Ajker Patrika

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

লক্ষ্মীপুরের রামগতিতে রাকিব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সালিস বৈঠক হলেও বিচার পায়নি কিশোরী। উল্টো তাকে অপবাদ দিয়ে বাড়াবাড়ি করলে চুল কেটে এলাকা ঘোরানোর হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আত্মহত্যা করেছে ওই কিশোরী।

এ ব্যাপারে ভুক্তভোগীর মা বাদী হয়ে রামগতি থানায় ১২ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় হেলাল উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে কিশোরীর মা বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেন। প্রধান অভিযুক্ত রাকিব হোসেনসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে ১ মার্চ ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। পরদিন ঘটনাটি জানাজানি হলে এলাকায় সালিশি বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু সেখানে কোনো বিচার পায়নি কিশোরী। উল্টো তাকে অপবাদ দেওয়া হয় বলে জানান স্থানীয়রা।

এদিকে গত বৃহস্পতিবার সকালে কিশোরীকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশের জমিতে ফসল দেখতে যায়। তখন মো. হেলাল উদ্দিন নামের একজন বাড়িতে ঢুকে কিশোরীসহ তার মাকে চুল কেটে এলাকায় ঘোরানোর হুমকি দেয়। এতে মানসিক চাপে ওই দিন দুপুরে সে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মামলায় প্রধান অভিযুক্ত রাকিব পশ্চিম চরকলাকোপা গ্রামের খবির উদ্দিনের ছেলে। অভিযুক্ত অন্যরা হলেন মো. আজাদ, জামশেদ উদ্দিন ও মো. বাশারসহ ১০ জন। তারা পশ্চিম চরকলাকোপা গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিব ১ মার্চ রাতে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীর মা টের পেয়ে ঘরে ঢুকলে রাকিব পালিয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি ভুক্তভোগী পরিবার রাকিবের মা-বাবাকে জানায়। তারা কাউকে কিছু জানাতে নিষেধ করে। কিন্তু পরদিন ঘটনাটি জানাজানি হয়। এতে মামলায় অভিযুক্তরাসহ একটি সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ধর্ষণের ঘটনার কোনো বিচার করা হয়নি। উল্টো কয়েকজন মিলে কিশোরীকে অপবাদ দেয়। এর মধ্যে বৃহস্পতিবার হেলাল উদ্দিন বাড়িতে ঢুকে কিশোরীসহ তার মাকে চুল কেটে গ্রামে ঘোরানোর হুমকি দেয়। এটি সহ্য করতে না পেরে কিশোরী আত্মহত্যা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত