উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

দ্রুত প্রত্যাবাসনের মাধ্যমে নিজ ঘরে ফেরার দাবিসহ সাত দফা দাবিতে ‘চলো চলো আরাকানে চলো’ ক্যাম্পেইন শুরু করেছে কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাসরত রোহিঙ্গারা। ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে পৃথক সমাবেশ। সেখানে সমবেত হয় বিপুলসংখ্যক রোহিঙ্গা। এসব সমাবেশ থেকে বাড়ি ফিরতে সাতটি দাবি উত্থাপন করে তারা।
উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১ ইস্টের একটি খেলার মাঠে আয়োজিত এক সমাবেশে রোহিঙ্গাদের পক্ষে বক্তব্য রাখেন প্রয়াত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর সংগঠন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিচ অ্যান্ড হিউম্যান রাইটসের’ সদস্য ডাক্তার জুবায়ের ও মাস্টার কামাল, রোহিঙ্গা অধিকারকর্মী মাস্টার ইউসুফ ও নুরুল আমিন।
বক্তব্যে রোহিঙ্গা নেতা ডাক্তার জুবায়ের বলেন, রোহিঙ্গারা আর এক মুহূর্তও বাংলাদেশে থাকতে চায় না। যেকোনো উপায়ে দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে। মিয়ানমারে অন্যান্য জাতির জন্য যেসব সুযোগ-সুবিধা ও নিয়মকানুন রয়েছে, সেগুলো রোহিঙ্গাদেরও দিতে হবে।
সমাবেশে সাত দফা দাবি উত্থাপন করেন মাস্টার নুরুল আমিন। দাবিগুলো হলো—দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন বাতিল করতে হবে, দ্রুত রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে পুনরায় প্রত্যাবাসন করা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্দিষ্ট সময়ে প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করা, রাখাইন রাজ্যে আইডিপি ক্যাম্প বন্ধ করা এবং তাদের নিজ গ্রামে ফিরিয়ে দেওয়া, মিয়ানমারে নিরপরাধ মানুষের ওপর অত্যাচার বন্ধ করতে হবে।
লম্বাশিয়া ক্যাম্প ১ ইস্ট ছাড়াও মোচরা ক্যাম্প ৪, বালুখালী ৯, জামতলী ক্যাম্প ১৫ ও জাদিমুরা ক্যাম্প ২৭সহ ১০টি ক্যাম্পে পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যানারে এই আয়োজন করা হয়। অনলাইনে প্রচারণার মাধ্যমে বিশ্ববাসীর কাছে তাঁরা এই আহ্বান অব্যাহত রাখবে বলে সমাবেশে জানানো হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক সমাবেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গারা সীমিত সময়ের জন্য তাদের নিজ দেশে ফেরার দাবিতে সমাবেশ করেছে। ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এপিবিএনের চলমান তৎপরতা অব্যাহত আছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর দুর্বৃত্তের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ একই দাবিতে ২০১৯ সালের ২৫ আগস্ট অনুষ্ঠিত মহাসমাবেশের নেতৃত্বে ছিলেন।

দ্রুত প্রত্যাবাসনের মাধ্যমে নিজ ঘরে ফেরার দাবিসহ সাত দফা দাবিতে ‘চলো চলো আরাকানে চলো’ ক্যাম্পেইন শুরু করেছে কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাসরত রোহিঙ্গারা। ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে পৃথক সমাবেশ। সেখানে সমবেত হয় বিপুলসংখ্যক রোহিঙ্গা। এসব সমাবেশ থেকে বাড়ি ফিরতে সাতটি দাবি উত্থাপন করে তারা।
উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১ ইস্টের একটি খেলার মাঠে আয়োজিত এক সমাবেশে রোহিঙ্গাদের পক্ষে বক্তব্য রাখেন প্রয়াত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর সংগঠন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিচ অ্যান্ড হিউম্যান রাইটসের’ সদস্য ডাক্তার জুবায়ের ও মাস্টার কামাল, রোহিঙ্গা অধিকারকর্মী মাস্টার ইউসুফ ও নুরুল আমিন।
বক্তব্যে রোহিঙ্গা নেতা ডাক্তার জুবায়ের বলেন, রোহিঙ্গারা আর এক মুহূর্তও বাংলাদেশে থাকতে চায় না। যেকোনো উপায়ে দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে। মিয়ানমারে অন্যান্য জাতির জন্য যেসব সুযোগ-সুবিধা ও নিয়মকানুন রয়েছে, সেগুলো রোহিঙ্গাদেরও দিতে হবে।
সমাবেশে সাত দফা দাবি উত্থাপন করেন মাস্টার নুরুল আমিন। দাবিগুলো হলো—দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন বাতিল করতে হবে, দ্রুত রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে পুনরায় প্রত্যাবাসন করা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্দিষ্ট সময়ে প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করা, রাখাইন রাজ্যে আইডিপি ক্যাম্প বন্ধ করা এবং তাদের নিজ গ্রামে ফিরিয়ে দেওয়া, মিয়ানমারে নিরপরাধ মানুষের ওপর অত্যাচার বন্ধ করতে হবে।
লম্বাশিয়া ক্যাম্প ১ ইস্ট ছাড়াও মোচরা ক্যাম্প ৪, বালুখালী ৯, জামতলী ক্যাম্প ১৫ ও জাদিমুরা ক্যাম্প ২৭সহ ১০টি ক্যাম্পে পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যানারে এই আয়োজন করা হয়। অনলাইনে প্রচারণার মাধ্যমে বিশ্ববাসীর কাছে তাঁরা এই আহ্বান অব্যাহত রাখবে বলে সমাবেশে জানানো হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক সমাবেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গারা সীমিত সময়ের জন্য তাদের নিজ দেশে ফেরার দাবিতে সমাবেশ করেছে। ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এপিবিএনের চলমান তৎপরতা অব্যাহত আছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর দুর্বৃত্তের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ একই দাবিতে ২০১৯ সালের ২৫ আগস্ট অনুষ্ঠিত মহাসমাবেশের নেতৃত্বে ছিলেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে