নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা বিস্ফোরণ মামলায় নব্য জেএমবির ১৫ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ট্রাফিক পুলিশ পরিদর্শক অনিল বিকাশ চাকমা।
এর আগে গত বছরের ২৮ আগস্ট বিশেষ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুবেল পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার মামলার বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আলোচিত মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ মার্চ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।’
সাক্ষ্য গ্রহণের আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একজন ও চট্টগ্রাম কারাগারে বন্দী আট আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন–মো. সাইফুল্লাহ (২৪), মো. এমরান (২৪), আবু সালেহ (২৫), মো. আলাউদ্দিন (২৩), মহিদুল আলম (২৫), মো. জহির উদ্দিন (২৮), মো. মঈনউদ্দিন (২৩), রহমত উল্লাহ (২৪), সাহেদ হোসেন (২৪), মো. সেলিম (৩৩), আব্দুল্লাহ আল নোমান (২৫), আব্দুল কাইয়ুম (২৪)।
সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে নগরীর পাঁচলাইশ থানার ষোলোশহর ২ নম্বর গেট মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে বোমা বিস্ফোরণে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে ট্রাফিক বক্সে থাকা সিগন্যাল বাতির সুইচ বোর্ড ভেঙে যায়। হামলার পর আইএস জড়িত বলে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ দাবি করেছিল।
এ ঘটনায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় মামলা হলে–তদন্তের দায়িত্ব পায় নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ২০২২ সালে ২২ অক্টোবর মামলার তদন্ত শেষে এক প্রবাসীসহ ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন কাউন্টার টেররিজম বিভাগের তৎকালীন উপপরিদর্শক সঞ্জয় গুহ।
অভিযোগপত্রে, এই বোমা হামলার ঘটনার সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্যরা জড়িত বলে জানানো হয়। তাঁরা স্থাপনায় হামলা ও সরকারি কর্মচারীদের হত্যা করে সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন বলে জানানো হয়। ঘটনার দিন জিআই পাইপ দিয়ে একটি বোমা তৈরি করে ট্রাফিক পুলিশ বক্সে পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটান আসামিরা।
মামলায় মোট আসামি ১৬ জন। এঁদের মধ্যে ট্রাইব্যুনালে ১৫ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। বাকি এক আসামি কিশোর হওয়ায় তাঁর বিচার শিশু আদালতে হচ্ছে। ১৫ আসামির মধ্যে দুবাইপ্রবাসী শাহজাহান শুরু থেকেই পলাতক আছেন। বাকিরা গ্রেপ্তার হয়ে কেউ হাজতে আবার কেউ জামিনে আছেন। আজ মামলার নির্ধারিত তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একজনকে ও চট্টগ্রাম কারাগারে বন্দী আট আসামিকে আদালতে হাজির করা হয়।

চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা বিস্ফোরণ মামলায় নব্য জেএমবির ১৫ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ট্রাফিক পুলিশ পরিদর্শক অনিল বিকাশ চাকমা।
এর আগে গত বছরের ২৮ আগস্ট বিশেষ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুবেল পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার মামলার বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আলোচিত মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ মার্চ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।’
সাক্ষ্য গ্রহণের আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একজন ও চট্টগ্রাম কারাগারে বন্দী আট আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন–মো. সাইফুল্লাহ (২৪), মো. এমরান (২৪), আবু সালেহ (২৫), মো. আলাউদ্দিন (২৩), মহিদুল আলম (২৫), মো. জহির উদ্দিন (২৮), মো. মঈনউদ্দিন (২৩), রহমত উল্লাহ (২৪), সাহেদ হোসেন (২৪), মো. সেলিম (৩৩), আব্দুল্লাহ আল নোমান (২৫), আব্দুল কাইয়ুম (২৪)।
সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে নগরীর পাঁচলাইশ থানার ষোলোশহর ২ নম্বর গেট মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে বোমা বিস্ফোরণে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে ট্রাফিক বক্সে থাকা সিগন্যাল বাতির সুইচ বোর্ড ভেঙে যায়। হামলার পর আইএস জড়িত বলে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ দাবি করেছিল।
এ ঘটনায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় মামলা হলে–তদন্তের দায়িত্ব পায় নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ২০২২ সালে ২২ অক্টোবর মামলার তদন্ত শেষে এক প্রবাসীসহ ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন কাউন্টার টেররিজম বিভাগের তৎকালীন উপপরিদর্শক সঞ্জয় গুহ।
অভিযোগপত্রে, এই বোমা হামলার ঘটনার সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্যরা জড়িত বলে জানানো হয়। তাঁরা স্থাপনায় হামলা ও সরকারি কর্মচারীদের হত্যা করে সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন বলে জানানো হয়। ঘটনার দিন জিআই পাইপ দিয়ে একটি বোমা তৈরি করে ট্রাফিক পুলিশ বক্সে পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটান আসামিরা।
মামলায় মোট আসামি ১৬ জন। এঁদের মধ্যে ট্রাইব্যুনালে ১৫ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। বাকি এক আসামি কিশোর হওয়ায় তাঁর বিচার শিশু আদালতে হচ্ছে। ১৫ আসামির মধ্যে দুবাইপ্রবাসী শাহজাহান শুরু থেকেই পলাতক আছেন। বাকিরা গ্রেপ্তার হয়ে কেউ হাজতে আবার কেউ জামিনে আছেন। আজ মামলার নির্ধারিত তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একজনকে ও চট্টগ্রাম কারাগারে বন্দী আট আসামিকে আদালতে হাজির করা হয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে