চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থীদের ভরাডুবি হয়েছে। ১১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ টিতেই জয় পেয়েছে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ প্যানেলের প্রার্থীরা।
আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ৮৯৫ জন ভোটারের মধ্যে ৭৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন।
এতে সভাপতি নির্বাচিত হন হলুদ দলের প্রার্থী রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকি, সহসভাপতি হলুদ দলের প্রার্থী নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ হলুদ দলের প্রার্থী ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী, সাধারণ সম্পাদক হলুদ দলের প্রার্থী ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হক, যুগ্ম সম্পাদক পদে উপাচার্যপন্থী প্যানেলের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।
৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন-উপাচার্যপন্থী প্যানেলের আইন বিভাগের অধ্যাপক ড. রকিবা নবী, হলুদ দলের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, উপাচার্যপন্থী প্যানেলের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া, হলুদ দলের মার্কেটিং বিভাগের অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া, উপাচার্যপন্থী প্যানেলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, হলুদ দলের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে গত কয়েক বছরের মতো এবারও অংশ নেয়নি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা। তবে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল পূর্ণ প্যানেলে প্রার্থী দিলেও নিজেদের ‘মূল হলুদ’ দল দাবি করে প্রার্থী দিয়েছে আরেকটি অংশ। এই প্যানেলকে ‘উপাচার্যপন্থী’ বলছেন হলুদ দলের নেতারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থীদের ভরাডুবি হয়েছে। ১১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ টিতেই জয় পেয়েছে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ প্যানেলের প্রার্থীরা।
আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ৮৯৫ জন ভোটারের মধ্যে ৭৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন।
এতে সভাপতি নির্বাচিত হন হলুদ দলের প্রার্থী রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকি, সহসভাপতি হলুদ দলের প্রার্থী নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ হলুদ দলের প্রার্থী ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী, সাধারণ সম্পাদক হলুদ দলের প্রার্থী ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হক, যুগ্ম সম্পাদক পদে উপাচার্যপন্থী প্যানেলের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।
৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন-উপাচার্যপন্থী প্যানেলের আইন বিভাগের অধ্যাপক ড. রকিবা নবী, হলুদ দলের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, উপাচার্যপন্থী প্যানেলের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া, হলুদ দলের মার্কেটিং বিভাগের অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া, উপাচার্যপন্থী প্যানেলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, হলুদ দলের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে গত কয়েক বছরের মতো এবারও অংশ নেয়নি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা। তবে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল পূর্ণ প্যানেলে প্রার্থী দিলেও নিজেদের ‘মূল হলুদ’ দল দাবি করে প্রার্থী দিয়েছে আরেকটি অংশ। এই প্যানেলকে ‘উপাচার্যপন্থী’ বলছেন হলুদ দলের নেতারা।

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১০ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১৪ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
১৭ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২০ মিনিট আগে