নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফুফা-ফুফু মিলে ভাতিজাকে হত্যা পর মাটির নিচে পুঁতে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কালিপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার ভাতিজার মাথা ও শরীরের হাড় ও শার্ট প্যান্ট উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাহিম (১৪) কালিপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। আজ নিহতের মা বাদি হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেছেন।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফুফা মনছুর ও ফুফু সুরিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন তাঁরা।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত মার্চ মাসে বাড়ি থেকে ট্র্যাক্টর নিয়ে বের হয় মাহিম। তারপর থেকে নিখোঁজ সে। ইব্রাহিমপুর ইউনিয়নের সাবেক মেম্বার শুক্কু মিয়ার পুকুরের উত্তর পূর্ব ভেকু দিয়ে মাটি কাটার সময় আজ সকালে তার মাথা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মাহিমের মাথা ও শরীরের হাড় কাপড় উদ্ধার করে নিয়ে আসে।
নিহত মাহিমের বাবা তাজুল ইসলাম জানান, তাঁর বোন ও মনছুর খারাপ প্রকৃতির লোক। বোনের সঙ্গে তাঁদের পারিবারিক দ্বন্দ্ব ছিল। এ জন্য তাঁদের সঙ্গে ছেলেকে মিশতে নিষেধ করেছিলেন। এরই জের ধরে তাঁর সন্তানকে হত্যা করে মাটির নীচে পুঁতে ফেলেছে।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রশিদ বলেন, ছেলেটার ফুফা এবং ফুফু মিলে হত্যা করে পার্শ্ববর্তী পুকুরপাড় পুঁতে রাখে। গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে। আগামীকাল দুজনকে আদালতে সোপর্দ করব।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফুফা-ফুফু মিলে ভাতিজাকে হত্যা পর মাটির নিচে পুঁতে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কালিপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার ভাতিজার মাথা ও শরীরের হাড় ও শার্ট প্যান্ট উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাহিম (১৪) কালিপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। আজ নিহতের মা বাদি হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেছেন।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফুফা মনছুর ও ফুফু সুরিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন তাঁরা।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত মার্চ মাসে বাড়ি থেকে ট্র্যাক্টর নিয়ে বের হয় মাহিম। তারপর থেকে নিখোঁজ সে। ইব্রাহিমপুর ইউনিয়নের সাবেক মেম্বার শুক্কু মিয়ার পুকুরের উত্তর পূর্ব ভেকু দিয়ে মাটি কাটার সময় আজ সকালে তার মাথা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মাহিমের মাথা ও শরীরের হাড় কাপড় উদ্ধার করে নিয়ে আসে।
নিহত মাহিমের বাবা তাজুল ইসলাম জানান, তাঁর বোন ও মনছুর খারাপ প্রকৃতির লোক। বোনের সঙ্গে তাঁদের পারিবারিক দ্বন্দ্ব ছিল। এ জন্য তাঁদের সঙ্গে ছেলেকে মিশতে নিষেধ করেছিলেন। এরই জের ধরে তাঁর সন্তানকে হত্যা করে মাটির নীচে পুঁতে ফেলেছে।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রশিদ বলেন, ছেলেটার ফুফা এবং ফুফু মিলে হত্যা করে পার্শ্ববর্তী পুকুরপাড় পুঁতে রাখে। গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে। আগামীকাল দুজনকে আদালতে সোপর্দ করব।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে