নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আইনজীবীদের জেগে উঠতে হবে। দেশের আজকের যত অপশাসন, যত দুঃশাসন ও যত কুশাসন, সেটার শেষ জায়গা হচ্ছে আদালত। রাষ্ট্র আদালতের মাধ্যমে মানুষের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে।’
তিনি বলেন, ‘যে আদালত দেশের সংবিধান রক্ষা করার দায়িত্ব দিয়েছে, আজকে সেই আদালতকে ব্যবহার করা হচ্ছে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার জন্য। একজন চিফ জাস্টিসকে পিস্তল ধরে দেশত্যাগ করতে বাধ্য করেছে। তারেক রহমানের পক্ষে রায় দেওয়ায় আরেকজন বিচারককে দেশত্যাগ করতে বাধ্য করছে।’
আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি।
আমীর খসরু মাহমুদ বলেন, ‘জনমত গঠন করার জন্য পেশাজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই জন্য ডাক্তার-ইঞ্জিনিয়ারসহ সব পেশাজীবীদের এগিয়ে আসতে হবে। সব পেশাজীবী যদি এগিয়ে না আসেন, তাহলে শুধু আলোচনা করে এই আন্দোলন বেশি দূর নিয়ে যাওয়া যাবে না। তারেক রহমান সাহেবের মেসেজ যদি পৌঁছাতে না পারি, তাহলে আন্দোলন সার্থক হবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের নেতার মতো আমরা বলতে পারি না, তোরা সব বাঙালি হয়ে যা। যার যার সংস্কৃতি ঠিক রেখে সম্মিলিত জাতি গঠনই হলো তারেক রহমানের লক্ষ্য। তবে আমরা বাংলাদেশি হিসেবে পরিচিত। বিদেশিদের কাছ থেকে এই কনসেপ্ট বিষয়ে ব্যাপক সাড়া পেয়েছি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আইনজীবীদের জেগে উঠতে হবে। দেশের আজকের যত অপশাসন, যত দুঃশাসন ও যত কুশাসন, সেটার শেষ জায়গা হচ্ছে আদালত। রাষ্ট্র আদালতের মাধ্যমে মানুষের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে।’
তিনি বলেন, ‘যে আদালত দেশের সংবিধান রক্ষা করার দায়িত্ব দিয়েছে, আজকে সেই আদালতকে ব্যবহার করা হচ্ছে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার জন্য। একজন চিফ জাস্টিসকে পিস্তল ধরে দেশত্যাগ করতে বাধ্য করেছে। তারেক রহমানের পক্ষে রায় দেওয়ায় আরেকজন বিচারককে দেশত্যাগ করতে বাধ্য করছে।’
আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি।
আমীর খসরু মাহমুদ বলেন, ‘জনমত গঠন করার জন্য পেশাজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই জন্য ডাক্তার-ইঞ্জিনিয়ারসহ সব পেশাজীবীদের এগিয়ে আসতে হবে। সব পেশাজীবী যদি এগিয়ে না আসেন, তাহলে শুধু আলোচনা করে এই আন্দোলন বেশি দূর নিয়ে যাওয়া যাবে না। তারেক রহমান সাহেবের মেসেজ যদি পৌঁছাতে না পারি, তাহলে আন্দোলন সার্থক হবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের নেতার মতো আমরা বলতে পারি না, তোরা সব বাঙালি হয়ে যা। যার যার সংস্কৃতি ঠিক রেখে সম্মিলিত জাতি গঠনই হলো তারেক রহমানের লক্ষ্য। তবে আমরা বাংলাদেশি হিসেবে পরিচিত। বিদেশিদের কাছ থেকে এই কনসেপ্ট বিষয়ে ব্যাপক সাড়া পেয়েছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে