আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আদালতে বিচারাধীন একটি মামলার নথি থেকে প্রায় ২৮ কোটি টাকার একটি চেক সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। পরে ওই আদালতের একজন কর্মচারী পাঠিয়ে প্রায় ৫ কিলোমিটার দূরের আগ্রাবাদের বাসা থেকে সেই ব্যাংক চেক আদালতের নথিতে ফেরত আনা হয়েছে প্রায় পাঁচ ঘণ্টা পর। এ নিয়ে আদালত ভবনে নানা গুঞ্জনের পর ওই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ সোমবার আইনজীবী সমিতিকে চিঠি দিয়েছেন আদালত।
জানতে চাইলে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন আজকের পত্রিকাকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম মহানগর পঞ্চম যুগ্ম দায়রা জজ মো. জহির উদ্দিনের আদালতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। ওই দিনই বিষয়টি মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমানের আদালতকে অবহিত করেন মহানগর পঞ্চম যুগ্ম দায়রা জজ।
আদালত সূত্র জানায়, চট্টগ্রামের অন্যতম বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান এস এ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এস এ রিফাইনারি লিমিটেডের চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমের বিরুদ্ধে চেক প্রত্যাখ্যাত (ডিজঅনার) হওয়ার এই মামলাটির বাদী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা, যার অভিযোগপত্র দেওয়া হয় ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি। মোট ২৭ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ৭২০ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ২৪ নভেম্বর চট্টগ্রামের সিএমএম আদালতে এই মামলা করেছিল।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বিচারাধীন মামলাটির নথি দেখতে চেয়ে আদালতের বেঞ্চ সহকারী মো. ফরিদকে অনুরোধ করেন আইনজীবী যোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব। নথি থেকে নোট নিয়ে তিনি আদালতকক্ষ ত্যাগ করেন। নথিটি ফেরত নিয়ে বেঞ্চ সহকারী (পেশকার) কাগজপত্র ঠিক আছে কি না, যাচাইকালে দেখেন, নথির সঙ্গে সেলাই করা গোড়া থেকে মূল চেকটি কে বা কারা ছিঁড়ে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি বিচারককে জানান আদালতের কর্মচারীরা। এর পর যোবায়েরের সঙ্গে ফোনে যোগাযোগ করেন তাঁরা। জবাবে যোবায়ের আদালতের কর্মচারীদের বলেন, তাঁর জুনিয়র ভুলবশত চেকটি বাসায় নিয়ে যান। চেকটি তাঁর কাছ থেকে বুঝে নিতে বলেন যোবায়ের।
জানতে চাইলে অভিযুক্ত যোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ক্লার্কের ভুলের কারণে একটা ভুল হয়ে গেছে। চেকটি ফেরত দিয়েছি।’ তিনি মামলায় আসামিপক্ষের আইনজীবী বলে উল্লেখ করেন।
এদিকে বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, ‘মামলার আলামত হিসেবে থাকা চেক চুরির কথা শুনিনি। এখন জেনেছি।’ চেক চুরি হলে যাঁরা লাভবান হবেন, তাঁরাই এ ধরনের ঘটনা ঘটাতে পারেন বলে তিনি মনে করেন।

চট্টগ্রামের আদালতে বিচারাধীন একটি মামলার নথি থেকে প্রায় ২৮ কোটি টাকার একটি চেক সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। পরে ওই আদালতের একজন কর্মচারী পাঠিয়ে প্রায় ৫ কিলোমিটার দূরের আগ্রাবাদের বাসা থেকে সেই ব্যাংক চেক আদালতের নথিতে ফেরত আনা হয়েছে প্রায় পাঁচ ঘণ্টা পর। এ নিয়ে আদালত ভবনে নানা গুঞ্জনের পর ওই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ সোমবার আইনজীবী সমিতিকে চিঠি দিয়েছেন আদালত।
জানতে চাইলে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন আজকের পত্রিকাকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম মহানগর পঞ্চম যুগ্ম দায়রা জজ মো. জহির উদ্দিনের আদালতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। ওই দিনই বিষয়টি মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমানের আদালতকে অবহিত করেন মহানগর পঞ্চম যুগ্ম দায়রা জজ।
আদালত সূত্র জানায়, চট্টগ্রামের অন্যতম বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান এস এ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এস এ রিফাইনারি লিমিটেডের চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমের বিরুদ্ধে চেক প্রত্যাখ্যাত (ডিজঅনার) হওয়ার এই মামলাটির বাদী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা, যার অভিযোগপত্র দেওয়া হয় ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি। মোট ২৭ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ৭২০ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ২৪ নভেম্বর চট্টগ্রামের সিএমএম আদালতে এই মামলা করেছিল।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বিচারাধীন মামলাটির নথি দেখতে চেয়ে আদালতের বেঞ্চ সহকারী মো. ফরিদকে অনুরোধ করেন আইনজীবী যোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব। নথি থেকে নোট নিয়ে তিনি আদালতকক্ষ ত্যাগ করেন। নথিটি ফেরত নিয়ে বেঞ্চ সহকারী (পেশকার) কাগজপত্র ঠিক আছে কি না, যাচাইকালে দেখেন, নথির সঙ্গে সেলাই করা গোড়া থেকে মূল চেকটি কে বা কারা ছিঁড়ে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি বিচারককে জানান আদালতের কর্মচারীরা। এর পর যোবায়েরের সঙ্গে ফোনে যোগাযোগ করেন তাঁরা। জবাবে যোবায়ের আদালতের কর্মচারীদের বলেন, তাঁর জুনিয়র ভুলবশত চেকটি বাসায় নিয়ে যান। চেকটি তাঁর কাছ থেকে বুঝে নিতে বলেন যোবায়ের।
জানতে চাইলে অভিযুক্ত যোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ক্লার্কের ভুলের কারণে একটা ভুল হয়ে গেছে। চেকটি ফেরত দিয়েছি।’ তিনি মামলায় আসামিপক্ষের আইনজীবী বলে উল্লেখ করেন।
এদিকে বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, ‘মামলার আলামত হিসেবে থাকা চেক চুরির কথা শুনিনি। এখন জেনেছি।’ চেক চুরি হলে যাঁরা লাভবান হবেন, তাঁরাই এ ধরনের ঘটনা ঘটাতে পারেন বলে তিনি মনে করেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে