নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের পাহাড়তলী রেলওয়ের সেল ডিপোতে (পুরোনো মালামাল রাখার স্থান) ৭৯৩ কেজি মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্র ছাড়াও নিরাপত্তায় নিয়োজিত রেলের আরএনবির এক সদস্যের নাম এসেছে। ভিডিও ফুটেজেও তার প্রমাণ পাওয়া গেছে।
এৎ ঘটনায় গত রোববার পুরোনো সেল ডিপোর বর্তমান এসই (এস) মো. গোলাম রাব্বানী ও পাহাড়তলীর এসএসই (এস) মো. ইউনুছ রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনকে অবহিত করে চিঠি দিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৯ ও ২০ মার্চ ভোর ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যায় পুরোনো সেল ডিপোর পশ্চিম পাশে সীমানাপ্রাচীরের ওপর দিয়ে একজন দুষ্কৃতকারী প্রবেশ করে ৯ নম্বর বিটের এক্সেল গাইডের লট থেকে ৬১ পিস (প্রতিটির ওজন ১৩ কেজি), অর্থাৎ ৭৯৩ কেজি মালামাল চুরি করে। এর বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা। চিঠিতে আরএনবির সদস্যদের সক্রিয় দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়।
ওই চোর চক্রের সঙ্গে জড়িত ছিলেন পাহাড়তলী স্টেশনের হাবিলদার কৃষ্ণ ও সিপাহি হাফিজ। মালামাল বিক্রি করে বিক্রির ৫০০ টাকা করে তাঁদের দেন চোর চক্রের সদস্যরা।
চুরির ঘটনা ঘটার পর আরএনবির কর্মকর্তারা অভিযান চালান, এই সময় চরফ্যাশনের আবুল কালামের ছেলে আকরাম আলী ও খুলশী এলাকার বেলালকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (পূর্ব) শফিকুল ইসলাম মৃধা বলেন, ‘ওই দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে তুলে রিমান্ডের জন্য আবেদন জানানো হবে।’
আরএনবির হাবিলদার কৃষ্ণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, জিজ্ঞাসাবাদ তাঁর নাম এসেছে। বিষয়টি খতিয়ে দেখছি।
এর আগে গত ৩ মার্চ রেলওয়ের লোকোশেডে অভিযান চালায় দুদক। সেখানেও আরএনবির বিরুদ্ধে তেল চুরির প্রমাণ পায় দুদক। ওই ঘটনায় রেলওয়ে জড়িত আরএনবির সাতজনকে তৎক্ষণাৎ বদলি করে।

নগরের পাহাড়তলী রেলওয়ের সেল ডিপোতে (পুরোনো মালামাল রাখার স্থান) ৭৯৩ কেজি মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্র ছাড়াও নিরাপত্তায় নিয়োজিত রেলের আরএনবির এক সদস্যের নাম এসেছে। ভিডিও ফুটেজেও তার প্রমাণ পাওয়া গেছে।
এৎ ঘটনায় গত রোববার পুরোনো সেল ডিপোর বর্তমান এসই (এস) মো. গোলাম রাব্বানী ও পাহাড়তলীর এসএসই (এস) মো. ইউনুছ রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনকে অবহিত করে চিঠি দিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৯ ও ২০ মার্চ ভোর ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যায় পুরোনো সেল ডিপোর পশ্চিম পাশে সীমানাপ্রাচীরের ওপর দিয়ে একজন দুষ্কৃতকারী প্রবেশ করে ৯ নম্বর বিটের এক্সেল গাইডের লট থেকে ৬১ পিস (প্রতিটির ওজন ১৩ কেজি), অর্থাৎ ৭৯৩ কেজি মালামাল চুরি করে। এর বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা। চিঠিতে আরএনবির সদস্যদের সক্রিয় দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়।
ওই চোর চক্রের সঙ্গে জড়িত ছিলেন পাহাড়তলী স্টেশনের হাবিলদার কৃষ্ণ ও সিপাহি হাফিজ। মালামাল বিক্রি করে বিক্রির ৫০০ টাকা করে তাঁদের দেন চোর চক্রের সদস্যরা।
চুরির ঘটনা ঘটার পর আরএনবির কর্মকর্তারা অভিযান চালান, এই সময় চরফ্যাশনের আবুল কালামের ছেলে আকরাম আলী ও খুলশী এলাকার বেলালকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (পূর্ব) শফিকুল ইসলাম মৃধা বলেন, ‘ওই দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে তুলে রিমান্ডের জন্য আবেদন জানানো হবে।’
আরএনবির হাবিলদার কৃষ্ণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, জিজ্ঞাসাবাদ তাঁর নাম এসেছে। বিষয়টি খতিয়ে দেখছি।
এর আগে গত ৩ মার্চ রেলওয়ের লোকোশেডে অভিযান চালায় দুদক। সেখানেও আরএনবির বিরুদ্ধে তেল চুরির প্রমাণ পায় দুদক। ওই ঘটনায় রেলওয়ে জড়িত আরএনবির সাতজনকে তৎক্ষণাৎ বদলি করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে