সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির রাজনৈতিক দ্বন্দ্ব ক্রমেই দৃশ্যমান হচ্ছে। এই আসনে সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দুজনই আগামী নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী।
গতকাল শুক্রবার চর আমানউল্লাহ ইউনিয়নের বৈরাগী বাজারে এক সভায় প্রতিপক্ষের নেতা-কর্মীদের উদ্দেশে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য দেন স্থানীয় বিএনপির আবুল বাশার বাবুল। তিনি ওই ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং মো. শাহজাহান গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
এ সময় আবুল বাশার বাবুল বলেন, ‘তোদের ডাইরেক্ট বলি দিয়ের, নালাটালা (পা) কুচা (কেটে) করি ফালামু, একদম কুচা করি ফালামু। এই এলাকায় ভোট করমু আমরা, আমরা, আমরা।’
আবুল বাশার বাবুল আরও বলেন, ‘মো. শাহজাহানের পক্ষ থেকে ভোট করব। আমাদের নেতারা যেই নির্দেশ দেবেন, আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। কারণ, আমরা আলহাজ মো. শাহজাহানের সৈনিক।’
আবুল বাশারের এই বক্তব্যর পর স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বলেন, ১৬ বছর আন্দোলন-সংগ্রাম যারা করেছে, উনি তাদের হুমকি দিয়েছেন। এই উসকানিমূলক বক্তব্যের জন্য যদি তিনি ক্ষমা না চান, তাহলে ক্ষোভের কারণে কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার তাঁকেই নিতে হবে।
এ বিষয়ে কথা বলতে বিএনপির নেতা আবুল বাশার বাবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি।
জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া বলেন, ‘এ রকম বক্তব্য কোনো ব্যক্তির বিরুদ্ধে না, সরাসরি দলের বিরুদ্ধে। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির রাজনৈতিক দ্বন্দ্ব ক্রমেই দৃশ্যমান হচ্ছে। এই আসনে সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দুজনই আগামী নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী।
গতকাল শুক্রবার চর আমানউল্লাহ ইউনিয়নের বৈরাগী বাজারে এক সভায় প্রতিপক্ষের নেতা-কর্মীদের উদ্দেশে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য দেন স্থানীয় বিএনপির আবুল বাশার বাবুল। তিনি ওই ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং মো. শাহজাহান গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
এ সময় আবুল বাশার বাবুল বলেন, ‘তোদের ডাইরেক্ট বলি দিয়ের, নালাটালা (পা) কুচা (কেটে) করি ফালামু, একদম কুচা করি ফালামু। এই এলাকায় ভোট করমু আমরা, আমরা, আমরা।’
আবুল বাশার বাবুল আরও বলেন, ‘মো. শাহজাহানের পক্ষ থেকে ভোট করব। আমাদের নেতারা যেই নির্দেশ দেবেন, আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। কারণ, আমরা আলহাজ মো. শাহজাহানের সৈনিক।’
আবুল বাশারের এই বক্তব্যর পর স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বলেন, ১৬ বছর আন্দোলন-সংগ্রাম যারা করেছে, উনি তাদের হুমকি দিয়েছেন। এই উসকানিমূলক বক্তব্যের জন্য যদি তিনি ক্ষমা না চান, তাহলে ক্ষোভের কারণে কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার তাঁকেই নিতে হবে।
এ বিষয়ে কথা বলতে বিএনপির নেতা আবুল বাশার বাবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি।
জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া বলেন, ‘এ রকম বক্তব্য কোনো ব্যক্তির বিরুদ্ধে না, সরাসরি দলের বিরুদ্ধে। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে