ফেনী প্রতিনিধি
ফেনীর পরশুরামে ঘুষ নেওয়া হচ্ছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার (ভাইরাল) পর এক উপপরিদর্শককে (এসআই) ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। গতকাল বুধবার (২ জুলাই) রাতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে ওই দিনই ভিডিওটি ছড়িয়ে পড়ে।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।
ওসি বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে ক্লোজড করে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনাটি উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকার প্রাণিসম্পদ হাসপাতালের পাশে আবদুস সাত্তার নামে এক ব্যক্তির বাড়ির। সম্প্রতি এ ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধে থানায় অভিযোগ করার পর এসআই ছৈয়দ তা তদন্তে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি অভিযোগকারীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন, যার দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসি ক্যামেরায়।
ভিডিওতে দেখা যায়, অভিযোগকারী আবদুস সাত্তার পুলিশ কর্মকর্তার হাতে টাকা তুলে দিচ্ছেন। এসআই তা নিয়ে হাতে গুনে দেখছেন।
তবে এসআই আবু ছৈয়দের দাবি, তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। তিনি বলেন, ‘আমি তাঁর বাড়িতে আগেও গিয়েছি। জানি সেখানে সিসি ক্যামেরা রয়েছে। অভিযোগকারী চা-নাশতার জন্য টাকা দিতে চাইলে আমি পকেট থেকে নিজের টাকা বের করে বলেছি, আমার কাছে আছে, তোমারটা লাগবে না। ভিডিওটি খতিয়ে দেখলে বিষয়টি পরিষ্কার হবে।’
ঘটনার বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও অভিযোগকারী আবদুস সাত্তার ফোন না ধরায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ফেনীর পরশুরামে ঘুষ নেওয়া হচ্ছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার (ভাইরাল) পর এক উপপরিদর্শককে (এসআই) ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। গতকাল বুধবার (২ জুলাই) রাতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে ওই দিনই ভিডিওটি ছড়িয়ে পড়ে।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।
ওসি বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে ক্লোজড করে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনাটি উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকার প্রাণিসম্পদ হাসপাতালের পাশে আবদুস সাত্তার নামে এক ব্যক্তির বাড়ির। সম্প্রতি এ ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধে থানায় অভিযোগ করার পর এসআই ছৈয়দ তা তদন্তে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি অভিযোগকারীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন, যার দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসি ক্যামেরায়।
ভিডিওতে দেখা যায়, অভিযোগকারী আবদুস সাত্তার পুলিশ কর্মকর্তার হাতে টাকা তুলে দিচ্ছেন। এসআই তা নিয়ে হাতে গুনে দেখছেন।
তবে এসআই আবু ছৈয়দের দাবি, তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। তিনি বলেন, ‘আমি তাঁর বাড়িতে আগেও গিয়েছি। জানি সেখানে সিসি ক্যামেরা রয়েছে। অভিযোগকারী চা-নাশতার জন্য টাকা দিতে চাইলে আমি পকেট থেকে নিজের টাকা বের করে বলেছি, আমার কাছে আছে, তোমারটা লাগবে না। ভিডিওটি খতিয়ে দেখলে বিষয়টি পরিষ্কার হবে।’
ঘটনার বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও অভিযোগকারী আবদুস সাত্তার ফোন না ধরায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর কার্যালয়ে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগপূর্তি উপলক্ষে শুরু হলো তিন দিনব্যাপী উৎসব। গতকাল বুধবার ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ফ্রান্সের লালনপন্থী সাধিকা ফকির দেবোরাহ জান্নাত।
২ ঘণ্টা আগেরাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের পাশে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত পৌনে ১১টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
৩ ঘণ্টা আগেফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পরশুরাম উপজেলা।
৪ ঘণ্টা আগে