কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ৯ ঘণ্টা পর এক শিশুর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টায় উপজেলার সাবরাং ইউনিয়নের ডাঙ্গুরপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাহমিনা আক্তার (৭) ডাঙ্গুরপাড়া এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের গলায় আঘাতের ধরন দেখে পুলিশ ধারণা করছে, শিশুটিকে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিতের পর মৃতদেহ বস্তাবন্দী করে ফেলে দেওয়া হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, শনিবার সকালে তাহমিনা আক্তার মাদ্রাসায় পড়তে যায়। বেলা ১১টায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বের হয়। দুপুরের পরও তাহমিনা বাড়িতে না ফেরায় স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধান না পাওয়ায় গাড়িতে করে মাইকিংয়ের মাধ্যমেও খোঁজা হয় শিশুটিকে।
ওসি বলেন, রাত ৯টায় শাহপরীর দ্বীপের ডাঙ্গুরপাড়ায় রাস্তার পাশে স্থানীয়রা একটি বস্তা অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখে। পরে তারা বস্তাটি খুলে একটি মেয়েশিশুর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন না থাকায় পুলিশের ধারণা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত শিশুর স্বজনদের উদ্ধৃতি দিয়ে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শিশুটির মা-বাবার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তার পরও কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ৯ ঘণ্টা পর এক শিশুর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টায় উপজেলার সাবরাং ইউনিয়নের ডাঙ্গুরপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাহমিনা আক্তার (৭) ডাঙ্গুরপাড়া এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের গলায় আঘাতের ধরন দেখে পুলিশ ধারণা করছে, শিশুটিকে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিতের পর মৃতদেহ বস্তাবন্দী করে ফেলে দেওয়া হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, শনিবার সকালে তাহমিনা আক্তার মাদ্রাসায় পড়তে যায়। বেলা ১১টায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বের হয়। দুপুরের পরও তাহমিনা বাড়িতে না ফেরায় স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধান না পাওয়ায় গাড়িতে করে মাইকিংয়ের মাধ্যমেও খোঁজা হয় শিশুটিকে।
ওসি বলেন, রাত ৯টায় শাহপরীর দ্বীপের ডাঙ্গুরপাড়ায় রাস্তার পাশে স্থানীয়রা একটি বস্তা অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখে। পরে তারা বস্তাটি খুলে একটি মেয়েশিশুর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন না থাকায় পুলিশের ধারণা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত শিশুর স্বজনদের উদ্ধৃতি দিয়ে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শিশুটির মা-বাবার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তার পরও কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে