কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সমুদ্র উপকূলের আশ্রয়কেন্দ্রে প্রায় ২ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। এখনো অনেকে আশ্রয়কেন্দ্রে ছুটছেন। অনেকেই উপকূলের আশপাশে আত্মীয়-স্বজনের বাসায় উঠেছেন। জেলা প্রশাসন জানিয়েছে, কাল রোববার দুপুরের মধ্যে ঝুঁকিতে থাকা লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনার প্রস্তুতি রয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারের উপকূলের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুর থেকে জেলার উপকূলীয় এলাকায় মোখার প্রভাব পড়া শুরু হয়েছে। সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে কোথাও ঝোড়ো হওয়ার খবর পাওয়া যায়নি। দুপুরের পর থেকে উপকূলের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রমুখী হয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দুর্যোগকালীন সময়ে আশ্রয়দানের জন্য আগে থেকে প্রস্তুত রাখা ৫৭৬টি আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৬৩৬টি করা হয়েছে। পাশাপাশি এর মধ্যে ৬৪টি আবাসিক হোটেল-মোটেলেও মানুষ আশ্রয় নিয়েছে। ৬ লাখ মানুষ আশ্রয় নিতে পারবেন এসব আশ্রয়কেন্দ্রে।
বিভীষণ কান্তি দাশ আরও বলেন, রাত সাড়ে ৮টা পর্যন্ত ১ লাখ ৯১ হাজার ৭৭৬ জন আশ্রয় নিয়েছেন। অনেকেই আত্মীয়স্বজনের বাড়িতে উঠেছেন। আশাকরি কাল রোববার দুপুরের মধ্যে সবাইকে সরিয়ে আনা সম্ভব হবে। সবচেয়ে ঝুঁকিতে থাকা সেন্ট মার্টিন নিয়ে সবার সমন্বয়ে আলাদা ব্যবস্থাপনা রয়েছে। সেখানকার আশ্রয়কেন্দ্র, হোটেল-রিসোর্ট ও দুতিন তলা ভবনগুলোয় ৭ হাজারের বেশি মানুষ থাকার সুযোগ রয়েছে। ইতিমধ্যে ৪ হাজার ৩০৩ জন আশ্রয়কেন্দ্রে এসেছেন। আশ্রিত মানুষজনকে খাওয়া-দাওয়া ও অন্যান্য সেবা নিশ্চিতের জন্য স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন।

কক্সবাজারের সমুদ্র উপকূলের আশ্রয়কেন্দ্রে প্রায় ২ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। এখনো অনেকে আশ্রয়কেন্দ্রে ছুটছেন। অনেকেই উপকূলের আশপাশে আত্মীয়-স্বজনের বাসায় উঠেছেন। জেলা প্রশাসন জানিয়েছে, কাল রোববার দুপুরের মধ্যে ঝুঁকিতে থাকা লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনার প্রস্তুতি রয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারের উপকূলের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুর থেকে জেলার উপকূলীয় এলাকায় মোখার প্রভাব পড়া শুরু হয়েছে। সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে কোথাও ঝোড়ো হওয়ার খবর পাওয়া যায়নি। দুপুরের পর থেকে উপকূলের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রমুখী হয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দুর্যোগকালীন সময়ে আশ্রয়দানের জন্য আগে থেকে প্রস্তুত রাখা ৫৭৬টি আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৬৩৬টি করা হয়েছে। পাশাপাশি এর মধ্যে ৬৪টি আবাসিক হোটেল-মোটেলেও মানুষ আশ্রয় নিয়েছে। ৬ লাখ মানুষ আশ্রয় নিতে পারবেন এসব আশ্রয়কেন্দ্রে।
বিভীষণ কান্তি দাশ আরও বলেন, রাত সাড়ে ৮টা পর্যন্ত ১ লাখ ৯১ হাজার ৭৭৬ জন আশ্রয় নিয়েছেন। অনেকেই আত্মীয়স্বজনের বাড়িতে উঠেছেন। আশাকরি কাল রোববার দুপুরের মধ্যে সবাইকে সরিয়ে আনা সম্ভব হবে। সবচেয়ে ঝুঁকিতে থাকা সেন্ট মার্টিন নিয়ে সবার সমন্বয়ে আলাদা ব্যবস্থাপনা রয়েছে। সেখানকার আশ্রয়কেন্দ্র, হোটেল-রিসোর্ট ও দুতিন তলা ভবনগুলোয় ৭ হাজারের বেশি মানুষ থাকার সুযোগ রয়েছে। ইতিমধ্যে ৪ হাজার ৩০৩ জন আশ্রয়কেন্দ্রে এসেছেন। আশ্রিত মানুষজনকে খাওয়া-দাওয়া ও অন্যান্য সেবা নিশ্চিতের জন্য স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ৪ নম্বর মরিয়মনগর ইউনিয়নের কাটাখালী ও চারাবটতল স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৮ ঘণ্টা আগে