নাইক্ষ্যংছড়ি (বান্দরবার) প্রতিনিধি

মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র অন্যত্র সরানো হয়েছে। ৫০২ জন পরীক্ষীর্থী কেন্দ্রেটিতে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সম্প্রতি সীমান্তের কাছাকাছি গোলাগুলির আতঙ্কে অভিভাবকদের আবেদনে ৫ কিলোমিটার দূরে নিরাপদে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
গত সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রটি একই ইউনিয়নের উত্তর ঘুমধুমে দুইটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত কর হয়। বিদ্যালয় দুটি হলো–১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক আদেশে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রটি একই ইউনিয়নের উত্তর ঘুমধুমে দুইটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত কর হয়। যেখানে ৫০২ জন পরীক্ষার্থী অংশ নেবে।
তিনি আরও বলেন, ‘এখানে তিনটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয় গুলোহলো–ঘুমধুম উচ্চ বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ও কুতুপালং উচ্চ বিদ্যালয়।
এদিকে ১১ দিন পর মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির ৩৩০ সদস্যকে ফেরত নিচ্ছে সে দেশের সরকার। আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে নৌবাহিনীর সুরক্ষিত জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে। বর্ডার গার্ড বাংলাদেশ এর ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে সীমান্তের ওপারে জান্তা সরকার ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে চৌকি দখল-বেদখল নিয়ে সংঘর্ষে ৩৩০ জন মিয়ানমার সীমান্ত রক্ষী বাংলাদেশে পালিয়ে আসে। যাদের এ দেশের তুমব্রু, ঘুমধুম ও হোয়াইকং এ আশ্রয় দেওয়া হয়।
পরে দু’দেশের সরকারের চিঠি চালাচালির পর অবশেষে বৃহস্পতিবার সকালে নিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। তাদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে বিজিবির নিজস্ব পরিবহনে করে কক্সবাজারের ইনানী ঘাটে দিয়ে মিয়ানমারের জাহাজে করে নিয়ে যাবে সেদেশের নৌ-বাহিনী।
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী আজকের পত্রিকাকে বলেন, ‘৩৩০ মিয়ানমার বিজিপিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে মিয়ানমারের পাঠানো হচ্ছে নৌ-পথে। সকাল ৮টা বা সাড়ে ৮টায় তারা ইনানী ঘাট ছেড়ে মিয়ানমারে রওনা দেবে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্ত পরিস্থিতি শান্ত। তবুও সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সদস্য বৃদ্ধিসহ টহলও বাড়ানো হয়েছে।’

মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র অন্যত্র সরানো হয়েছে। ৫০২ জন পরীক্ষীর্থী কেন্দ্রেটিতে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সম্প্রতি সীমান্তের কাছাকাছি গোলাগুলির আতঙ্কে অভিভাবকদের আবেদনে ৫ কিলোমিটার দূরে নিরাপদে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
গত সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রটি একই ইউনিয়নের উত্তর ঘুমধুমে দুইটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত কর হয়। বিদ্যালয় দুটি হলো–১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক আদেশে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রটি একই ইউনিয়নের উত্তর ঘুমধুমে দুইটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত কর হয়। যেখানে ৫০২ জন পরীক্ষার্থী অংশ নেবে।
তিনি আরও বলেন, ‘এখানে তিনটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয় গুলোহলো–ঘুমধুম উচ্চ বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ও কুতুপালং উচ্চ বিদ্যালয়।
এদিকে ১১ দিন পর মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির ৩৩০ সদস্যকে ফেরত নিচ্ছে সে দেশের সরকার। আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে নৌবাহিনীর সুরক্ষিত জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে। বর্ডার গার্ড বাংলাদেশ এর ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে সীমান্তের ওপারে জান্তা সরকার ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে চৌকি দখল-বেদখল নিয়ে সংঘর্ষে ৩৩০ জন মিয়ানমার সীমান্ত রক্ষী বাংলাদেশে পালিয়ে আসে। যাদের এ দেশের তুমব্রু, ঘুমধুম ও হোয়াইকং এ আশ্রয় দেওয়া হয়।
পরে দু’দেশের সরকারের চিঠি চালাচালির পর অবশেষে বৃহস্পতিবার সকালে নিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। তাদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে বিজিবির নিজস্ব পরিবহনে করে কক্সবাজারের ইনানী ঘাটে দিয়ে মিয়ানমারের জাহাজে করে নিয়ে যাবে সেদেশের নৌ-বাহিনী।
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী আজকের পত্রিকাকে বলেন, ‘৩৩০ মিয়ানমার বিজিপিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে মিয়ানমারের পাঠানো হচ্ছে নৌ-পথে। সকাল ৮টা বা সাড়ে ৮টায় তারা ইনানী ঘাট ছেড়ে মিয়ানমারে রওনা দেবে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্ত পরিস্থিতি শান্ত। তবুও সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সদস্য বৃদ্ধিসহ টহলও বাড়ানো হয়েছে।’

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১২ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
৩০ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে