নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯-এ চট্টগ্রামের মেয়ে শাহানা হানিফ নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটির নির্বাচনী প্রাইমারিতে ডিস্ট্রিক্ট থার্টি নাইন থেকে তিনি কাউন্সিলর পদের জন্য ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হন।
নির্বাচিত শাহানা হানিফ ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদের চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ হানিফের মেয়ে।
শাহানা হানিফ নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর। নিউইয়র্ক সিটির চূড়ান্ত ভোট গ্রহণ হবে চলতি বছরের ২ নভেম্বর। গতকাল মঙ্গলবারের প্রাথমিক নির্বাচনে বিজয়ী প্রার্থী নিজ নিজ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পান। আর এই টিকিট প্রাপ্তি চূড়ান্ত বিজয়ের দিকে যাওয়ার প্রথম পদক্ষেপ।
শাহানা হানিফ নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯-এ প্রথম কোন বাংলাদেশি নারী কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁর জয়ের সঙ্গে আজ বুধবার সকাল থেকে আনন্দ উচ্ছ্বাস নেমেছে চট্টগ্রামের ফটিকছড়ির গ্রামের বাড়িতে।
নাজিরহাটের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, শাহানা হানিফের বিজয়ের খবর এলাকার সবার জন্য আনন্দের ও গর্বের।
এদিকে, ডেমোক্র্যাট পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ার প্রতিক্রিয়া গণমাধ্যমে শাহানা হানিফ বলেন, 'নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করার জন্য আমাদের এগিয়ে আসতেই হবে। এখানে বাঙালি বেশি। বাঙালিদের ভালোমন্দ বোঝার সময় এসেছে। তাই আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। বিজয়ীও হয়েছি। এতে আমি খুবই খুশি ও আনন্দিত।'
জানা গেছে, এই প্রাইমারি নির্বাচনের মাধ্যমে ডেমোক্র্যাট অধ্যুষিত নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিটি কাউন্সিলের বিভিন্ন পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিউইয়র্কে পার্টির মনোনয়ন পাওয়া মানেই ওই পদের জন্যও বিজয় নিশ্চিত হওয়া।
নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার স্থানীয় সময় সকালে শুরু হয়। এতে মেয়র পদে ডেমোক্র্যাট দলের ১৩ জন ও রিপাবলিকান দলের ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কম্পট্রোলার, সিটি কাউন্সিল ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নিসহ বিভিন্ন পদে নির্বাচন হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে ১২ জন বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯-এ চট্টগ্রামের মেয়ে শাহানা হানিফ নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটির নির্বাচনী প্রাইমারিতে ডিস্ট্রিক্ট থার্টি নাইন থেকে তিনি কাউন্সিলর পদের জন্য ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হন।
নির্বাচিত শাহানা হানিফ ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদের চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ হানিফের মেয়ে।
শাহানা হানিফ নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর। নিউইয়র্ক সিটির চূড়ান্ত ভোট গ্রহণ হবে চলতি বছরের ২ নভেম্বর। গতকাল মঙ্গলবারের প্রাথমিক নির্বাচনে বিজয়ী প্রার্থী নিজ নিজ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পান। আর এই টিকিট প্রাপ্তি চূড়ান্ত বিজয়ের দিকে যাওয়ার প্রথম পদক্ষেপ।
শাহানা হানিফ নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯-এ প্রথম কোন বাংলাদেশি নারী কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁর জয়ের সঙ্গে আজ বুধবার সকাল থেকে আনন্দ উচ্ছ্বাস নেমেছে চট্টগ্রামের ফটিকছড়ির গ্রামের বাড়িতে।
নাজিরহাটের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, শাহানা হানিফের বিজয়ের খবর এলাকার সবার জন্য আনন্দের ও গর্বের।
এদিকে, ডেমোক্র্যাট পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ার প্রতিক্রিয়া গণমাধ্যমে শাহানা হানিফ বলেন, 'নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করার জন্য আমাদের এগিয়ে আসতেই হবে। এখানে বাঙালি বেশি। বাঙালিদের ভালোমন্দ বোঝার সময় এসেছে। তাই আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। বিজয়ীও হয়েছি। এতে আমি খুবই খুশি ও আনন্দিত।'
জানা গেছে, এই প্রাইমারি নির্বাচনের মাধ্যমে ডেমোক্র্যাট অধ্যুষিত নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিটি কাউন্সিলের বিভিন্ন পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিউইয়র্কে পার্টির মনোনয়ন পাওয়া মানেই ওই পদের জন্যও বিজয় নিশ্চিত হওয়া।
নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার স্থানীয় সময় সকালে শুরু হয়। এতে মেয়র পদে ডেমোক্র্যাট দলের ১৩ জন ও রিপাবলিকান দলের ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কম্পট্রোলার, সিটি কাউন্সিল ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নিসহ বিভিন্ন পদে নির্বাচন হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে ১২ জন বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে