আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপি আইন মানে না, সংসদ মানে না। তারা ক্ষমতায় গেলে দেশ বিরানভূমি হয়ে যাবে। তাদের কোনো কথায় আপনারা কান দেবেন না। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।’
আজ শনিবার দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন আইনমন্ত্রী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বিএনপিকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, ‘খুনি জিয়াউর রহমান যাঁদের পুনর্বাসন করতে চেয়েছিলেন সেই পরাজিত শক্তি চেয়েছিল বাংলাদেশকে একটা ভিক্ষুক রাষ্ট্রে পরিণত করতে। এ পরাজিত শক্তি চেয়েছিল বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত করতে।’
মন্ত্রী আরও বলেন, ‘তারা যেহেতু জানে তাদের বাংলাদেশের জনগণ কোনো দিন ভোট দিয়ে ক্ষমতায় আনবে না, সে জন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে। তারা বিদেশে চিঠি লিখে তাদের মুরব্বিদের কাছে যে, এই সরকার (আওয়ামী লীগ সরকার) আপনাদের স্বার্থ রক্ষা করবে না। সে জন্য এই সরকারকে উৎখাত করতে হবে।’
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মা. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মা. আবুল কাসেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া জীবন, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও আখাউড়া পৌরসভার মেয়র মা. তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, আখাউড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক মা. মনির হাসেন বাবুল, সেলিম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপি আইন মানে না, সংসদ মানে না। তারা ক্ষমতায় গেলে দেশ বিরানভূমি হয়ে যাবে। তাদের কোনো কথায় আপনারা কান দেবেন না। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।’
আজ শনিবার দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন আইনমন্ত্রী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বিএনপিকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, ‘খুনি জিয়াউর রহমান যাঁদের পুনর্বাসন করতে চেয়েছিলেন সেই পরাজিত শক্তি চেয়েছিল বাংলাদেশকে একটা ভিক্ষুক রাষ্ট্রে পরিণত করতে। এ পরাজিত শক্তি চেয়েছিল বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত করতে।’
মন্ত্রী আরও বলেন, ‘তারা যেহেতু জানে তাদের বাংলাদেশের জনগণ কোনো দিন ভোট দিয়ে ক্ষমতায় আনবে না, সে জন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে। তারা বিদেশে চিঠি লিখে তাদের মুরব্বিদের কাছে যে, এই সরকার (আওয়ামী লীগ সরকার) আপনাদের স্বার্থ রক্ষা করবে না। সে জন্য এই সরকারকে উৎখাত করতে হবে।’
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মা. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মা. আবুল কাসেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া জীবন, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও আখাউড়া পৌরসভার মেয়র মা. তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, আখাউড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক মা. মনির হাসেন বাবুল, সেলিম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
৩৫ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
৪০ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে