নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের (চমেক) চারতলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) পাশে এক কক্ষে বাবার সঙ্গে বসে ছিল মেয়ে রাফা ওয়ালিয়াহ। চোখে-মুখে চিন্তার ভাজ তার। একটু পরপর দরজার ফাঁক দিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মা সামিনা আক্তারকে দেখছিল সে। আর বাবার কাছে জানতে চায়, মায়ের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে।
ডা. সামিনা আক্তার মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার কাজির দেউড়ির রেডিসন ব্লুর সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। তখন তিনি রিকশায় ছিলেন। আহত হওয়ার কিছু সময়ের আগে মেয়ের সঙ্গে কথা বলেন মা সামিনা। কিন্তু ঠিক কিছুক্ষণ পর চমেকের আইসিইউতে যে মাকে যেতে হবে, তা কি কোনোভাবে ভেবেছিল মেয়ে রাফা ওয়ালিয়াহ।
সামিনা আক্তার ইউএসটিসি মেডিকেল কলেজের সাবেক ছাত্রী। বর্তমানে সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত ছিলেন। বাড়ি ফেনী হলেও মেহেদীবাগে পরিবার নিয়ে থাকতেন তিনি। তাঁর স্বামী মীর ওয়াজেদ আলীও একজন ডাক্তার। তাঁদের এক মেয়ে ও এক ছেলে। মেয়ে রাফা ওয়ালিয়াহ নবম শ্রেণিতে ও ছেলে মীর ওয়ালিফ সপ্তম শ্রেণিতে পড়ে।
চারতলার ২২ নম্বর ওয়ার্ডের আইসিইউতে দেখা যায়, অনেকটা নির্বাক হয়ে বসে আছেন স্বামী মীর ওয়াজেদ আলী ও মেয়ে রাফা। দুজনই একটু পরপর সামিনা আক্তারের খোঁজ নিচ্ছিলেন। সামিনার সহপাঠী ও শিক্ষার্থীরাও একটু পরপর এসে খোঁজ-খবর নেন।
সামিনার এক সহপাঠী জানান, তাঁকে প্রথম যখন ভর্তি করা হয়, তখন বিপিও কাউন্ট করা যায়নি। দুপুরের দিকে বিপি কাউন্ট করা যাচ্ছে। তবে অবস্থা খারাপ। বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, সামিনা আক্তারের স্বাস্থ্যের অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটরে রাখা হয়েছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, সিএনজি অটোরিকশা ও চালকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের (চমেক) চারতলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) পাশে এক কক্ষে বাবার সঙ্গে বসে ছিল মেয়ে রাফা ওয়ালিয়াহ। চোখে-মুখে চিন্তার ভাজ তার। একটু পরপর দরজার ফাঁক দিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মা সামিনা আক্তারকে দেখছিল সে। আর বাবার কাছে জানতে চায়, মায়ের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে।
ডা. সামিনা আক্তার মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার কাজির দেউড়ির রেডিসন ব্লুর সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। তখন তিনি রিকশায় ছিলেন। আহত হওয়ার কিছু সময়ের আগে মেয়ের সঙ্গে কথা বলেন মা সামিনা। কিন্তু ঠিক কিছুক্ষণ পর চমেকের আইসিইউতে যে মাকে যেতে হবে, তা কি কোনোভাবে ভেবেছিল মেয়ে রাফা ওয়ালিয়াহ।
সামিনা আক্তার ইউএসটিসি মেডিকেল কলেজের সাবেক ছাত্রী। বর্তমানে সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত ছিলেন। বাড়ি ফেনী হলেও মেহেদীবাগে পরিবার নিয়ে থাকতেন তিনি। তাঁর স্বামী মীর ওয়াজেদ আলীও একজন ডাক্তার। তাঁদের এক মেয়ে ও এক ছেলে। মেয়ে রাফা ওয়ালিয়াহ নবম শ্রেণিতে ও ছেলে মীর ওয়ালিফ সপ্তম শ্রেণিতে পড়ে।
চারতলার ২২ নম্বর ওয়ার্ডের আইসিইউতে দেখা যায়, অনেকটা নির্বাক হয়ে বসে আছেন স্বামী মীর ওয়াজেদ আলী ও মেয়ে রাফা। দুজনই একটু পরপর সামিনা আক্তারের খোঁজ নিচ্ছিলেন। সামিনার সহপাঠী ও শিক্ষার্থীরাও একটু পরপর এসে খোঁজ-খবর নেন।
সামিনার এক সহপাঠী জানান, তাঁকে প্রথম যখন ভর্তি করা হয়, তখন বিপিও কাউন্ট করা যায়নি। দুপুরের দিকে বিপি কাউন্ট করা যাচ্ছে। তবে অবস্থা খারাপ। বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, সামিনা আক্তারের স্বাস্থ্যের অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটরে রাখা হয়েছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, সিএনজি অটোরিকশা ও চালকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৭ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৩ মিনিট আগে