নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের হামলায় প্রবাসী আবু মুছা নিহতের ২৭ দিন পর আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহতের ছোট ভাই।
দণ্ডবিধির ১৪৩ / ১৪৭ / ৩৪১ / ৩০২ / ১০৯ / ৩৪ ধারায় দায়ের করা সিআর মামলায় ১৪ জনকে আসামি করা হয়েছে। আসামিরা ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন ‘আদালত এই মামলাটি আমলে নিয়ে উক্ত তারিখ এবং সময়ে রাউজান থানায় এই সংক্রান্ত কোনো নিয়মিত মামলা রুজু করা হয়েছে কিনা সেটি তদন্তের নির্দেশ দিয়েছেন’
মামলায় অভিযুক্তরা হলেন–শাহাজাহান ইকবাল (৪৫) নাজিমুদ্দিন প্রকাশ টেক্সি নাজিম (৪৫), মনিরুল ইসলাম (৩৫), আব্দুল লতিফ প্রকাশ চড়াই (৫০), সাইফুদ্দিন বাবর (৪০), মো. আবুল কাশেম প্রকাশ কাশু (৩৫), নুরু আলম (৩৫), জসিম উদ্দিন হিরূ (৫২), নাছির উদ্দিন (৩৮), মো. আলমগীর (৪০), জিয়া উদ্দিন বাবলু (৩৫), মইনুদ্দিন (৩৫), মো. হায়দার (৩৮) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪০)।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর প্রবাস থেকে (ওমান) দেশে ফিরে গত ১৬ ফেব্রুয়ারি নিজের বাবা-মায়ের কবর জেয়ারত করতে উপজেলার ডেউয়া হাজি পাড়া জামে মসজিদে যান আবু মুছা (৪৫)। জুমার নামাজ পড়ে কবর জেয়ারত করতে গেলে সন্ত্রাসীরা তাঁকে বেধড়ক মারধর করে। এতে তার মৃত্যু হয়। এই ঘটনার পর রাউজান থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা বা জিডিও কিছুই গ্রহণ করেনি বলে জানান বাদী মনিরুজ্জামান সোহেল (৩৮)। নিহত প্রবাসী মুছা একসময় এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের হামলায় প্রবাসী আবু মুছা নিহতের ২৭ দিন পর আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহতের ছোট ভাই।
দণ্ডবিধির ১৪৩ / ১৪৭ / ৩৪১ / ৩০২ / ১০৯ / ৩৪ ধারায় দায়ের করা সিআর মামলায় ১৪ জনকে আসামি করা হয়েছে। আসামিরা ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন ‘আদালত এই মামলাটি আমলে নিয়ে উক্ত তারিখ এবং সময়ে রাউজান থানায় এই সংক্রান্ত কোনো নিয়মিত মামলা রুজু করা হয়েছে কিনা সেটি তদন্তের নির্দেশ দিয়েছেন’
মামলায় অভিযুক্তরা হলেন–শাহাজাহান ইকবাল (৪৫) নাজিমুদ্দিন প্রকাশ টেক্সি নাজিম (৪৫), মনিরুল ইসলাম (৩৫), আব্দুল লতিফ প্রকাশ চড়াই (৫০), সাইফুদ্দিন বাবর (৪০), মো. আবুল কাশেম প্রকাশ কাশু (৩৫), নুরু আলম (৩৫), জসিম উদ্দিন হিরূ (৫২), নাছির উদ্দিন (৩৮), মো. আলমগীর (৪০), জিয়া উদ্দিন বাবলু (৩৫), মইনুদ্দিন (৩৫), মো. হায়দার (৩৮) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪০)।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর প্রবাস থেকে (ওমান) দেশে ফিরে গত ১৬ ফেব্রুয়ারি নিজের বাবা-মায়ের কবর জেয়ারত করতে উপজেলার ডেউয়া হাজি পাড়া জামে মসজিদে যান আবু মুছা (৪৫)। জুমার নামাজ পড়ে কবর জেয়ারত করতে গেলে সন্ত্রাসীরা তাঁকে বেধড়ক মারধর করে। এতে তার মৃত্যু হয়। এই ঘটনার পর রাউজান থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা বা জিডিও কিছুই গ্রহণ করেনি বলে জানান বাদী মনিরুজ্জামান সোহেল (৩৮)। নিহত প্রবাসী মুছা একসময় এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩৬ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে