কুমিল্লা প্রতিনিধি

নীলফামারীর নীলসাগর পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে কুমিল্লার দুই সাংবাদিক নিখোঁজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ এক সাংবাদিকের স্ত্রী। তবে সীমান্ত এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় তাঁদের আটকের কথা জানান নীলফামারীর পুলিশ সুপার।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, থানায় একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ সাংবাদিকদের অবস্থান শনাক্ত করতে সংশ্লিষ্ট থানা ও বিভাগকে জানানো হয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন মো. শাহজাদা এমরান। তিনি কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক। অপরজন তারিকুল ইসলাম তরুণ। তিনি দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি।
জিডি সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার শওকত ভিলার বাসিন্দা মো. শাহজাদা এমরান ও তাঁর সহকর্মী নগরীর কালিয়াজুড়ির বাসিন্দা তারিকুল ইসলাম তরুণ ২৬ জুন (বৃহস্পতিবার) নীলফামারী ভ্রমণে যান। কিন্তু ওই রাত থেকেই তাঁদের সঙ্গে পরিবারের কেউ যোগাযোগ করতে পারছেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
নিখোঁজ শাহজাদা এমরানের স্ত্রী মোসাম্মৎ জাহেরা আক্তার জানান, তাঁর স্বামী সাংবাদিকতা পেশার পাশাপাশি মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে ভ্রমণে বের হন। কিন্তু এবারের ঘটনায় তাঁর স্বামী ও সহকর্মীর কোনো খোঁজ না পাওয়ায় তিনি আতঙ্কিত। তাঁর স্বামী ও তারিকুল ইসলামের মোবাইল নম্বর বর্তমানে বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, ‘নীলফামারীতে সীমান্ত এলাকায় ঘুরতে যাওয়ায় কোনো এক আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে শুনেছি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন আমাদের কোনো তথ্য দিতে পারছে না।’
শাহজাদা এমরানের ছেলে আবির নিহাল বলেন, ‘শুনেছি নীলফামারীতে আমার বাবাকে আটক করেছে বিশেষ বাহিনী। তবে কে, কখন, কোথায় থেকে আটক করেছে কোনো তথ্য পাচ্ছি না। একবার শুনি নীলফামারীতে আছে, আবার শুনি ঢাকায় নিয়ে গেছে। এ নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি।’
এদিকে নীলফামারীর পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে একটি বিশেষ বাহিনী। তাদের সম্ভবত ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে শুনেছি, এর বেশি কিছু জানতে পারিনি। এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।’

নীলফামারীর নীলসাগর পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে কুমিল্লার দুই সাংবাদিক নিখোঁজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ এক সাংবাদিকের স্ত্রী। তবে সীমান্ত এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় তাঁদের আটকের কথা জানান নীলফামারীর পুলিশ সুপার।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, থানায় একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ সাংবাদিকদের অবস্থান শনাক্ত করতে সংশ্লিষ্ট থানা ও বিভাগকে জানানো হয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন মো. শাহজাদা এমরান। তিনি কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক। অপরজন তারিকুল ইসলাম তরুণ। তিনি দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি।
জিডি সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার শওকত ভিলার বাসিন্দা মো. শাহজাদা এমরান ও তাঁর সহকর্মী নগরীর কালিয়াজুড়ির বাসিন্দা তারিকুল ইসলাম তরুণ ২৬ জুন (বৃহস্পতিবার) নীলফামারী ভ্রমণে যান। কিন্তু ওই রাত থেকেই তাঁদের সঙ্গে পরিবারের কেউ যোগাযোগ করতে পারছেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
নিখোঁজ শাহজাদা এমরানের স্ত্রী মোসাম্মৎ জাহেরা আক্তার জানান, তাঁর স্বামী সাংবাদিকতা পেশার পাশাপাশি মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে ভ্রমণে বের হন। কিন্তু এবারের ঘটনায় তাঁর স্বামী ও সহকর্মীর কোনো খোঁজ না পাওয়ায় তিনি আতঙ্কিত। তাঁর স্বামী ও তারিকুল ইসলামের মোবাইল নম্বর বর্তমানে বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, ‘নীলফামারীতে সীমান্ত এলাকায় ঘুরতে যাওয়ায় কোনো এক আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে শুনেছি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন আমাদের কোনো তথ্য দিতে পারছে না।’
শাহজাদা এমরানের ছেলে আবির নিহাল বলেন, ‘শুনেছি নীলফামারীতে আমার বাবাকে আটক করেছে বিশেষ বাহিনী। তবে কে, কখন, কোথায় থেকে আটক করেছে কোনো তথ্য পাচ্ছি না। একবার শুনি নীলফামারীতে আছে, আবার শুনি ঢাকায় নিয়ে গেছে। এ নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি।’
এদিকে নীলফামারীর পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে একটি বিশেষ বাহিনী। তাদের সম্ভবত ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে শুনেছি, এর বেশি কিছু জানতে পারিনি। এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে