Ajker Patrika

মেরিন ড্রাইভ সড়কে পুলিশের অভিযান, ২৮ মোটরসাইকেল জব্দ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১১: ০৯
জব্দ করা মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা
জব্দ করা মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অবৈধভাবে চলাচল করার অপরাধে ২৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হিমছড়ি পুলিশ ফাঁড়ির চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেরিন ড্রাইভ সড়কে সম্প্রতি অবৈধ মোটরসাইকেল চলাচল বেড়ে গেছে। এসব মোটরসাইকেল কাগজপত্র ও ডাইভিং লাইসেন্স এবং মাথায় হেলমেট ব্যবহার ছাড়া চলছে। এর পরিপ্রেক্ষিতে জেলা ট্রাফিক পুলিশর একটি টিম ও হিমছড়ি ফাঁড়ি পুলিশ যৌথভাবে বিশেষ তল্লাশিচৌকি বসিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করেছে।

জব্দ মোটরসাইকেলের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত