নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহতের ঘটনায় আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ দলটির চট্টগ্রামের ৩৪ নেতা-কর্মীর নামে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী হলেন আন্দোলনের সময় গুলিতে নিহত নগরের বায়েজিদে আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানভীর ছিদ্দিকীর চাচা মো. পারভেজ।
মামলায় আসামিদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনজন কাউন্সিলর, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আলোচিত নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মো. এসরারুল হক, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, আওয়ামী লীগ নেতা বাবর আলী, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ ঘটনার সময় বিভিন্ন আগ্নেয়াস্ত্র হাতে গণমাধ্যমে প্রকাশিত হওয়া যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ক্যাডার মো. ফিরোজ, দেলোয়ার, জাফর আলমসহ ৩৪ জনের নাম রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজকের পত্রিকাকে বলেন, এজাহারে মামলার বাদী আসামিদের বিরুদ্ধে দেশীয়সহ বিভিন্ন মারাত্মক অস্ত্রে–শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের অভিযোগ এনেছে। এতে বাদীর ভাতিজা তানভীর আরাফাত ছিদিক্কী গুলিবিদ্ধ হয় এবং পরে হাসপাতালে মারা যায়। বাদী পরে আরও জানতে পারেন একই সময় আরও এক শিক্ষার্থী এবং একজন পথচারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ওই সময় গুলিতে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক।

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহতের ঘটনায় আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ দলটির চট্টগ্রামের ৩৪ নেতা-কর্মীর নামে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী হলেন আন্দোলনের সময় গুলিতে নিহত নগরের বায়েজিদে আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানভীর ছিদ্দিকীর চাচা মো. পারভেজ।
মামলায় আসামিদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনজন কাউন্সিলর, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আলোচিত নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মো. এসরারুল হক, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, আওয়ামী লীগ নেতা বাবর আলী, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ ঘটনার সময় বিভিন্ন আগ্নেয়াস্ত্র হাতে গণমাধ্যমে প্রকাশিত হওয়া যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ক্যাডার মো. ফিরোজ, দেলোয়ার, জাফর আলমসহ ৩৪ জনের নাম রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজকের পত্রিকাকে বলেন, এজাহারে মামলার বাদী আসামিদের বিরুদ্ধে দেশীয়সহ বিভিন্ন মারাত্মক অস্ত্রে–শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের অভিযোগ এনেছে। এতে বাদীর ভাতিজা তানভীর আরাফাত ছিদিক্কী গুলিবিদ্ধ হয় এবং পরে হাসপাতালে মারা যায়। বাদী পরে আরও জানতে পারেন একই সময় আরও এক শিক্ষার্থী এবং একজন পথচারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ওই সময় গুলিতে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে