সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির রাজনৈতিক দ্বন্দ্ব ক্রমেই দৃশ্যমান হচ্ছে। এই আসনে সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দুজনই আগামী নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী।
গতকাল শুক্রবার চর আমানউল্লাহ ইউনিয়নের বৈরাগী বাজারে এক সভায় প্রতিপক্ষের নেতা-কর্মীদের উদ্দেশে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য দেন স্থানীয় বিএনপির আবুল বাশার বাবুল। তিনি ওই ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং মো. শাহজাহান গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
এ সময় আবুল বাশার বাবুল বলেন, ‘তোদের ডাইরেক্ট বলি দিয়ের, নালাটালা (পা) কুচা (কেটে) করি ফালামু, একদম কুচা করি ফালামু। এই এলাকায় ভোট করমু আমরা, আমরা, আমরা।’
আবুল বাশার বাবুল আরও বলেন, ‘মো. শাহজাহানের পক্ষ থেকে ভোট করব। আমাদের নেতারা যেই নির্দেশ দেবেন, আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। কারণ, আমরা আলহাজ মো. শাহজাহানের সৈনিক।’
আবুল বাশারের এই বক্তব্যর পর স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বলেন, ১৬ বছর আন্দোলন-সংগ্রাম যারা করেছে, উনি তাদের হুমকি দিয়েছেন। এই উসকানিমূলক বক্তব্যের জন্য যদি তিনি ক্ষমা না চান, তাহলে ক্ষোভের কারণে কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার তাঁকেই নিতে হবে।
এ বিষয়ে কথা বলতে বিএনপির নেতা আবুল বাশার বাবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি।
জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া বলেন, ‘এ রকম বক্তব্য কোনো ব্যক্তির বিরুদ্ধে না, সরাসরি দলের বিরুদ্ধে। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির রাজনৈতিক দ্বন্দ্ব ক্রমেই দৃশ্যমান হচ্ছে। এই আসনে সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দুজনই আগামী নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী।
গতকাল শুক্রবার চর আমানউল্লাহ ইউনিয়নের বৈরাগী বাজারে এক সভায় প্রতিপক্ষের নেতা-কর্মীদের উদ্দেশে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য দেন স্থানীয় বিএনপির আবুল বাশার বাবুল। তিনি ওই ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং মো. শাহজাহান গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
এ সময় আবুল বাশার বাবুল বলেন, ‘তোদের ডাইরেক্ট বলি দিয়ের, নালাটালা (পা) কুচা (কেটে) করি ফালামু, একদম কুচা করি ফালামু। এই এলাকায় ভোট করমু আমরা, আমরা, আমরা।’
আবুল বাশার বাবুল আরও বলেন, ‘মো. শাহজাহানের পক্ষ থেকে ভোট করব। আমাদের নেতারা যেই নির্দেশ দেবেন, আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। কারণ, আমরা আলহাজ মো. শাহজাহানের সৈনিক।’
আবুল বাশারের এই বক্তব্যর পর স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বলেন, ১৬ বছর আন্দোলন-সংগ্রাম যারা করেছে, উনি তাদের হুমকি দিয়েছেন। এই উসকানিমূলক বক্তব্যের জন্য যদি তিনি ক্ষমা না চান, তাহলে ক্ষোভের কারণে কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার তাঁকেই নিতে হবে।
এ বিষয়ে কথা বলতে বিএনপির নেতা আবুল বাশার বাবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি।
জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া বলেন, ‘এ রকম বক্তব্য কোনো ব্যক্তির বিরুদ্ধে না, সরাসরি দলের বিরুদ্ধে। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে