নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রার্থীরা দিনরাত এককরে সদস্যদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। নিজের জন্য ভোট চেয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থী ও সমর্থদের মধ্যে নেই কোনো ক্ষোভ-হিংসা। নেই কোনো মারামারিও। এ যেন জাতীয় নির্বাচনী প্রচারণা। এর মধ্যে দুই সভাপতি প্রার্থী জনপ্রিয় হওয়ায় কাকে বেছে নেবেন, সেই দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন স্বয়ং প্রার্থীরাই।
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন ঘিরেই এমন পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচন আগামী ১২ জানুয়ারি সিআরবিতে অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা এএম সালাহউদ্দীন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন ও সোসাইটির সদস্য মোজাম্মেল হক। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কা করা হচ্ছে এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিনের মধ্যে।
রেলওয়ে হাউজিং সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার মিন্টু বড়ুয়া জানান, সোসাইটিতে মোট ৭৪০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৮ জন ভোটারের সদস্যপদ স্থগিত রাখা হয়েছে। ১২ জানুয়ারি নির্বাচনের আগে আদালত থেকে স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে আসলে তারা ভোট দিতে পারবেন। নির্বাচনে সভাপতি ছাড়াও সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং পরিচালক পদে ২১ জন অংশগ্রহণ করছেন।
সবচেয়ে বেশি প্রচারণায় অংশ নিচ্ছেন এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিন। তাঁরা সমর্থকসহ বিভিন্ন জায়গায় গিয়ে ভোট চাচ্ছেন। দুই প্রার্থীই সদস্যদের বাসস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন বলে সদস্যদের দুয়ারে যাচ্ছি তাই নয়। চেষ্টা করি অন্যসময়ে দুসময়ে তাঁদের পাশে দাঁড়াতে। হাউজিংয়ের জন্য ভূমি ব্যবস্থাপনার জটিলতা কেটে গেছে। নির্বাচিত হলে সদস্যদের বাসস্থান নিশ্চিত করব। বাংলাদেশ রেল
ওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন তিন বছর পরপর অনুষ্ঠিত হয়।

প্রার্থীরা দিনরাত এককরে সদস্যদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। নিজের জন্য ভোট চেয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থী ও সমর্থদের মধ্যে নেই কোনো ক্ষোভ-হিংসা। নেই কোনো মারামারিও। এ যেন জাতীয় নির্বাচনী প্রচারণা। এর মধ্যে দুই সভাপতি প্রার্থী জনপ্রিয় হওয়ায় কাকে বেছে নেবেন, সেই দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন স্বয়ং প্রার্থীরাই।
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন ঘিরেই এমন পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচন আগামী ১২ জানুয়ারি সিআরবিতে অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা এএম সালাহউদ্দীন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন ও সোসাইটির সদস্য মোজাম্মেল হক। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কা করা হচ্ছে এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিনের মধ্যে।
রেলওয়ে হাউজিং সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার মিন্টু বড়ুয়া জানান, সোসাইটিতে মোট ৭৪০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৮ জন ভোটারের সদস্যপদ স্থগিত রাখা হয়েছে। ১২ জানুয়ারি নির্বাচনের আগে আদালত থেকে স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে আসলে তারা ভোট দিতে পারবেন। নির্বাচনে সভাপতি ছাড়াও সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং পরিচালক পদে ২১ জন অংশগ্রহণ করছেন।
সবচেয়ে বেশি প্রচারণায় অংশ নিচ্ছেন এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিন। তাঁরা সমর্থকসহ বিভিন্ন জায়গায় গিয়ে ভোট চাচ্ছেন। দুই প্রার্থীই সদস্যদের বাসস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন বলে সদস্যদের দুয়ারে যাচ্ছি তাই নয়। চেষ্টা করি অন্যসময়ে দুসময়ে তাঁদের পাশে দাঁড়াতে। হাউজিংয়ের জন্য ভূমি ব্যবস্থাপনার জটিলতা কেটে গেছে। নির্বাচিত হলে সদস্যদের বাসস্থান নিশ্চিত করব। বাংলাদেশ রেল
ওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন তিন বছর পরপর অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
১২ মিনিট আগে
কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
১৭ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
২১ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে