কাউছার আলম, পটিয়া (চট্টগ্রাম)

‘ছেলে আমার মাইজভান্ডারে জেয়ারতে যাবে। এ জন্য আমার সঙ্গে দেখা করতে আইছিল। কিন্তু পরদিন শুনি বাছা আমার পানিতে পড়ে নিখোঁজ হয়ে গেছে। এখন বাছার লাশ কিংবা হাড় পাবার অপেক্ষায় আছি।’ কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন নিখোঁজ সবজি ব্যবসায়ী সালেহ আহমেদের মা।
গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামে সালেহ আহমেদের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়। মা জাহানারা বেগম বিলাপ করে বলেন, ছেলে ১৫ দিন আগে নিখোঁজ হয়ে গেছেন। এখনো সিডিএ কর্তৃপক্ষ তাঁদের কোনো ধরনের খোঁজখবর নেননি। অথচ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম তাঁদের নিয়মিত খোঁজ খবর নিয়েছেন। সালেহ আহমেদের ছেলেকে সিটি করপোরেশনে চাকরি দেবেন বলে জানিয়েছেন মেয়র।
নিখোঁজ সালেহ আহমেদের ছেলে সাদেকুল্লাহ মাহিন বলেন, আব্বাকে তো আর জীবিত ফেরত পাব না। ঘটনার দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান টিমের সঙ্গে ছিলাম। তখন মনে করতাম আব্বাকে তো জীবিত না পেলেও অন্তত লাশটা পাব। কিন্তু দিনের পর দিন যায়, সপ্তাহ যায় কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি।
মানিহ আরও বলেন, উদ্ধার কাজ ছিল ধীর গতি। যেভাবে তন্নতন্ন করে খোঁজার কথা সেভাবে কেউ খোঁজেনি। মুরাদপুর হয়ে বহদ্দারহাট, শমসের পাড়া, মির্জার খাল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছে। আমার আব্বা নিখোঁজের পর সিটি করপোরেশনের মেয়র নিজ উদ্যোগে আমার নানুর শহরের বাসায় এসে আমাদের সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করেছেন। কিন্তু সিডিএ কর্তৃপক্ষ আজ পর্যন্ত কোনো সান্ত্বনা কিংবা সহায়তাও করেনি।
মানিহ আক্ষেপ করে বলেন, আমার আব্বা নিখোঁজ হওয়ার দায় এড়াতে পারে না সিডিএ কর্তৃপক্ষ। আমাকে অনেকেই বলেছেন সরাসরি গিয়ে সিডিএ কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে। কিন্তু আমি যাইনি।
সিটি করপোরেশনের মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি মেয়রকে আমার সিভি জমা দিয়েছি। আমি এখন বিভিন্ন মিডিয়ার নিউজের মাধ্যমে জানতে পেরেছি আমাকে চাকরি দেবে।
গত ২০ আগস্ট শহরের একটি বিয়ে অনুষ্ঠানে বাবা সঙ্গে শেষ দেখা হয় সালেহ আহমেদের মেয়ে মিতুর। তিনি বলেন, আমার আব্বাই আমাদের সংসারে একমাত্র উপার্জন করার লোক ছিলেন। এখন কী হবে জানি না। আমার লেখাপড়াও বন্ধ হয়ে যেতে পারে। আমাদের ভাইবোনের পড়াশোনার জন্য আব্বা সব সময় উৎসাহ দিতেন।
সালেহ আহমেদ সেদিন স্ত্রী ফেরদৌস বেগমকে মাজার জেয়ারতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। ফেরদৌস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বলেছিল, আমি মাজার জেয়ারত করতে যাচ্ছি। এ যাওয়া যে তাঁর শেষ যাওয়া হবে তা কল্পনাও করিনি। আমি এখন আমার দুই সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় আছি। এখন তাদের কীভাবে পড়াশোনা করাব বুঝতে পারছি না।
সালেহ আহমেদ মাইজভাণ্ডার শরিফের ভক্ত ছিলেন বলে জানান ছোট ভাই মনির আহমেদ। আমার বড় ভাই। ঘটনার দিন সকালে তিনি দোকান থেকে বেরিয়ে মুরাদপুর দিয়ে ফটিকছড়িতে মাইজভান্ডারির মাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন। প্রথমে আমরা অন্তত তাঁর লাশটা পাব-সে আশা করছিলাম। কিন্তু এখন সেই আশা ক্ষীণ হয়ে আসছে। অন্তত তাঁর লাশটা পাওয়া গেলেও মনকে বুঝ দিতে পারতাম।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট সকালে প্রবল বৃষ্টির মধ্যে নগরীর মুরাদপুরে সড়ক ও ফুটপাতের সঙ্গে লাগোয়া একটি নালায় পড়ে নিখোঁজ হন সালেহ আহমেদ। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর সন্ধানে মুরাদপুর থেকে কর্ণফুলী নদীর উজানের দিকে মির্জা খালের নালা পর্যন্ত তল্লাশি চালায়। কিন্তু ১৫ দিন পরও তাঁর কোনো সন্ধান মেলেনি।

‘ছেলে আমার মাইজভান্ডারে জেয়ারতে যাবে। এ জন্য আমার সঙ্গে দেখা করতে আইছিল। কিন্তু পরদিন শুনি বাছা আমার পানিতে পড়ে নিখোঁজ হয়ে গেছে। এখন বাছার লাশ কিংবা হাড় পাবার অপেক্ষায় আছি।’ কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন নিখোঁজ সবজি ব্যবসায়ী সালেহ আহমেদের মা।
গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামে সালেহ আহমেদের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়। মা জাহানারা বেগম বিলাপ করে বলেন, ছেলে ১৫ দিন আগে নিখোঁজ হয়ে গেছেন। এখনো সিডিএ কর্তৃপক্ষ তাঁদের কোনো ধরনের খোঁজখবর নেননি। অথচ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম তাঁদের নিয়মিত খোঁজ খবর নিয়েছেন। সালেহ আহমেদের ছেলেকে সিটি করপোরেশনে চাকরি দেবেন বলে জানিয়েছেন মেয়র।
নিখোঁজ সালেহ আহমেদের ছেলে সাদেকুল্লাহ মাহিন বলেন, আব্বাকে তো আর জীবিত ফেরত পাব না। ঘটনার দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান টিমের সঙ্গে ছিলাম। তখন মনে করতাম আব্বাকে তো জীবিত না পেলেও অন্তত লাশটা পাব। কিন্তু দিনের পর দিন যায়, সপ্তাহ যায় কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি।
মানিহ আরও বলেন, উদ্ধার কাজ ছিল ধীর গতি। যেভাবে তন্নতন্ন করে খোঁজার কথা সেভাবে কেউ খোঁজেনি। মুরাদপুর হয়ে বহদ্দারহাট, শমসের পাড়া, মির্জার খাল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছে। আমার আব্বা নিখোঁজের পর সিটি করপোরেশনের মেয়র নিজ উদ্যোগে আমার নানুর শহরের বাসায় এসে আমাদের সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করেছেন। কিন্তু সিডিএ কর্তৃপক্ষ আজ পর্যন্ত কোনো সান্ত্বনা কিংবা সহায়তাও করেনি।
মানিহ আক্ষেপ করে বলেন, আমার আব্বা নিখোঁজ হওয়ার দায় এড়াতে পারে না সিডিএ কর্তৃপক্ষ। আমাকে অনেকেই বলেছেন সরাসরি গিয়ে সিডিএ কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে। কিন্তু আমি যাইনি।
সিটি করপোরেশনের মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি মেয়রকে আমার সিভি জমা দিয়েছি। আমি এখন বিভিন্ন মিডিয়ার নিউজের মাধ্যমে জানতে পেরেছি আমাকে চাকরি দেবে।
গত ২০ আগস্ট শহরের একটি বিয়ে অনুষ্ঠানে বাবা সঙ্গে শেষ দেখা হয় সালেহ আহমেদের মেয়ে মিতুর। তিনি বলেন, আমার আব্বাই আমাদের সংসারে একমাত্র উপার্জন করার লোক ছিলেন। এখন কী হবে জানি না। আমার লেখাপড়াও বন্ধ হয়ে যেতে পারে। আমাদের ভাইবোনের পড়াশোনার জন্য আব্বা সব সময় উৎসাহ দিতেন।
সালেহ আহমেদ সেদিন স্ত্রী ফেরদৌস বেগমকে মাজার জেয়ারতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। ফেরদৌস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বলেছিল, আমি মাজার জেয়ারত করতে যাচ্ছি। এ যাওয়া যে তাঁর শেষ যাওয়া হবে তা কল্পনাও করিনি। আমি এখন আমার দুই সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় আছি। এখন তাদের কীভাবে পড়াশোনা করাব বুঝতে পারছি না।
সালেহ আহমেদ মাইজভাণ্ডার শরিফের ভক্ত ছিলেন বলে জানান ছোট ভাই মনির আহমেদ। আমার বড় ভাই। ঘটনার দিন সকালে তিনি দোকান থেকে বেরিয়ে মুরাদপুর দিয়ে ফটিকছড়িতে মাইজভান্ডারির মাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন। প্রথমে আমরা অন্তত তাঁর লাশটা পাব-সে আশা করছিলাম। কিন্তু এখন সেই আশা ক্ষীণ হয়ে আসছে। অন্তত তাঁর লাশটা পাওয়া গেলেও মনকে বুঝ দিতে পারতাম।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট সকালে প্রবল বৃষ্টির মধ্যে নগরীর মুরাদপুরে সড়ক ও ফুটপাতের সঙ্গে লাগোয়া একটি নালায় পড়ে নিখোঁজ হন সালেহ আহমেদ। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর সন্ধানে মুরাদপুর থেকে কর্ণফুলী নদীর উজানের দিকে মির্জা খালের নালা পর্যন্ত তল্লাশি চালায়। কিন্তু ১৫ দিন পরও তাঁর কোনো সন্ধান মেলেনি।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে