নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পোর্ট কলোনিতে মো. রাকিব (১৬) নামে এক শিক্ষার্থীকে কুকুর লেলিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। হামলাকারীরা এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে বন্দর থানার অন্তর্ভুক্ত এলাকাটিতে এ ঘটনা ঘটে।
কলোনির ৭৭ নম্বর সি ব্লকের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে রাকিব বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো খবর আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আহত রাকিবকে দুপুর সোয়া ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাকিবের মাথায় জখমের চিহ্ন আছে। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন।
রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হামলাকারীরা পোর্ট কলোনি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তাঁরা এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে থাকে। বিভিন্ন সময় তাঁরা পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছে। আমরা বিভিন্ন সময় মাদক নিয়ে প্রতিবাদ করে আসছি।’
রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে আমার ভাই রাকিব তাঁর স্কুলে খেলার জন্য গিয়েছিল। রোবো নামের মাদক ব্যবসায়ী আমার ভাইকে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে কলোনির সামনে প্রথমে পাথর দিয়ে মাথায় আঘাত করে। পরে তাঁর সঙ্গে থাকা দুইটি পোষা কুকুর লেলিয়ে দেয়। এ সময় রুবেল নামে আরেক মাদক বিক্রেতাও সঙ্গে ছিল। পরে আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম।

চট্টগ্রামের পোর্ট কলোনিতে মো. রাকিব (১৬) নামে এক শিক্ষার্থীকে কুকুর লেলিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। হামলাকারীরা এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে বন্দর থানার অন্তর্ভুক্ত এলাকাটিতে এ ঘটনা ঘটে।
কলোনির ৭৭ নম্বর সি ব্লকের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে রাকিব বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো খবর আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আহত রাকিবকে দুপুর সোয়া ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাকিবের মাথায় জখমের চিহ্ন আছে। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন।
রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হামলাকারীরা পোর্ট কলোনি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তাঁরা এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে থাকে। বিভিন্ন সময় তাঁরা পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছে। আমরা বিভিন্ন সময় মাদক নিয়ে প্রতিবাদ করে আসছি।’
রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে আমার ভাই রাকিব তাঁর স্কুলে খেলার জন্য গিয়েছিল। রোবো নামের মাদক ব্যবসায়ী আমার ভাইকে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে কলোনির সামনে প্রথমে পাথর দিয়ে মাথায় আঘাত করে। পরে তাঁর সঙ্গে থাকা দুইটি পোষা কুকুর লেলিয়ে দেয়। এ সময় রুবেল নামে আরেক মাদক বিক্রেতাও সঙ্গে ছিল। পরে আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে