রাঙামাটি প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে ভিসা নীতি করা অপমানজনক। এটি কার স্বার্থে, কোন যুক্তিতে করা হয়েছে তা জানতে চান তিনি। এটি করে বাংলাদেশের মানুষকে অপমানিত করা হয়েছে।
আজ রোববার দুপুরে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে বিএনপি এই নির্বাচনে অংশ নিতে পারে। কিন্তু নির্বাচনী প্রস্তুতি না নিয়ে নিজেদের অবস্থান বুঝতে পেরে আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে দলটি। নির্বাচন বানচালের জন্য যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে রাজপথে এর জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ ও সহযোগী নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, বিএনপি বিদেশি প্রভুদের নিয়ে লাফালাফি করছে। কিছুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ওপর আমেরিকা সফরে নিষেধাজ্ঞা নিয়ে অনেক কথা বলেছে। বিএনপি মনে করেছিল এবার বুঝি আওয়ামী লীগ সরকারের পতন হবে। এ নিয়ে তারা সমাবেশ করেছে। এ সমাবেশ ঢাকার গরু বাজারে গিয়ে শেষ হয়েছে। এসব করে কাজ হবে না বলেন হানিফ।
হানিফ আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের শেকড় অনেক গভীরে। এ সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না। এ বিষয়টি বিএনপির মহাসচিব ফখরুল সাহেব বুঝতে পেরে বলছেন আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না। সুনামি লাগবে।’
আগামী নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগের প্রার্থী হবেন দীপংকর তালুকদার। তালুকদের বিকল্প এখনো কেউ নেই। তাই তৃণমূল নেতাদের এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নিশ্চিন্তে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান হানিফ।
সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক ওয়াসিকা আয়শা খান, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক শামসু দোহা চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদক মনোয়ারা জাহান প্রমুখ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে ভিসা নীতি করা অপমানজনক। এটি কার স্বার্থে, কোন যুক্তিতে করা হয়েছে তা জানতে চান তিনি। এটি করে বাংলাদেশের মানুষকে অপমানিত করা হয়েছে।
আজ রোববার দুপুরে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে বিএনপি এই নির্বাচনে অংশ নিতে পারে। কিন্তু নির্বাচনী প্রস্তুতি না নিয়ে নিজেদের অবস্থান বুঝতে পেরে আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে দলটি। নির্বাচন বানচালের জন্য যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে রাজপথে এর জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ ও সহযোগী নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, বিএনপি বিদেশি প্রভুদের নিয়ে লাফালাফি করছে। কিছুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ওপর আমেরিকা সফরে নিষেধাজ্ঞা নিয়ে অনেক কথা বলেছে। বিএনপি মনে করেছিল এবার বুঝি আওয়ামী লীগ সরকারের পতন হবে। এ নিয়ে তারা সমাবেশ করেছে। এ সমাবেশ ঢাকার গরু বাজারে গিয়ে শেষ হয়েছে। এসব করে কাজ হবে না বলেন হানিফ।
হানিফ আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের শেকড় অনেক গভীরে। এ সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না। এ বিষয়টি বিএনপির মহাসচিব ফখরুল সাহেব বুঝতে পেরে বলছেন আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না। সুনামি লাগবে।’
আগামী নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগের প্রার্থী হবেন দীপংকর তালুকদার। তালুকদের বিকল্প এখনো কেউ নেই। তাই তৃণমূল নেতাদের এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নিশ্চিন্তে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান হানিফ।
সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক ওয়াসিকা আয়শা খান, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক শামসু দোহা চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদক মনোয়ারা জাহান প্রমুখ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
১ ঘণ্টা আগে