নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো রকমের কার্পণ্য করা হবে না। আদালতের নিষেধাজ্ঞা নেই এমন সব স্থাপনা যেন দ্রুত উচ্ছেদ করা হয়। আদালতের কোনো নির্দেশনা না থাকলে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক দিনও দেরি করা হবে না।
আজ শুক্রবার সকালে নগরের অভয় মিত্র ঘাটে কর্ণফুলী নদীতে ১৯তম ‘সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ বাংলা’–এর তিন দিনের আয়োজনে দ্বিতীয় দিনে সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার সংশ্লিষ্ট থানার ওসিদের এ ধরনের নির্দেশনার কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, দেশের ৯০ শতাংশের বেশি পণ্য আমদানি-রপ্তানি কর্ণফুলী নদী দিয়ে হয়ে থাকে। তাই দখল-দূষণ থেকে নদী রক্ষায় সবাইকে সামাজিক আন্দোলনের মাধ্যমে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
এর আগে সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস।
উদ্বোধনী বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারের আমলে যাঁরা নামে-বেনামে ও অবৈধভাবে কর্ণফুলী দখল করেছেন, তাঁরা নিজ থেকে সরে গিয়ে কর্ণফুলীকে তার স্বমহিমায় প্রবাহিত হতে দিন। না হলে স্থানীয় নেতারা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের নদীর অবৈধ দখল ছেড়ে দিতে বাধ্য করবে। তখন নিজেদের সম্পদ যাওয়ার পাশাপাশি কালো মুখোশও জনগণের সামনে উন্মুক্ত হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম ইতিহাস-সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, কর্ণফুলী নদী সাম্পান মাঝিকল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী, সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা-১৪৩২-এর প্রধান সমন্বয়ক সাংবাদিক চৌধুরী ফরিদ, সাম্পান খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মীর্জা ইসমাইল, কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, এম মাইন উদ্দিন চেয়ারম্যান, সাম্পান খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা প্রমুখ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো রকমের কার্পণ্য করা হবে না। আদালতের নিষেধাজ্ঞা নেই এমন সব স্থাপনা যেন দ্রুত উচ্ছেদ করা হয়। আদালতের কোনো নির্দেশনা না থাকলে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক দিনও দেরি করা হবে না।
আজ শুক্রবার সকালে নগরের অভয় মিত্র ঘাটে কর্ণফুলী নদীতে ১৯তম ‘সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ বাংলা’–এর তিন দিনের আয়োজনে দ্বিতীয় দিনে সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার সংশ্লিষ্ট থানার ওসিদের এ ধরনের নির্দেশনার কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, দেশের ৯০ শতাংশের বেশি পণ্য আমদানি-রপ্তানি কর্ণফুলী নদী দিয়ে হয়ে থাকে। তাই দখল-দূষণ থেকে নদী রক্ষায় সবাইকে সামাজিক আন্দোলনের মাধ্যমে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
এর আগে সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস।
উদ্বোধনী বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারের আমলে যাঁরা নামে-বেনামে ও অবৈধভাবে কর্ণফুলী দখল করেছেন, তাঁরা নিজ থেকে সরে গিয়ে কর্ণফুলীকে তার স্বমহিমায় প্রবাহিত হতে দিন। না হলে স্থানীয় নেতারা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের নদীর অবৈধ দখল ছেড়ে দিতে বাধ্য করবে। তখন নিজেদের সম্পদ যাওয়ার পাশাপাশি কালো মুখোশও জনগণের সামনে উন্মুক্ত হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম ইতিহাস-সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, কর্ণফুলী নদী সাম্পান মাঝিকল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী, সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা-১৪৩২-এর প্রধান সমন্বয়ক সাংবাদিক চৌধুরী ফরিদ, সাম্পান খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মীর্জা ইসমাইল, কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, এম মাইন উদ্দিন চেয়ারম্যান, সাম্পান খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা প্রমুখ।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৩৪ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে