নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯-এ চট্টগ্রামের মেয়ে শাহানা হানিফ নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটির নির্বাচনী প্রাইমারিতে ডিস্ট্রিক্ট থার্টি নাইন থেকে তিনি কাউন্সিলর পদের জন্য ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হন।
নির্বাচিত শাহানা হানিফ ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদের চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ হানিফের মেয়ে।
শাহানা হানিফ নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর। নিউইয়র্ক সিটির চূড়ান্ত ভোট গ্রহণ হবে চলতি বছরের ২ নভেম্বর। গতকাল মঙ্গলবারের প্রাথমিক নির্বাচনে বিজয়ী প্রার্থী নিজ নিজ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পান। আর এই টিকিট প্রাপ্তি চূড়ান্ত বিজয়ের দিকে যাওয়ার প্রথম পদক্ষেপ।
শাহানা হানিফ নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯-এ প্রথম কোন বাংলাদেশি নারী কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁর জয়ের সঙ্গে আজ বুধবার সকাল থেকে আনন্দ উচ্ছ্বাস নেমেছে চট্টগ্রামের ফটিকছড়ির গ্রামের বাড়িতে।
নাজিরহাটের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, শাহানা হানিফের বিজয়ের খবর এলাকার সবার জন্য আনন্দের ও গর্বের।
এদিকে, ডেমোক্র্যাট পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ার প্রতিক্রিয়া গণমাধ্যমে শাহানা হানিফ বলেন, 'নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করার জন্য আমাদের এগিয়ে আসতেই হবে। এখানে বাঙালি বেশি। বাঙালিদের ভালোমন্দ বোঝার সময় এসেছে। তাই আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। বিজয়ীও হয়েছি। এতে আমি খুবই খুশি ও আনন্দিত।'
জানা গেছে, এই প্রাইমারি নির্বাচনের মাধ্যমে ডেমোক্র্যাট অধ্যুষিত নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিটি কাউন্সিলের বিভিন্ন পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিউইয়র্কে পার্টির মনোনয়ন পাওয়া মানেই ওই পদের জন্যও বিজয় নিশ্চিত হওয়া।
নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার স্থানীয় সময় সকালে শুরু হয়। এতে মেয়র পদে ডেমোক্র্যাট দলের ১৩ জন ও রিপাবলিকান দলের ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কম্পট্রোলার, সিটি কাউন্সিল ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নিসহ বিভিন্ন পদে নির্বাচন হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে ১২ জন বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯-এ চট্টগ্রামের মেয়ে শাহানা হানিফ নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটির নির্বাচনী প্রাইমারিতে ডিস্ট্রিক্ট থার্টি নাইন থেকে তিনি কাউন্সিলর পদের জন্য ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হন।
নির্বাচিত শাহানা হানিফ ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদের চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ হানিফের মেয়ে।
শাহানা হানিফ নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর। নিউইয়র্ক সিটির চূড়ান্ত ভোট গ্রহণ হবে চলতি বছরের ২ নভেম্বর। গতকাল মঙ্গলবারের প্রাথমিক নির্বাচনে বিজয়ী প্রার্থী নিজ নিজ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পান। আর এই টিকিট প্রাপ্তি চূড়ান্ত বিজয়ের দিকে যাওয়ার প্রথম পদক্ষেপ।
শাহানা হানিফ নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯-এ প্রথম কোন বাংলাদেশি নারী কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁর জয়ের সঙ্গে আজ বুধবার সকাল থেকে আনন্দ উচ্ছ্বাস নেমেছে চট্টগ্রামের ফটিকছড়ির গ্রামের বাড়িতে।
নাজিরহাটের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, শাহানা হানিফের বিজয়ের খবর এলাকার সবার জন্য আনন্দের ও গর্বের।
এদিকে, ডেমোক্র্যাট পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ার প্রতিক্রিয়া গণমাধ্যমে শাহানা হানিফ বলেন, 'নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করার জন্য আমাদের এগিয়ে আসতেই হবে। এখানে বাঙালি বেশি। বাঙালিদের ভালোমন্দ বোঝার সময় এসেছে। তাই আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। বিজয়ীও হয়েছি। এতে আমি খুবই খুশি ও আনন্দিত।'
জানা গেছে, এই প্রাইমারি নির্বাচনের মাধ্যমে ডেমোক্র্যাট অধ্যুষিত নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিটি কাউন্সিলের বিভিন্ন পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিউইয়র্কে পার্টির মনোনয়ন পাওয়া মানেই ওই পদের জন্যও বিজয় নিশ্চিত হওয়া।
নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার স্থানীয় সময় সকালে শুরু হয়। এতে মেয়র পদে ডেমোক্র্যাট দলের ১৩ জন ও রিপাবলিকান দলের ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কম্পট্রোলার, সিটি কাউন্সিল ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নিসহ বিভিন্ন পদে নির্বাচন হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে ১২ জন বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
৪ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
৯ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৩ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে