হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় জেলেপল্লি পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ সময় তিনি জেলেদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের জেলেপল্লি পরিদর্শন করেন তিনি।
প্রিন্সেস ভিক্টোরিয়াকে বহনকারী হেলিকপ্টার আজ সকাল সাড়ে ৬টার দিকে কালিরচর গ্রামে নির্ধারিত হেলিপ্যাডে অবতরণ করে। এ সময় তাঁকে হেলিপ্যাডে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।
সরেজমিনে জানা গেছে, কালিরচর গ্রামের বেড়িবাঁধের বাইরে জেলেপল্লি পরিদর্শন করেছেন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ সময় জীবনমান নিয়ে জেলেদের সঙ্গে কথা বলেন তিনি। পরে পাশের একটি গুচ্ছগ্রাম পরিদর্শন করেন সুইডেনের এই রাজকন্যা। গুচ্ছগ্রামে বসবাস করা গৃহিণী ও গৃহকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে সিপিসির স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুর্যোগকালীন একটি মহড়া দেখেন তিনি। মহড়ার মাধ্যমে তাঁকে বাংলাদেশে বিভিন্ন সময়ে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়।
সবশেষে রাজকন্যা ভিক্টোরিয়া কালিরচর গ্রামে নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। আশ্রয়কেন্দ্রে আগে থেকে অবস্থান করা জেলে, কামার, কৃষক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় রাজকন্যাকে হাতিয়ার নদীভাঙন, বেড়িবাঁধ, ঘূর্ণিঝড় ও দুর্যোগের বিভিন্ন স্থিরচিত্র দেখানো হয়। পরে সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি ভাসানচরের উদ্দেশে চলে যান।
প্রিন্সেস ভিক্টোরিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে গত সোমবার বাংলাদেশে এসেছেন। তিন দিনের এই সফরে বাংলাদেশের কয়েকটি জেলা তাঁর পরিদর্শনের কথা রয়েছে।

নোয়াখালীর হাতিয়ায় জেলেপল্লি পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ সময় তিনি জেলেদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের জেলেপল্লি পরিদর্শন করেন তিনি।
প্রিন্সেস ভিক্টোরিয়াকে বহনকারী হেলিকপ্টার আজ সকাল সাড়ে ৬টার দিকে কালিরচর গ্রামে নির্ধারিত হেলিপ্যাডে অবতরণ করে। এ সময় তাঁকে হেলিপ্যাডে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।
সরেজমিনে জানা গেছে, কালিরচর গ্রামের বেড়িবাঁধের বাইরে জেলেপল্লি পরিদর্শন করেছেন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ সময় জীবনমান নিয়ে জেলেদের সঙ্গে কথা বলেন তিনি। পরে পাশের একটি গুচ্ছগ্রাম পরিদর্শন করেন সুইডেনের এই রাজকন্যা। গুচ্ছগ্রামে বসবাস করা গৃহিণী ও গৃহকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে সিপিসির স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুর্যোগকালীন একটি মহড়া দেখেন তিনি। মহড়ার মাধ্যমে তাঁকে বাংলাদেশে বিভিন্ন সময়ে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়।
সবশেষে রাজকন্যা ভিক্টোরিয়া কালিরচর গ্রামে নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। আশ্রয়কেন্দ্রে আগে থেকে অবস্থান করা জেলে, কামার, কৃষক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় রাজকন্যাকে হাতিয়ার নদীভাঙন, বেড়িবাঁধ, ঘূর্ণিঝড় ও দুর্যোগের বিভিন্ন স্থিরচিত্র দেখানো হয়। পরে সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি ভাসানচরের উদ্দেশে চলে যান।
প্রিন্সেস ভিক্টোরিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে গত সোমবার বাংলাদেশে এসেছেন। তিন দিনের এই সফরে বাংলাদেশের কয়েকটি জেলা তাঁর পরিদর্শনের কথা রয়েছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে