Ajker Patrika

কুমিল্লায় শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

 কুমিল্লা প্রতিনিধি 
আদালতে শিশু নাবিলা হত্যা মামলার আসামি মেহরাজ হোসেন। ছবি: আজকের পত্রিকা
আদালতে শিশু নাবিলা হত্যা মামলার আসামি মেহরাজ হোসেন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার কৃষ্ণনগরে চার বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে মেহরাজ হোসেন তুষার (২৫) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার জেলা নারী ও শিশু ট্রাইব্যুনাল-১–এর বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন। একই সঙ্গে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

মেহরাজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুলিয়ারা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার আলী আশরাফের ছেলে।

কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনালের (পিপি) বদিউল আলম সুজন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. শরীফুল ইসলাম জানান, ২০১৮ সালের ১৭ ডিসেম্বর চকলেটের লোভ দেখিয়ে শিশু নাবিলাকে ধর্ষণের পর হত্যা করে নির্মাণাধীন বাড়ির কার্নিশে সিমেন্টের ব্যাগে মুড়িয়ে ফেলে রাখে মেহেরাজ।

নাবিলাকে না পেয়ে খোঁজাখুঁজি করে এলাকায় মাইকিং করে পরিবার। পরদিন সকালে নাবিলার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এ ঘটনায় নাবিলার দাদা আবদুল আজীজ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ১৪ দিন পর মেহরাজ হোসেন তুষারকে গ্রেপ্তার করে। দীর্ঘ ৬ বছর আদালতে মামলাটি বিচারাধীন থাকার পর আজ নারী ও শিশু ট্রাইব্যুনাল-১–এর বিচারক আসামি মেহরাজকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি বদিউল আলম সুজন জানান, ‘দীর্ঘ ৭ বছর মামলা বিচারাধীন থাকা অবস্থায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামি মেহরাজ জবানবন্দিতে নাবিলাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। যে রায় হয়েছে এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি।’

নাবিলার মা হালিমা আক্তার বলেন, ‘গত সাত বছর যাবৎ মেয়ে হত্যার বিচারের জন্য আমি আদালতে ঘুরেছি। অবশেষে আসামি মেহরাজের ফাঁসির আদেশ হয়েছে। আমি সন্তুষ্ট কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত