিবারের লোকজন। বর্তমানে ভুক্তভোগী তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় রোমানকে বিয়ের জন্য বলা হয়। এতে রোমানের পরিবারের লোকজন ভুক্তভোগী ও তাঁর পরিবারকে বাড়ি ছাড়ার জন্য এবং থানায় কোনো অভিযোগ দিলে হত্যা করবেন বলে হুমকি দিতে থাকেন। এরই জেরে গতকাল বিকেলে ভুক্তভোগী ওই নারী ঘরের পাশের পুকুরঘাটে কাজ করার সময় রোমন ও তাঁর ভাই রুবেল এসে তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে জখম করেন। পরে ভুক্তভোগীর পরিবারের লোকজন আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক এক নারীকে (২২) একাধিকবার ধর্ষণের পর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীকে বিয়ে করতে বলায় আসামি রোমান (৩৫) ও তাঁর পরিবারের লোকজন ওই নারীকে পিটিয়ে জখম করেছেন। এ ঘটনায় গতকাল বুধবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
আসামি রোমান হাজীপুর ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোমেনার (মেম্বার) ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর পারিবারিক সমস্যা থাকায় প্রায় সময় মা, বাবা ও বড় ভাইয়েরা বাড়ির বাইরে থাকতেন। তিনি তাঁর ছোট তিন ভাইকে নিয়ে বাড়িতে থাকতেন। এই সুযোগে ঈদুল ফিতরের পর থেকে ভয় দেখিয়ে প্রায় রাতে ভুক্তভোগীর শয়নকক্ষে ঢুকে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করতেন রোমান। এ ঘটনার এক মাস পর ভুক্তভোগীর মা বাড়িতে এলে বিষয়টি তাঁকে জানানো হয়।
পরে ভুক্তভোগীর মা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও রোমানের পরিবারকে অবগত করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের কয়েক দফায় মারধর করেন রোমন ও তাঁর পরিবারের লোকজন। বর্তমানে ভুক্তভোগী তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় রোমানকে বিয়ের জন্য বলা হয়। এতে রোমানের পরিবারের লোকজন ভুক্তভোগী ও তাঁর পরিবারকে বাড়ি ছাড়ার জন্য এবং থানায় কোনো অভিযোগ দিলে হত্যা করবেন বলে হুমকি দিতে থাকেন। এরই জেরে গতকাল বিকেলে ভুক্তভোগী ওই নারী ঘরের পাশের পুকুরঘাটে কাজ করার সময় রোমন ও তাঁর ভাই রুবেল এসে তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে জখম করেন। পরে ভুক্তভোগীর পরিবারের লোকজন আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২১ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে