Ajker Patrika

ডিসি সাহেবের বলী খেলায় লিটন বিশ্বাস ও নুর মোহাম্মদ যৌথ চ্যাম্পিয়ন

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ০৪: ৫১
ডিসি সাহেবের বলী খেলায় লিটন বিশ্বাস ও নুর মোহাম্মদ যৌথ চ্যাম্পিয়ন

কক্সবাজার ডিসি সাহেবের বলী খেলায় ঢাকার লিটন বিশ্বাস ও উখিয়া উপজেলার নুর মোহাম্মদ বলী যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল শনিবার ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতা ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী ৬৭ তম এ আসর বসে। দীর্ঘ ৩০ মিনিটের লড়াইয়ের পরও একে অপরকে পরাজিত করতে না পারায় দুজনকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে আয়োজক কমিটি। 

গতকাল বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ডিসি সাহেবের বলীখেলা ও বৈশাখী মেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।

খেলায় নুর মোহাম্মদ বলী প্রথম রাউন্ডে কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন। এরপর দ্বিতীয় রাউন্ড থেকে জীবন বলীকে পরাজিত করে ঢাকার কুস্তিগির লিটন বিশ্বাসের সঙ্গে ফাইনাল খেলেন। জীবন বলী সদ্য সমাপ্ত চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন ও শাহজালাল রানার্সআপ আপ হন।

দেশের বিভিন্নস্থান থেকে প্রায় ৩৫০ জন বলী এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় নারী বলীও অংশ নেন। নারী বলীদের খেলায় বাংলাদেশ পুলিশ সদস্য ফাতেমা খাতুনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তিথি রায়। 

বলী খেলা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ। এ ছাড়া জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত