ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের ধাওয়া করা একটি চাঁদের গাড়ির পিষ্ট হয়ে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইন্দং পেলাগাজি দিঘীর মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর পুলিশ কর্মকর্তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় স্থানীরা। পরে মহাসড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন তাঁরা।
এ ঘটনায় নিহতেরা হল, দক্ষিণ পাইন্দংয়ের আবুল বশরের মেয়ে মিশু আকতার (১৬) ও হাইদচকিয়া এলাকার মো. লোকমানের মেয়ে নিশা মণি (১৭)। তাঁরা দুজনই উপজেলা হাউদচকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ঘটনার সময় তারা বিদ্যালয় থেকে বাড়িতে ফিরছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধানবাহী চাঁদের গাড়িটিকে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নিখিল বিকাশ চাকমা ধাওয়া করলে গাড়িটি পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই স্কুলছাত্রীকে চাপা দেয়। এরপর ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় গাড়ির নিচ থেকে উদ্ধার করে তাদের নাজিরহাটের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে ট্রাফিক ইন্সপেক্টরের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেন। এ সময় তাঁরা টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে রাখেন।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল ইসলাম।
বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে ইউএনও বলেন, ‘আমাদের সবার আপনজন আছে, আজ যে বোনেরা মারা গেছে তাদের পরিবারের কষ্ট আমরা অনুভব করছি। এ বিষয়ে পুলিশের সঙ্গে আমরা বসে ঘটনায় যে বা যারাই জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’
ঘটনার সময় থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করে পরবর্তী কার্যক্রমের জন্য পাঠিয়েছি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের ধাওয়া করা একটি চাঁদের গাড়ির পিষ্ট হয়ে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইন্দং পেলাগাজি দিঘীর মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর পুলিশ কর্মকর্তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় স্থানীরা। পরে মহাসড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন তাঁরা।
এ ঘটনায় নিহতেরা হল, দক্ষিণ পাইন্দংয়ের আবুল বশরের মেয়ে মিশু আকতার (১৬) ও হাইদচকিয়া এলাকার মো. লোকমানের মেয়ে নিশা মণি (১৭)। তাঁরা দুজনই উপজেলা হাউদচকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ঘটনার সময় তারা বিদ্যালয় থেকে বাড়িতে ফিরছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধানবাহী চাঁদের গাড়িটিকে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নিখিল বিকাশ চাকমা ধাওয়া করলে গাড়িটি পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই স্কুলছাত্রীকে চাপা দেয়। এরপর ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় গাড়ির নিচ থেকে উদ্ধার করে তাদের নাজিরহাটের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে ট্রাফিক ইন্সপেক্টরের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেন। এ সময় তাঁরা টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে রাখেন।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল ইসলাম।
বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে ইউএনও বলেন, ‘আমাদের সবার আপনজন আছে, আজ যে বোনেরা মারা গেছে তাদের পরিবারের কষ্ট আমরা অনুভব করছি। এ বিষয়ে পুলিশের সঙ্গে আমরা বসে ঘটনায় যে বা যারাই জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’
ঘটনার সময় থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করে পরবর্তী কার্যক্রমের জন্য পাঠিয়েছি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩০ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৩৬ মিনিট আগে