সবুর শুভ, চট্টগ্রাম

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার ঠিক ১ মাস ১দিন পর এমভি আবদুল্লাহর নাবিক মো. নুরুদ্দিন ফিরছেন চট্টগ্রামে। তাঁর সঙ্গে ফিরছেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের আরও ২২ নাবিক।
মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-১ ছুঁয়ে নাবিকেরা ফিরবেন নিজেদের পরিবারের কাছে। এ নিয়ে সংশ্লিষ্ট সকলের আনন্দের কোনো শেষ নেই। এতদিন পর প্রিয়জনদের বরণ করতে নাবিকদের পরিবারের সদস্যরা নানা প্রস্তুতি নিয়ে রেখেছেন।
এর মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী থানার দক্ষিণ শাহমীর পুর এলাকার বাসিন্দা নাবিক মো. নুরুদ্দিনের স্ত্রীর প্রস্তুতি ভিন্ন ধাচের। এ দম্পতির ২ বছর ৬ মাসের একমাত্র সন্তান সাদ বিন নুরকে নিয়ে নুরুদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের ভিন্ন মাত্রার সেই আয়োজনের অংশ হিসেবে বানিয়েছেন দুইটি চকলেট কেক।
একটি ৩ পাউন্ডের। অপরটি দেড় পাউন্ডের। তিন পাউন্ডের কেকটিতে জাহাজের লোগো ব্যবহার করা হয়েছে।
ওই কেকের গায়ে লেখা হয়েছে, ‘ওয়েলকাম ব্যাক’। দেড় পাউন্ডের কেকটি তৈরি করা হয়েছে মো. নুরুদ্দিনের জন্য। বাড়িয়ে আসার সঙ্গে সঙ্গে কেকটি কাটা হবে নুরুদ্দিন, তার স্ত্রী ও সন্তান মিলে। এমনটিউ জানালেন জান্নাতুল ফেরদৌস।
তিন পাউন্ডের কেকটি তৈরি করা হয়েছে মো. নুরুদ্দিনের সহকর্মী নাবিকদের জন্য। কিন্তু কীভাবে খাওয়াবেন এই কেক। এমন প্রশ্নের জবারে জান্নাতুল ফেরদৌস জানান, ‘সুযোগ হলে তাদেরকে চট্টগ্রাম বন্দরে আসার পরপরই কেক খাইয়ে স্বাগত জানানো হবে।’
উল্লেখ্য, গত ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। অপহরণের দীর্ঘ এক মাস পর গত ১৩ এপ্রিল সোমালিয়ার সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছানো হয় একটি বিশেষ এয়ারক্রাফটের মাধ্যমে। এ এয়ারক্রাফট থেকে দস্যুদের নির্ধারিত স্থানে তিনটি ব্যাগভর্তি ডলার পৌঁছানো হয়। মুক্তির পর জাহাজটি ২১ এপ্রিল বিকেল সাড়ে ৪টা নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হারমিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে।
এরপর গত ২৯ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আরেক বন্দর মিনা সাকারা থেকে ৫৬ হাজার ৩৯১ মেট্রিকটন চুনাপাথর নিয়ে আসা এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করল।

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার ঠিক ১ মাস ১দিন পর এমভি আবদুল্লাহর নাবিক মো. নুরুদ্দিন ফিরছেন চট্টগ্রামে। তাঁর সঙ্গে ফিরছেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের আরও ২২ নাবিক।
মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-১ ছুঁয়ে নাবিকেরা ফিরবেন নিজেদের পরিবারের কাছে। এ নিয়ে সংশ্লিষ্ট সকলের আনন্দের কোনো শেষ নেই। এতদিন পর প্রিয়জনদের বরণ করতে নাবিকদের পরিবারের সদস্যরা নানা প্রস্তুতি নিয়ে রেখেছেন।
এর মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী থানার দক্ষিণ শাহমীর পুর এলাকার বাসিন্দা নাবিক মো. নুরুদ্দিনের স্ত্রীর প্রস্তুতি ভিন্ন ধাচের। এ দম্পতির ২ বছর ৬ মাসের একমাত্র সন্তান সাদ বিন নুরকে নিয়ে নুরুদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের ভিন্ন মাত্রার সেই আয়োজনের অংশ হিসেবে বানিয়েছেন দুইটি চকলেট কেক।
একটি ৩ পাউন্ডের। অপরটি দেড় পাউন্ডের। তিন পাউন্ডের কেকটিতে জাহাজের লোগো ব্যবহার করা হয়েছে।
ওই কেকের গায়ে লেখা হয়েছে, ‘ওয়েলকাম ব্যাক’। দেড় পাউন্ডের কেকটি তৈরি করা হয়েছে মো. নুরুদ্দিনের জন্য। বাড়িয়ে আসার সঙ্গে সঙ্গে কেকটি কাটা হবে নুরুদ্দিন, তার স্ত্রী ও সন্তান মিলে। এমনটিউ জানালেন জান্নাতুল ফেরদৌস।
তিন পাউন্ডের কেকটি তৈরি করা হয়েছে মো. নুরুদ্দিনের সহকর্মী নাবিকদের জন্য। কিন্তু কীভাবে খাওয়াবেন এই কেক। এমন প্রশ্নের জবারে জান্নাতুল ফেরদৌস জানান, ‘সুযোগ হলে তাদেরকে চট্টগ্রাম বন্দরে আসার পরপরই কেক খাইয়ে স্বাগত জানানো হবে।’
উল্লেখ্য, গত ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। অপহরণের দীর্ঘ এক মাস পর গত ১৩ এপ্রিল সোমালিয়ার সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছানো হয় একটি বিশেষ এয়ারক্রাফটের মাধ্যমে। এ এয়ারক্রাফট থেকে দস্যুদের নির্ধারিত স্থানে তিনটি ব্যাগভর্তি ডলার পৌঁছানো হয়। মুক্তির পর জাহাজটি ২১ এপ্রিল বিকেল সাড়ে ৪টা নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হারমিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে।
এরপর গত ২৯ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আরেক বন্দর মিনা সাকারা থেকে ৫৬ হাজার ৩৯১ মেট্রিকটন চুনাপাথর নিয়ে আসা এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করল।

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
২২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে
মাত্র দেড় লাখ টাকার এনজিও ঋণের জামিনদার হওয়াকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের নিখোঁজের ২১ দিন পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর
৩ ঘণ্টা আগে