কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামের ধানওড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র তোফাজ্জল হোসেন রনির (১৬) নিখোঁজ হয়েছেন গত ৫ আগস্ট। নিখোঁজের ২৫ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি তার। এ ঘটনায় গত ২৩ আগস্ট লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ মাদ্রাসাছাত্র রনি লাকসাম পূর্ব ইউনিয়নের ফুলগাঁও গ্রামের আহছান উল্লাহর ছেলে।
নিখোঁজ রনির মা হনুফা বেগম জানান, ‘রনি ধানওড়া হাফেজিয়া মাদ্রাসা থেকে ৫ পারা কোরআন হেফজ্ করেছে। ছুটিতে বাড়ি আসার পর গত ৪ আগস্ট সকালে সে মাদ্রাসায় যায়। ৯ আগস্ট আমাদের বাড়ির দুটি ছেলে মাদ্রাসার পাশ দিয়ে তাদের আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রনির খোঁজ করে। এ সময় অন্যান্য ছাত্ররা রনি মাদ্রাসায় নেই বলে জানায়। এ সংবাদ পেয়ে পরিবারের লোকজনসহ মাদ্রাসায় গেলে শিক্ষকেরা জানান, ৫ আগস্ট সকাল ৮টার দিকে সে ছুটি নিয়ে বাড়িতে গেছে। এ পর্যন্ত আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েছি। কিন্তু তার কোনো সন্ধান পাইনি।’
এ বিষয়ে ধানওড়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসেন বলেন, তোফাজ্জল হোসেন রনির জ্বর হওয়ায় ১ আগস্ট ছুটি নিয়ে বাড়িতে যায়। ৪ আগস্ট মাদ্রাসায় ফিরে এসে অসুস্থতার কারণ দেখিয়ে পরদিন ৫ আগস্ট শুক্রবার সকালে ছুটি নিয়ে সে আবার বাড়ি যায়। ৩-৪ দিন পরও ফিরে না আসায় অভিভাবকের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। ৫ দিন পর অভিভাবকেরা মাদ্রাসায় এসে তার কাপড়চোপড় নিয়ে যান।
এ ব্যাপারে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ‘নিখোঁজের বিষয়ে ২৩ আগস্ট একটি সাধারণ ডায়েরি করা হয়। সে আলোকে আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। ছেলেটিকে উদ্ধারের চেষ্টা করছি।’

কুমিল্লার লাকসামের ধানওড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র তোফাজ্জল হোসেন রনির (১৬) নিখোঁজ হয়েছেন গত ৫ আগস্ট। নিখোঁজের ২৫ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি তার। এ ঘটনায় গত ২৩ আগস্ট লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ মাদ্রাসাছাত্র রনি লাকসাম পূর্ব ইউনিয়নের ফুলগাঁও গ্রামের আহছান উল্লাহর ছেলে।
নিখোঁজ রনির মা হনুফা বেগম জানান, ‘রনি ধানওড়া হাফেজিয়া মাদ্রাসা থেকে ৫ পারা কোরআন হেফজ্ করেছে। ছুটিতে বাড়ি আসার পর গত ৪ আগস্ট সকালে সে মাদ্রাসায় যায়। ৯ আগস্ট আমাদের বাড়ির দুটি ছেলে মাদ্রাসার পাশ দিয়ে তাদের আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রনির খোঁজ করে। এ সময় অন্যান্য ছাত্ররা রনি মাদ্রাসায় নেই বলে জানায়। এ সংবাদ পেয়ে পরিবারের লোকজনসহ মাদ্রাসায় গেলে শিক্ষকেরা জানান, ৫ আগস্ট সকাল ৮টার দিকে সে ছুটি নিয়ে বাড়িতে গেছে। এ পর্যন্ত আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েছি। কিন্তু তার কোনো সন্ধান পাইনি।’
এ বিষয়ে ধানওড়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসেন বলেন, তোফাজ্জল হোসেন রনির জ্বর হওয়ায় ১ আগস্ট ছুটি নিয়ে বাড়িতে যায়। ৪ আগস্ট মাদ্রাসায় ফিরে এসে অসুস্থতার কারণ দেখিয়ে পরদিন ৫ আগস্ট শুক্রবার সকালে ছুটি নিয়ে সে আবার বাড়ি যায়। ৩-৪ দিন পরও ফিরে না আসায় অভিভাবকের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। ৫ দিন পর অভিভাবকেরা মাদ্রাসায় এসে তার কাপড়চোপড় নিয়ে যান।
এ ব্যাপারে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ‘নিখোঁজের বিষয়ে ২৩ আগস্ট একটি সাধারণ ডায়েরি করা হয়। সে আলোকে আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। ছেলেটিকে উদ্ধারের চেষ্টা করছি।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১৯ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩৪ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে