কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পূর্ব বিরোধ ও কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে তিনজন আহত হন। গতকাল রোববার রাতে নগরীর কান্দিরপাড় টাওয়ার হসপিটালের সামনে এ সংঘর্ষ হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। তিনজন আহত হয়েছেন। কবির হোসেন নামে এক যুবদল নেতা বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজের সঙ্গে বিরোধের জেরে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে শুনেছি। সবাই আমাদের লোক। আমরা জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বসে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’
কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বিএনপির একটি সূত্র জানায়, গত রমজানে একটি ইফতার মাহফিলে তুচ্ছ ঘটনায় ছাত্রদল নেতা ফখরুল ইসলামকে মারধর করেন জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু। এ ঘটনায় ফরিদ উদ্দিন শিবলুর ওপর হামলা করে তাঁকে মারধর করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ। এ ঘটনায় রিয়াজকে পদ থেকে অব্যহতি দেন কেন্দ্রীয় কমিটি। পরে গত ২ জুন কেন্দ্রী যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রিয়াজ উদ্দিন রিয়াজের অব্যাহতি আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়। এ নিয়ে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুর অনুসারিরা নগরীতে আনন্দ মিছিল করেন। মিছিলের পরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রোববার রাত সোয়া ১১টার দিকে সংঘর্ষে শুরুতে কুমিল্লা-লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে থেকে একটি মাইক্রোবাস থেকে কয়েকজন যুবক ঈশ্বরপাঠশালা গেইট পর্যন্ত ১০ / ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর তারা অস্ত্রের মহড়া দিয়ে বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যায়।
এ সময় ২২ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম তুহিন, অন্তর আহম্মেদ ও মো. সবুজ নামে তিনজন আহত হন। আহতরা আবু গ্রুপের সমর্থক বলে জানা গেছে।

কুমিল্লায় পূর্ব বিরোধ ও কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে তিনজন আহত হন। গতকাল রোববার রাতে নগরীর কান্দিরপাড় টাওয়ার হসপিটালের সামনে এ সংঘর্ষ হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। তিনজন আহত হয়েছেন। কবির হোসেন নামে এক যুবদল নেতা বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজের সঙ্গে বিরোধের জেরে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে শুনেছি। সবাই আমাদের লোক। আমরা জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বসে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’
কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বিএনপির একটি সূত্র জানায়, গত রমজানে একটি ইফতার মাহফিলে তুচ্ছ ঘটনায় ছাত্রদল নেতা ফখরুল ইসলামকে মারধর করেন জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু। এ ঘটনায় ফরিদ উদ্দিন শিবলুর ওপর হামলা করে তাঁকে মারধর করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ। এ ঘটনায় রিয়াজকে পদ থেকে অব্যহতি দেন কেন্দ্রীয় কমিটি। পরে গত ২ জুন কেন্দ্রী যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রিয়াজ উদ্দিন রিয়াজের অব্যাহতি আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়। এ নিয়ে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুর অনুসারিরা নগরীতে আনন্দ মিছিল করেন। মিছিলের পরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রোববার রাত সোয়া ১১টার দিকে সংঘর্ষে শুরুতে কুমিল্লা-লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে থেকে একটি মাইক্রোবাস থেকে কয়েকজন যুবক ঈশ্বরপাঠশালা গেইট পর্যন্ত ১০ / ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর তারা অস্ত্রের মহড়া দিয়ে বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যায়।
এ সময় ২২ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম তুহিন, অন্তর আহম্মেদ ও মো. সবুজ নামে তিনজন আহত হন। আহতরা আবু গ্রুপের সমর্থক বলে জানা গেছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে