Ajker Patrika

টেকনাফে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও অর্থ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেকনাফে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও অর্থ উদ্ধার
উদ্ধার করা অস্ত্র ও অর্থ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের যৌথ অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ড। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও অর্থ উদ্ধার করা হয়।

গতকাল বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় হারুন নামের এক ব্যক্তির বাড়িতে এই অভিযান চালানো হয়। হারুন এলাকায় চিহ্নিত ডাকাত বলে জানিয়েছে নৌবাহিনী।

অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ছয়টি তাজা গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৩০ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার, একাধিক চেকবই ও ২০টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে, পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদক, সন্ত্রাস এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গতকাল দিবাগত রাতে আলিখালি এলাকায় যৌথ এই অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও কোস্ট গার্ড।

নৌবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত