নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পোর্ট কলোনিতে মো. রাকিব (১৬) নামে এক শিক্ষার্থীকে কুকুর লেলিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। হামলাকারীরা এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে বন্দর থানার অন্তর্ভুক্ত এলাকাটিতে এ ঘটনা ঘটে।
কলোনির ৭৭ নম্বর সি ব্লকের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে রাকিব বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো খবর আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আহত রাকিবকে দুপুর সোয়া ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাকিবের মাথায় জখমের চিহ্ন আছে। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন।
রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হামলাকারীরা পোর্ট কলোনি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তাঁরা এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে থাকে। বিভিন্ন সময় তাঁরা পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছে। আমরা বিভিন্ন সময় মাদক নিয়ে প্রতিবাদ করে আসছি।’
রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে আমার ভাই রাকিব তাঁর স্কুলে খেলার জন্য গিয়েছিল। রোবো নামের মাদক ব্যবসায়ী আমার ভাইকে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে কলোনির সামনে প্রথমে পাথর দিয়ে মাথায় আঘাত করে। পরে তাঁর সঙ্গে থাকা দুইটি পোষা কুকুর লেলিয়ে দেয়। এ সময় রুবেল নামে আরেক মাদক বিক্রেতাও সঙ্গে ছিল। পরে আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম।

চট্টগ্রামের পোর্ট কলোনিতে মো. রাকিব (১৬) নামে এক শিক্ষার্থীকে কুকুর লেলিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। হামলাকারীরা এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে বন্দর থানার অন্তর্ভুক্ত এলাকাটিতে এ ঘটনা ঘটে।
কলোনির ৭৭ নম্বর সি ব্লকের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে রাকিব বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো খবর আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আহত রাকিবকে দুপুর সোয়া ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাকিবের মাথায় জখমের চিহ্ন আছে। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন।
রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হামলাকারীরা পোর্ট কলোনি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তাঁরা এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে থাকে। বিভিন্ন সময় তাঁরা পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছে। আমরা বিভিন্ন সময় মাদক নিয়ে প্রতিবাদ করে আসছি।’
রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে আমার ভাই রাকিব তাঁর স্কুলে খেলার জন্য গিয়েছিল। রোবো নামের মাদক ব্যবসায়ী আমার ভাইকে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে কলোনির সামনে প্রথমে পাথর দিয়ে মাথায় আঘাত করে। পরে তাঁর সঙ্গে থাকা দুইটি পোষা কুকুর লেলিয়ে দেয়। এ সময় রুবেল নামে আরেক মাদক বিক্রেতাও সঙ্গে ছিল। পরে আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম।

নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
৩৯ মিনিট আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
৪১ মিনিট আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১ ঘণ্টা আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২ ঘণ্টা আগে