নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রার্থীরা দিনরাত এককরে সদস্যদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। নিজের জন্য ভোট চেয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থী ও সমর্থদের মধ্যে নেই কোনো ক্ষোভ-হিংসা। নেই কোনো মারামারিও। এ যেন জাতীয় নির্বাচনী প্রচারণা। এর মধ্যে দুই সভাপতি প্রার্থী জনপ্রিয় হওয়ায় কাকে বেছে নেবেন, সেই দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন স্বয়ং প্রার্থীরাই।
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন ঘিরেই এমন পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচন আগামী ১২ জানুয়ারি সিআরবিতে অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা এএম সালাহউদ্দীন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন ও সোসাইটির সদস্য মোজাম্মেল হক। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কা করা হচ্ছে এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিনের মধ্যে।
রেলওয়ে হাউজিং সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার মিন্টু বড়ুয়া জানান, সোসাইটিতে মোট ৭৪০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৮ জন ভোটারের সদস্যপদ স্থগিত রাখা হয়েছে। ১২ জানুয়ারি নির্বাচনের আগে আদালত থেকে স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে আসলে তারা ভোট দিতে পারবেন। নির্বাচনে সভাপতি ছাড়াও সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং পরিচালক পদে ২১ জন অংশগ্রহণ করছেন।
সবচেয়ে বেশি প্রচারণায় অংশ নিচ্ছেন এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিন। তাঁরা সমর্থকসহ বিভিন্ন জায়গায় গিয়ে ভোট চাচ্ছেন। দুই প্রার্থীই সদস্যদের বাসস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন বলে সদস্যদের দুয়ারে যাচ্ছি তাই নয়। চেষ্টা করি অন্যসময়ে দুসময়ে তাঁদের পাশে দাঁড়াতে। হাউজিংয়ের জন্য ভূমি ব্যবস্থাপনার জটিলতা কেটে গেছে। নির্বাচিত হলে সদস্যদের বাসস্থান নিশ্চিত করব। বাংলাদেশ রেল
ওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন তিন বছর পরপর অনুষ্ঠিত হয়।

প্রার্থীরা দিনরাত এককরে সদস্যদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। নিজের জন্য ভোট চেয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থী ও সমর্থদের মধ্যে নেই কোনো ক্ষোভ-হিংসা। নেই কোনো মারামারিও। এ যেন জাতীয় নির্বাচনী প্রচারণা। এর মধ্যে দুই সভাপতি প্রার্থী জনপ্রিয় হওয়ায় কাকে বেছে নেবেন, সেই দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন স্বয়ং প্রার্থীরাই।
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন ঘিরেই এমন পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচন আগামী ১২ জানুয়ারি সিআরবিতে অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা এএম সালাহউদ্দীন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন ও সোসাইটির সদস্য মোজাম্মেল হক। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কা করা হচ্ছে এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিনের মধ্যে।
রেলওয়ে হাউজিং সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার মিন্টু বড়ুয়া জানান, সোসাইটিতে মোট ৭৪০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৮ জন ভোটারের সদস্যপদ স্থগিত রাখা হয়েছে। ১২ জানুয়ারি নির্বাচনের আগে আদালত থেকে স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে আসলে তারা ভোট দিতে পারবেন। নির্বাচনে সভাপতি ছাড়াও সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং পরিচালক পদে ২১ জন অংশগ্রহণ করছেন।
সবচেয়ে বেশি প্রচারণায় অংশ নিচ্ছেন এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিন। তাঁরা সমর্থকসহ বিভিন্ন জায়গায় গিয়ে ভোট চাচ্ছেন। দুই প্রার্থীই সদস্যদের বাসস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন বলে সদস্যদের দুয়ারে যাচ্ছি তাই নয়। চেষ্টা করি অন্যসময়ে দুসময়ে তাঁদের পাশে দাঁড়াতে। হাউজিংয়ের জন্য ভূমি ব্যবস্থাপনার জটিলতা কেটে গেছে। নির্বাচিত হলে সদস্যদের বাসস্থান নিশ্চিত করব। বাংলাদেশ রেল
ওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন তিন বছর পরপর অনুষ্ঠিত হয়।

পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
৩৮ মিনিট আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
৪১ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
২ ঘণ্টা আগে