নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে বানর তাড়াতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার বেলা ১টার দিকে সদর ইউনিয়নের সীমান্তবর্তী ৪৪ নম্বর পিলার এলাকার শূন্যরেখায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আবদুস সালাম (৪৭)। তিনি উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠ গ্রামের ছিদ্দিক মিস্ত্রির ছেলে। এ নিয়ে গত দুই মাসে এ সীমান্তে ছয়জন বাংলাদেশি পা হারিয়েছেন।
আবদুস সালাম সীমান্ত এলাকায় কলার চাষ করেছেন। প্রতিনিয়ত মিয়ানমার থেকে শূন্যরেখা পার হয়ে বন্য বানর তাঁর বাগানের কলা, শসাসহ বেশ কয়েক ধরনের ফল খেতে আসে।
আবদুস সালামের স্বজনেরা জানান, কলাবাগানে বানরের উপদ্রব ঠেকাতে শনিবার সেহরি খেয়েই বাগানে যান সালাম। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি দেখেন যে মিয়ানমার থেকে একদল বানর শূন্যরেখা পার হয়ে এসে তাঁর বাগানের কলা খেতে শুরু করেছে। তখন তিনি বানর তাড়িয়ে রূপরেখায় নিয়ে গেলে হঠাৎ বিকট শব্দে একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। এতে তার ডান পায়ের গোড়ালি উড়ে যায়। শব্দ শুনে লোকজন এসে তাঁকে প্রথমে নাইক্ষ্যংছড়ি এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুল হক বলেন, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজখবর নিচ্ছেন।
নাইক্ষ্যংছড়ির ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শোনার পর বিষয়টি খতিয়ে দেখছেন।
উল্লেখ্য, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরকান প্রদেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি স্থলমাইন পুঁতে রেখেছে। তারা জান্তা বাহিনীর পিছু হটিয়ে সীমান্ত পোস্টগুলো নিয়ন্ত্রণে নিলেও অপর বিদ্রোহী গোষ্ঠী আরসা ও আরএসওর আতঙ্কে মাইন পুঁতে রাখে বলে সীমান্ত সূত্রে জানা যায়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে বানর তাড়াতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার বেলা ১টার দিকে সদর ইউনিয়নের সীমান্তবর্তী ৪৪ নম্বর পিলার এলাকার শূন্যরেখায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আবদুস সালাম (৪৭)। তিনি উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠ গ্রামের ছিদ্দিক মিস্ত্রির ছেলে। এ নিয়ে গত দুই মাসে এ সীমান্তে ছয়জন বাংলাদেশি পা হারিয়েছেন।
আবদুস সালাম সীমান্ত এলাকায় কলার চাষ করেছেন। প্রতিনিয়ত মিয়ানমার থেকে শূন্যরেখা পার হয়ে বন্য বানর তাঁর বাগানের কলা, শসাসহ বেশ কয়েক ধরনের ফল খেতে আসে।
আবদুস সালামের স্বজনেরা জানান, কলাবাগানে বানরের উপদ্রব ঠেকাতে শনিবার সেহরি খেয়েই বাগানে যান সালাম। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি দেখেন যে মিয়ানমার থেকে একদল বানর শূন্যরেখা পার হয়ে এসে তাঁর বাগানের কলা খেতে শুরু করেছে। তখন তিনি বানর তাড়িয়ে রূপরেখায় নিয়ে গেলে হঠাৎ বিকট শব্দে একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। এতে তার ডান পায়ের গোড়ালি উড়ে যায়। শব্দ শুনে লোকজন এসে তাঁকে প্রথমে নাইক্ষ্যংছড়ি এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুল হক বলেন, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজখবর নিচ্ছেন।
নাইক্ষ্যংছড়ির ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শোনার পর বিষয়টি খতিয়ে দেখছেন।
উল্লেখ্য, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরকান প্রদেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি স্থলমাইন পুঁতে রেখেছে। তারা জান্তা বাহিনীর পিছু হটিয়ে সীমান্ত পোস্টগুলো নিয়ন্ত্রণে নিলেও অপর বিদ্রোহী গোষ্ঠী আরসা ও আরএসওর আতঙ্কে মাইন পুঁতে রাখে বলে সীমান্ত সূত্রে জানা যায়।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৫ ঘণ্টা আগে