বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমনে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠের বুক চিরে রাতারাতি নির্মাণ করা হয়েছে রাস্তা। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার প্রধান সড়কসংলগ্ন এই বিদ্যালয়ের মাঠে সড়কটি নির্মাণ করা হয়।
জানা যায়, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জয়ন্তী কর্নার, স্যানিটারি নেপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন ও আলোচনা সভায় যোগ দেন। প্রধান সড়কের সঙ্গে স্কুলের প্রধান ফটক লাগোয়া হলেও ডিসিকে বহনকারী গাড়ির যাতে কাদা না মাড়াতে হয়, তাই গভীর রাতে বৃষ্টির মধ্যেই এই সড়কটির নির্মাণকাজ শেষ করা হয়। সকালে বিদ্যালয়ে এসে সড়কটি দেখে অনেক শিক্ষার্থীও অবাক হয়ে যায়। তবে ক্ষোভ জানান স্থানীয়রা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ সাংবাদিকদের বলেন, ’মাঠে কাদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশ করতে পারবে না, তাই অস্থায়ীভাবে সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি আমরা করিনি, তারা (প্রশাসন) করেছে। আপনারা আমার স্কুলকে কালারিং করবেন না।’

নাম প্রকাশ না করার শর্তে সড়ক নির্মাণকাজে নিয়োজিত এক ব্যক্তি বলেন, ’সোমবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বৃষ্টির মধ্যে ৩৩ জন শ্রমিক এই সড়কটির নির্মাণকাজ করেন। সড়ক নির্মাণে প্রায় ১৩ হাজার ইট ও ২০ গাড়ি বালু ব্যবহার করা হয়েছে। শ্রমিকের মজুরিসহ যার আনুমানিক ব্যয় তিন লক্ষাধিক টাকা।’
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে বলেই সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি মাঠের মাঝখানে করা হয়নি। এই সড়ক নির্মাণে কোনো ব্যয় হয়নি। প্রজেক্টের মাধ্যমেই কাজটি করা হয়েছে।
আরও খবর পড়ুন:

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমনে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠের বুক চিরে রাতারাতি নির্মাণ করা হয়েছে রাস্তা। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার প্রধান সড়কসংলগ্ন এই বিদ্যালয়ের মাঠে সড়কটি নির্মাণ করা হয়।
জানা যায়, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জয়ন্তী কর্নার, স্যানিটারি নেপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন ও আলোচনা সভায় যোগ দেন। প্রধান সড়কের সঙ্গে স্কুলের প্রধান ফটক লাগোয়া হলেও ডিসিকে বহনকারী গাড়ির যাতে কাদা না মাড়াতে হয়, তাই গভীর রাতে বৃষ্টির মধ্যেই এই সড়কটির নির্মাণকাজ শেষ করা হয়। সকালে বিদ্যালয়ে এসে সড়কটি দেখে অনেক শিক্ষার্থীও অবাক হয়ে যায়। তবে ক্ষোভ জানান স্থানীয়রা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ সাংবাদিকদের বলেন, ’মাঠে কাদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশ করতে পারবে না, তাই অস্থায়ীভাবে সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি আমরা করিনি, তারা (প্রশাসন) করেছে। আপনারা আমার স্কুলকে কালারিং করবেন না।’

নাম প্রকাশ না করার শর্তে সড়ক নির্মাণকাজে নিয়োজিত এক ব্যক্তি বলেন, ’সোমবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বৃষ্টির মধ্যে ৩৩ জন শ্রমিক এই সড়কটির নির্মাণকাজ করেন। সড়ক নির্মাণে প্রায় ১৩ হাজার ইট ও ২০ গাড়ি বালু ব্যবহার করা হয়েছে। শ্রমিকের মজুরিসহ যার আনুমানিক ব্যয় তিন লক্ষাধিক টাকা।’
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে বলেই সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি মাঠের মাঝখানে করা হয়নি। এই সড়ক নির্মাণে কোনো ব্যয় হয়নি। প্রজেক্টের মাধ্যমেই কাজটি করা হয়েছে।
আরও খবর পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে ঢাকা-৭ আসনের প্রার্থীরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কুশল বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। তবে ভোটারদের অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
২ মিনিট আগে
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর।
২ মিনিট আগে
ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনে সংকটে পড়েছে রাষ্ট্রীয় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। পাবনার টেবুনিয়ায় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
১২ মিনিট আগে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগে