লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা জাতির জন্য ভালো হবে না। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই এবং তাঁকে বিতর্কিত না করা দেশের জন্য ভালো।
শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের বশির ভিলায় জেলা ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, ‘আমাদের আসল স্বার্থ হলো, সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয়, তাহলে গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। কিন্তু এখন দেশে গণতন্ত্রের ভিত নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক, এটা ষড়যন্ত্রকারীরা চায় না। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ দেশে গুম, খুন ও গণহত্যা চালিয়েছে। তাই হাসিনার বিচার হওয়া জরুরি। হাসিনার যদি বিচার না হয় এবং হাসিনার পরিবার ও দোসরদের যদি বিচার নিশ্চিত না হয়, দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। তাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ইফতার অনুষ্ঠানে জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু।
এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের আর্থিক সহায়তা প্রদান, দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
ড্যাব জেলা শাখার আহ্বায়ক ড. নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. মো. আবদুল করিম মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির এই নেতা।
এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ড্যাবের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল খালেদ মো. ইকবাল, মো. ইকবাল হোসেন, আয়োজক কমিটির সভাপতি রাকিবুল আহসান, সদস্যসচিব আনোয়ার হোসেনসহ আরও অনেকে।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা জাতির জন্য ভালো হবে না। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই এবং তাঁকে বিতর্কিত না করা দেশের জন্য ভালো।
শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের বশির ভিলায় জেলা ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, ‘আমাদের আসল স্বার্থ হলো, সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয়, তাহলে গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। কিন্তু এখন দেশে গণতন্ত্রের ভিত নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক, এটা ষড়যন্ত্রকারীরা চায় না। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ দেশে গুম, খুন ও গণহত্যা চালিয়েছে। তাই হাসিনার বিচার হওয়া জরুরি। হাসিনার যদি বিচার না হয় এবং হাসিনার পরিবার ও দোসরদের যদি বিচার নিশ্চিত না হয়, দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। তাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ইফতার অনুষ্ঠানে জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু।
এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের আর্থিক সহায়তা প্রদান, দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
ড্যাব জেলা শাখার আহ্বায়ক ড. নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. মো. আবদুল করিম মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির এই নেতা।
এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ড্যাবের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল খালেদ মো. ইকবাল, মো. ইকবাল হোসেন, আয়োজক কমিটির সভাপতি রাকিবুল আহসান, সদস্যসচিব আনোয়ার হোসেনসহ আরও অনেকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
১০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
২৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
১ ঘণ্টা আগে