ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃষকেরা এক সময় নিজেদের খাবারের চাহিদা ও আর্থিক সচ্ছলতা মেটাতে তাঁদের জমিতে ফসলের পাশাপাশি প্রচুর পরিমাণে মিষ্টি আলুর চাষ করত। তবে গত কয়েক বছর যাবৎ এ উপজেলার কৃষকেরা মিষ্টি আলুর আবাদ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন।
এখন বাজারে মিষ্টি আলুর চাহিদা ও দাম ভালো থাকায় ব্রাহ্মণপাড়ার প্রতিটি গ্রামের কৃষকেরা চলিত মৌসুমে আবারও আবাদ করেছে সুস্বাদু মিষ্টি আলু। এতে আবাদযোগ্য জমির পরিমাণ বেড়েছে, বেড়েছে কৃষকদের আয়। উপজেলা কৃষি অফিসের পরামর্শে কৃষকেরা স্বল্প পুঁজি বিনিয়োগ করে এরই মধ্যেই লাভের মুখ দেখছেন।
জানা যায়, মিষ্টি আলু একটি পুষ্টিকর খাদ্য। মিষ্টি আলু চাষাবাদে তেমন একটা সার প্রয়োগ করতে হয় না। মিষ্টি আলু চাষ করতে খরচ অনেক কম লাগে। তা ছাড়া এ ফসলে তেমন কোনো রোগবালাইও দেখা যায় না। তাই মিষ্টি আলু আবাদে অল্প পুঁজি ও শ্রম লাগে। বিপরীতে অধিক লাভ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর গ্রামের কৃষক আব্দুল হান্নান বলেন, আগে এ এলাকার কৃষকেরা প্রচুর পরিমাণে মিষ্টি আলু চাষ করত। পরে কৃষকেরা ইরি, আউশ এবং আমন ধান চাষ করছিল। তাই মাঝের কয়েক বছর ওই সব জমিতে ধান ছাড়া অন্য কোনো ফসল চাষ হতো না। বর্তমানে এখানকার কৃষকেরা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাদের পরামর্শে মিষ্টি আলু চাষাবাদ করেছেন।
কৃষক আব্দুল হান্নান আরও বলেন, এরই মধ্যে কৃষকেরা আলু তুলে বিক্রি শুরু করেছেন। এতে এ বছর মিষ্টি আলু বিক্রি করে কৃষকদের বাড়তি আয়ের সুযোগ রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান বলেন, চলিত বছরে ব্রাহ্মণপাড়া উপজেলার কৃষকেরা ৮৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের মিষ্টি আলু চাষ করেছেন। এরই মধ্যে শিদলাই ও মালাপাড়া ইউনিয়নে বেশির ভাগ আলু চাষ হয়েছে।
কৃষি কর্মকর্তা আরও বলেন, আগামী মৌসুমে এ ধরনের ফসলের আবাদ আরও বাড়ানো হবে। এতে উপজেলার কৃষকেরা অল্প পুঁজি ও শ্রমে অধিক মুনাফা অর্জনে সক্ষম হবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃষকেরা এক সময় নিজেদের খাবারের চাহিদা ও আর্থিক সচ্ছলতা মেটাতে তাঁদের জমিতে ফসলের পাশাপাশি প্রচুর পরিমাণে মিষ্টি আলুর চাষ করত। তবে গত কয়েক বছর যাবৎ এ উপজেলার কৃষকেরা মিষ্টি আলুর আবাদ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন।
এখন বাজারে মিষ্টি আলুর চাহিদা ও দাম ভালো থাকায় ব্রাহ্মণপাড়ার প্রতিটি গ্রামের কৃষকেরা চলিত মৌসুমে আবারও আবাদ করেছে সুস্বাদু মিষ্টি আলু। এতে আবাদযোগ্য জমির পরিমাণ বেড়েছে, বেড়েছে কৃষকদের আয়। উপজেলা কৃষি অফিসের পরামর্শে কৃষকেরা স্বল্প পুঁজি বিনিয়োগ করে এরই মধ্যেই লাভের মুখ দেখছেন।
জানা যায়, মিষ্টি আলু একটি পুষ্টিকর খাদ্য। মিষ্টি আলু চাষাবাদে তেমন একটা সার প্রয়োগ করতে হয় না। মিষ্টি আলু চাষ করতে খরচ অনেক কম লাগে। তা ছাড়া এ ফসলে তেমন কোনো রোগবালাইও দেখা যায় না। তাই মিষ্টি আলু আবাদে অল্প পুঁজি ও শ্রম লাগে। বিপরীতে অধিক লাভ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর গ্রামের কৃষক আব্দুল হান্নান বলেন, আগে এ এলাকার কৃষকেরা প্রচুর পরিমাণে মিষ্টি আলু চাষ করত। পরে কৃষকেরা ইরি, আউশ এবং আমন ধান চাষ করছিল। তাই মাঝের কয়েক বছর ওই সব জমিতে ধান ছাড়া অন্য কোনো ফসল চাষ হতো না। বর্তমানে এখানকার কৃষকেরা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাদের পরামর্শে মিষ্টি আলু চাষাবাদ করেছেন।
কৃষক আব্দুল হান্নান আরও বলেন, এরই মধ্যে কৃষকেরা আলু তুলে বিক্রি শুরু করেছেন। এতে এ বছর মিষ্টি আলু বিক্রি করে কৃষকদের বাড়তি আয়ের সুযোগ রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান বলেন, চলিত বছরে ব্রাহ্মণপাড়া উপজেলার কৃষকেরা ৮৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের মিষ্টি আলু চাষ করেছেন। এরই মধ্যে শিদলাই ও মালাপাড়া ইউনিয়নে বেশির ভাগ আলু চাষ হয়েছে।
কৃষি কর্মকর্তা আরও বলেন, আগামী মৌসুমে এ ধরনের ফসলের আবাদ আরও বাড়ানো হবে। এতে উপজেলার কৃষকেরা অল্প পুঁজি ও শ্রমে অধিক মুনাফা অর্জনে সক্ষম হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে