নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯-এ চট্টগ্রামের মেয়ে শাহানা হানিফ নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটির নির্বাচনী প্রাইমারিতে ডিস্ট্রিক্ট থার্টি নাইন থেকে তিনি কাউন্সিলর পদের জন্য ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হন।
নির্বাচিত শাহানা হানিফ ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদের চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ হানিফের মেয়ে।
শাহানা হানিফ নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর। নিউইয়র্ক সিটির চূড়ান্ত ভোট গ্রহণ হবে চলতি বছরের ২ নভেম্বর। গতকাল মঙ্গলবারের প্রাথমিক নির্বাচনে বিজয়ী প্রার্থী নিজ নিজ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পান। আর এই টিকিট প্রাপ্তি চূড়ান্ত বিজয়ের দিকে যাওয়ার প্রথম পদক্ষেপ।
শাহানা হানিফ নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯-এ প্রথম কোন বাংলাদেশি নারী কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁর জয়ের সঙ্গে আজ বুধবার সকাল থেকে আনন্দ উচ্ছ্বাস নেমেছে চট্টগ্রামের ফটিকছড়ির গ্রামের বাড়িতে।
নাজিরহাটের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, শাহানা হানিফের বিজয়ের খবর এলাকার সবার জন্য আনন্দের ও গর্বের।
এদিকে, ডেমোক্র্যাট পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ার প্রতিক্রিয়া গণমাধ্যমে শাহানা হানিফ বলেন, 'নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করার জন্য আমাদের এগিয়ে আসতেই হবে। এখানে বাঙালি বেশি। বাঙালিদের ভালোমন্দ বোঝার সময় এসেছে। তাই আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। বিজয়ীও হয়েছি। এতে আমি খুবই খুশি ও আনন্দিত।'
জানা গেছে, এই প্রাইমারি নির্বাচনের মাধ্যমে ডেমোক্র্যাট অধ্যুষিত নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিটি কাউন্সিলের বিভিন্ন পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিউইয়র্কে পার্টির মনোনয়ন পাওয়া মানেই ওই পদের জন্যও বিজয় নিশ্চিত হওয়া।
নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার স্থানীয় সময় সকালে শুরু হয়। এতে মেয়র পদে ডেমোক্র্যাট দলের ১৩ জন ও রিপাবলিকান দলের ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কম্পট্রোলার, সিটি কাউন্সিল ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নিসহ বিভিন্ন পদে নির্বাচন হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে ১২ জন বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯-এ চট্টগ্রামের মেয়ে শাহানা হানিফ নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটির নির্বাচনী প্রাইমারিতে ডিস্ট্রিক্ট থার্টি নাইন থেকে তিনি কাউন্সিলর পদের জন্য ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হন।
নির্বাচিত শাহানা হানিফ ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদের চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ হানিফের মেয়ে।
শাহানা হানিফ নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর। নিউইয়র্ক সিটির চূড়ান্ত ভোট গ্রহণ হবে চলতি বছরের ২ নভেম্বর। গতকাল মঙ্গলবারের প্রাথমিক নির্বাচনে বিজয়ী প্রার্থী নিজ নিজ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পান। আর এই টিকিট প্রাপ্তি চূড়ান্ত বিজয়ের দিকে যাওয়ার প্রথম পদক্ষেপ।
শাহানা হানিফ নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯-এ প্রথম কোন বাংলাদেশি নারী কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁর জয়ের সঙ্গে আজ বুধবার সকাল থেকে আনন্দ উচ্ছ্বাস নেমেছে চট্টগ্রামের ফটিকছড়ির গ্রামের বাড়িতে।
নাজিরহাটের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, শাহানা হানিফের বিজয়ের খবর এলাকার সবার জন্য আনন্দের ও গর্বের।
এদিকে, ডেমোক্র্যাট পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ার প্রতিক্রিয়া গণমাধ্যমে শাহানা হানিফ বলেন, 'নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করার জন্য আমাদের এগিয়ে আসতেই হবে। এখানে বাঙালি বেশি। বাঙালিদের ভালোমন্দ বোঝার সময় এসেছে। তাই আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। বিজয়ীও হয়েছি। এতে আমি খুবই খুশি ও আনন্দিত।'
জানা গেছে, এই প্রাইমারি নির্বাচনের মাধ্যমে ডেমোক্র্যাট অধ্যুষিত নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিটি কাউন্সিলের বিভিন্ন পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিউইয়র্কে পার্টির মনোনয়ন পাওয়া মানেই ওই পদের জন্যও বিজয় নিশ্চিত হওয়া।
নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার স্থানীয় সময় সকালে শুরু হয়। এতে মেয়র পদে ডেমোক্র্যাট দলের ১৩ জন ও রিপাবলিকান দলের ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কম্পট্রোলার, সিটি কাউন্সিল ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নিসহ বিভিন্ন পদে নির্বাচন হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে ১২ জন বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৩ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১৫ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১৭ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে