নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের বাংলোয় প্রণব বড়ুয়া নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন তা জানান যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ডিসি হিলে বাংলোর পাশে পুলিশ ব্যারাকের টয়লেট থেকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। কথা বলার পরিস্থিতি নেই। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।’
এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারকে (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গুলিবিদ্ধ কনস্টেবলকে ব্যারাকের টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে। পাশে থেকে তাঁর ব্যবহৃত বন্দুকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে তারা ব্যবস্থা নেবেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারকে (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আহত পুলিশ কনস্টেবলের সঙ্গে কথা বলতে পারছি না। আগামীকাল বুধবার তদন্ত শুরু হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের বাংলোয় প্রণব বড়ুয়া নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন তা জানান যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ডিসি হিলে বাংলোর পাশে পুলিশ ব্যারাকের টয়লেট থেকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। কথা বলার পরিস্থিতি নেই। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।’
এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারকে (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গুলিবিদ্ধ কনস্টেবলকে ব্যারাকের টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে। পাশে থেকে তাঁর ব্যবহৃত বন্দুকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে তারা ব্যবস্থা নেবেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারকে (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আহত পুলিশ কনস্টেবলের সঙ্গে কথা বলতে পারছি না। আগামীকাল বুধবার তদন্ত শুরু হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২০ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
২৩ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
৩৬ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৩৯ মিনিট আগে