সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশপাশের এলাকার বাসিন্দাদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ। তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ১১ সদস্যের এই দল কনটেইনার ডিপোর পার্শ্ববর্তী মোল্লাপাড়া ও কেশবপুর (লালবেগ) এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। চিকিৎসক দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করেন। তাঁদের স্বাস্থ্যের দিক পর্যবেক্ষণে রেখে পরে দলটি একটা গাইডলাইন তৈরি করতে কাজ শুরু করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, বিএম ডিপোর অগ্নিকাণ্ড ও রাসায়নিক কনটেইনার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে কি না, ঘটনার পর দীর্ঘ মেয়াদে কোনো রোগে ভুগছে কি না, তা দেখতে তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে একাধিক স্থানীয় বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে কোনো ধরনের দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ খুঁজে পাননি। তবে তাঁদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় নিশ্চিত হওয়া গেছে, এ ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অধিকাংশ বাসিন্দাই ভুগছেন মানসিক দুশ্চিন্তায়। আবারও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন তাঁরা।
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের মানসিক দুশ্চিন্তা থেকে উত্তরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্বাস্থ্যবিষয়ক সেমিনারের আয়োজন করবেন। এতে ক্ষতিগ্রস্ত এলাকার যেসব বাসিন্দা মানসিক উদ্বিগ্নতায় ভুগছেন, তাঁদের কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—হাসপাতালের আরএমও ডা. মিলজার হোসেন, ডা. আরাফাত, ডা. জান্নাতুল কাওনাইন, ডা. রাজিব বড়ুয়া, ডা. ফারহান, ডা. দীপ্ত চৌধুরী, উপজেলা সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিবেকানন্দ চক্রবর্তী, রাখাল চন্দ্র নাথ, ঈশিতা, এম এল এস এস মো. শিপন, সালাউদ্দিন প্রমুখ।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশপাশের এলাকার বাসিন্দাদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ। তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ১১ সদস্যের এই দল কনটেইনার ডিপোর পার্শ্ববর্তী মোল্লাপাড়া ও কেশবপুর (লালবেগ) এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। চিকিৎসক দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করেন। তাঁদের স্বাস্থ্যের দিক পর্যবেক্ষণে রেখে পরে দলটি একটা গাইডলাইন তৈরি করতে কাজ শুরু করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, বিএম ডিপোর অগ্নিকাণ্ড ও রাসায়নিক কনটেইনার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে কি না, ঘটনার পর দীর্ঘ মেয়াদে কোনো রোগে ভুগছে কি না, তা দেখতে তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে একাধিক স্থানীয় বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে কোনো ধরনের দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ খুঁজে পাননি। তবে তাঁদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় নিশ্চিত হওয়া গেছে, এ ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অধিকাংশ বাসিন্দাই ভুগছেন মানসিক দুশ্চিন্তায়। আবারও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন তাঁরা।
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের মানসিক দুশ্চিন্তা থেকে উত্তরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্বাস্থ্যবিষয়ক সেমিনারের আয়োজন করবেন। এতে ক্ষতিগ্রস্ত এলাকার যেসব বাসিন্দা মানসিক উদ্বিগ্নতায় ভুগছেন, তাঁদের কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—হাসপাতালের আরএমও ডা. মিলজার হোসেন, ডা. আরাফাত, ডা. জান্নাতুল কাওনাইন, ডা. রাজিব বড়ুয়া, ডা. ফারহান, ডা. দীপ্ত চৌধুরী, উপজেলা সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিবেকানন্দ চক্রবর্তী, রাখাল চন্দ্র নাথ, ঈশিতা, এম এল এস এস মো. শিপন, সালাউদ্দিন প্রমুখ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে