Ajker Patrika

প্রথম অনুপস্থিত ২৫ পরীক্ষার্থীর মধ্যে ১০ জনেরই বিয়ে

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রথম অনুপস্থিত ২৫ পরীক্ষার্থীর মধ্যে ১০ জনেরই বিয়ে

রামগতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ১০ জনের বিয়ে হয়ে গেছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৫০৪ জনের মধ্যে ২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে রয়েছে এইচএসসির ৫ জন ও আলিমের ২০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৫০৪ জন অংশ নেওয়ার কথা ছিল। আ স ম আবদুর রব সরকারি কলেজ কেন্দ্রে ও রামগতি আহমদিয়া কলেজ কেন্দ্রে বিজ্ঞান শাখায় ১৬০ জন এর মধ্যে অনুপস্থিত ছিল ৫ জন। এ ছাড়া চর আলেকজান্ডার কামিল মাদ্রাসায় ৩৪৪ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২০ জন। অনুপস্থিত ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জন মেয়ে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মামুন অর রশিদ বলেন, ‘দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় অভিভাবকেরা তাঁদের মেয়েদের বিয়ে দিয়েছেন। অভিভাবক ও ছাত্রীদের অনাগ্রহের কারণে তাঁরা পরীক্ষায় অংশ নিচ্ছেন না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তনু বলেন, ‘করোনার কারণে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। এ বছর সংক্ষিপ্ত ও পুনর্বিন্যস্ত সিলেবাসের অধীনে শুধুমাত্র গ্রুপভিত্তিক তিনটি নৈর্ব্যক্তিক বিষয়ে পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত