প্রতিনিধি, মানিকছড়ি (খাগড়াছড়ি)

বৈশ্বিক মহামারি করোনায় শিক্ষার্থীদের জীবন থেকে হারিয়ে গেছে ৫৪৩ দিন। দীর্ঘ সময় পর আগামী ১২ সেপ্টেম্বর স্কুল খোলার খবরে স্কুলে স্কুলে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। অ্যাসাইনমেন্ট নিতে ও দিতে এসে শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রম চালুর প্রস্তুতি দেখে আনন্দে মাতোয়ারা হয়ে পড়েছেন।
আজ রোববার সকালে মানিকছড়ি উপজেলার বেসরকারি পর্যায়ের সবচেয়ে বড় বিদ্যাপীঠ তিনটহরী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৬ষ্ঠ-দশম শ্রেণির ১২তম অ্যাসাইনমেন্ট জমা দিতে এবং ১৩তম অ্যাসাইনমেন্ট সংগ্রহ, এসএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ অ্যাসাইনমেন্ট জমা ও ৭ম অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে আসা শিক্ষার্থীদের স্কুল খোলার আনন্দ উপভোগ করতে দেখা যায়।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফারাবী নুরে নাজাত বলেন, ‘স্কুল খোলার খবরে খুব আনন্দ লাগছে, মন দিয়ে ক্লাস করতে পারব। অনেক দিন পর নিজেকে পড়ালেখায় আঁকড়ে ধরে নিজের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী হব।’
নবম শ্রেণির শিক্ষার্থী দ্বীপ বিশ্বাস বলেন, ‘স্কুল খোলার সংবাদে আমি নিজেকে উৎফুল্ল মনে করছি। আহা কি আনন্দ!’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিউল ইসলাম বলেন, ‘করোনা শিক্ষার্থীদের জীবন থেকে ৫৪৩ দিন কেড়ে নিল। আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আমরা স্কুলের আঙিনা, শ্রেণি কক্ষ, আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করেছি। সরকারি সিদ্ধান্ত মেনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে নির্ধারিত তারিখে পাঠদানের বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
এ ছাড়া মানিকছড়ির বড়ডলু উচ্চ বিদ্যালয়েও গিয়ে দেখা যায়, শিক্ষক-কর্মচারীরা স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। সকলে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে স্কুলের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন।

বৈশ্বিক মহামারি করোনায় শিক্ষার্থীদের জীবন থেকে হারিয়ে গেছে ৫৪৩ দিন। দীর্ঘ সময় পর আগামী ১২ সেপ্টেম্বর স্কুল খোলার খবরে স্কুলে স্কুলে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। অ্যাসাইনমেন্ট নিতে ও দিতে এসে শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রম চালুর প্রস্তুতি দেখে আনন্দে মাতোয়ারা হয়ে পড়েছেন।
আজ রোববার সকালে মানিকছড়ি উপজেলার বেসরকারি পর্যায়ের সবচেয়ে বড় বিদ্যাপীঠ তিনটহরী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৬ষ্ঠ-দশম শ্রেণির ১২তম অ্যাসাইনমেন্ট জমা দিতে এবং ১৩তম অ্যাসাইনমেন্ট সংগ্রহ, এসএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ অ্যাসাইনমেন্ট জমা ও ৭ম অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে আসা শিক্ষার্থীদের স্কুল খোলার আনন্দ উপভোগ করতে দেখা যায়।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফারাবী নুরে নাজাত বলেন, ‘স্কুল খোলার খবরে খুব আনন্দ লাগছে, মন দিয়ে ক্লাস করতে পারব। অনেক দিন পর নিজেকে পড়ালেখায় আঁকড়ে ধরে নিজের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী হব।’
নবম শ্রেণির শিক্ষার্থী দ্বীপ বিশ্বাস বলেন, ‘স্কুল খোলার সংবাদে আমি নিজেকে উৎফুল্ল মনে করছি। আহা কি আনন্দ!’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিউল ইসলাম বলেন, ‘করোনা শিক্ষার্থীদের জীবন থেকে ৫৪৩ দিন কেড়ে নিল। আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আমরা স্কুলের আঙিনা, শ্রেণি কক্ষ, আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করেছি। সরকারি সিদ্ধান্ত মেনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে নির্ধারিত তারিখে পাঠদানের বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
এ ছাড়া মানিকছড়ির বড়ডলু উচ্চ বিদ্যালয়েও গিয়ে দেখা যায়, শিক্ষক-কর্মচারীরা স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। সকলে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে স্কুলের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
৭ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১০ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বিচক্ষণ। তারাই ইতিহাস গড়েছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পুরো জাতি এক কাতারে দাঁড়াবে—জুলাই সনদের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।’
৪১ মিনিট আগে