নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রার্থীরা দিনরাত এককরে সদস্যদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। নিজের জন্য ভোট চেয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থী ও সমর্থদের মধ্যে নেই কোনো ক্ষোভ-হিংসা। নেই কোনো মারামারিও। এ যেন জাতীয় নির্বাচনী প্রচারণা। এর মধ্যে দুই সভাপতি প্রার্থী জনপ্রিয় হওয়ায় কাকে বেছে নেবেন, সেই দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন স্বয়ং প্রার্থীরাই।
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন ঘিরেই এমন পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচন আগামী ১২ জানুয়ারি সিআরবিতে অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা এএম সালাহউদ্দীন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন ও সোসাইটির সদস্য মোজাম্মেল হক। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কা করা হচ্ছে এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিনের মধ্যে।
রেলওয়ে হাউজিং সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার মিন্টু বড়ুয়া জানান, সোসাইটিতে মোট ৭৪০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৮ জন ভোটারের সদস্যপদ স্থগিত রাখা হয়েছে। ১২ জানুয়ারি নির্বাচনের আগে আদালত থেকে স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে আসলে তারা ভোট দিতে পারবেন। নির্বাচনে সভাপতি ছাড়াও সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং পরিচালক পদে ২১ জন অংশগ্রহণ করছেন।
সবচেয়ে বেশি প্রচারণায় অংশ নিচ্ছেন এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিন। তাঁরা সমর্থকসহ বিভিন্ন জায়গায় গিয়ে ভোট চাচ্ছেন। দুই প্রার্থীই সদস্যদের বাসস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন বলে সদস্যদের দুয়ারে যাচ্ছি তাই নয়। চেষ্টা করি অন্যসময়ে দুসময়ে তাঁদের পাশে দাঁড়াতে। হাউজিংয়ের জন্য ভূমি ব্যবস্থাপনার জটিলতা কেটে গেছে। নির্বাচিত হলে সদস্যদের বাসস্থান নিশ্চিত করব। বাংলাদেশ রেল
ওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন তিন বছর পরপর অনুষ্ঠিত হয়।

প্রার্থীরা দিনরাত এককরে সদস্যদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। নিজের জন্য ভোট চেয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থী ও সমর্থদের মধ্যে নেই কোনো ক্ষোভ-হিংসা। নেই কোনো মারামারিও। এ যেন জাতীয় নির্বাচনী প্রচারণা। এর মধ্যে দুই সভাপতি প্রার্থী জনপ্রিয় হওয়ায় কাকে বেছে নেবেন, সেই দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন স্বয়ং প্রার্থীরাই।
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন ঘিরেই এমন পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচন আগামী ১২ জানুয়ারি সিআরবিতে অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা এএম সালাহউদ্দীন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন ও সোসাইটির সদস্য মোজাম্মেল হক। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কা করা হচ্ছে এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিনের মধ্যে।
রেলওয়ে হাউজিং সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার মিন্টু বড়ুয়া জানান, সোসাইটিতে মোট ৭৪০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৮ জন ভোটারের সদস্যপদ স্থগিত রাখা হয়েছে। ১২ জানুয়ারি নির্বাচনের আগে আদালত থেকে স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে আসলে তারা ভোট দিতে পারবেন। নির্বাচনে সভাপতি ছাড়াও সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং পরিচালক পদে ২১ জন অংশগ্রহণ করছেন।
সবচেয়ে বেশি প্রচারণায় অংশ নিচ্ছেন এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিন। তাঁরা সমর্থকসহ বিভিন্ন জায়গায় গিয়ে ভোট চাচ্ছেন। দুই প্রার্থীই সদস্যদের বাসস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন বলে সদস্যদের দুয়ারে যাচ্ছি তাই নয়। চেষ্টা করি অন্যসময়ে দুসময়ে তাঁদের পাশে দাঁড়াতে। হাউজিংয়ের জন্য ভূমি ব্যবস্থাপনার জটিলতা কেটে গেছে। নির্বাচিত হলে সদস্যদের বাসস্থান নিশ্চিত করব। বাংলাদেশ রেল
ওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন তিন বছর পরপর অনুষ্ঠিত হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে