নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় (কুমিল্লা-৬) সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন সংসদ সদস্য বাহার। এমপি বাহার ওই কেন্দ্রের এক নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে এই কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারও ভোট দেন।
ভোটাধিকার প্রয়োগ শেষে আওয়ামী লীগের প্রার্থী রিফাত বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ চমৎকার। ফলাফল যা-ই হোক, আমি মেনে নেব। আমি জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাঁকে আমি সবার আগে ফুলের মালা দেব।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রিফাত বলেন, ‘তাঁরা তো শুরু থেকেই নালিশ করছেন। তাঁদের পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনকে অসম্মান করতে চাই না। প্রয়োজনে আমি জবাই হব।’
ধীরগতিতে ভোটগ্রহণ হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে রিফাত বলেন, ‘নির্বাচন কমিশনের কেউ থাকলে তাঁদের জিজ্ঞেস করুন।’
অন্যদিকে নগরীর হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সাক্কু বলেন, ‘ইভিএমে সমস্যা পাচ্ছি।’ তবে নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সাক্কু বলেন, ‘নির্বাচনে এ রকম পরিবেশ বজায় থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
আজ বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে ভোটগ্রহণ কিছুটা বিঘ্নিত হয়। এরপর বৃষ্টি থেমে গেলে আবারও নির্বিঘ্নে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় (কুমিল্লা-৬) সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন সংসদ সদস্য বাহার। এমপি বাহার ওই কেন্দ্রের এক নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে এই কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারও ভোট দেন।
ভোটাধিকার প্রয়োগ শেষে আওয়ামী লীগের প্রার্থী রিফাত বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ চমৎকার। ফলাফল যা-ই হোক, আমি মেনে নেব। আমি জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাঁকে আমি সবার আগে ফুলের মালা দেব।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রিফাত বলেন, ‘তাঁরা তো শুরু থেকেই নালিশ করছেন। তাঁদের পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনকে অসম্মান করতে চাই না। প্রয়োজনে আমি জবাই হব।’
ধীরগতিতে ভোটগ্রহণ হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে রিফাত বলেন, ‘নির্বাচন কমিশনের কেউ থাকলে তাঁদের জিজ্ঞেস করুন।’
অন্যদিকে নগরীর হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সাক্কু বলেন, ‘ইভিএমে সমস্যা পাচ্ছি।’ তবে নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সাক্কু বলেন, ‘নির্বাচনে এ রকম পরিবেশ বজায় থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
আজ বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে ভোটগ্রহণ কিছুটা বিঘ্নিত হয়। এরপর বৃষ্টি থেমে গেলে আবারও নির্বিঘ্নে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৪ মিনিট আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
৩০ মিনিট আগে
সংঘর্ষের সময় একটি দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৩৩ মিনিট আগে
চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৩ ঘণ্টা আগে